মৌজা ম্যাপ অনুসন্ধান করুন নতুন নিয়মে

মৌজা ম্যাপ বলতে সাধারণত একটি নির্দিষ্ট এলাকা কে বোঝায়। ম্যাপ বলতে অবশ্যই আমরা মানচিত্র কে বুঝি, ঠিক তেমনি জমিজমা সংক্রান্ত একটি মানচিত্রকে মৌজা ম্যাপ বলা হয়। মূলত একটি এলাকার কয়েকটি অংশ নিয়ে মৌজা ম্যাপ গঠিত হয়। এবং উক্ত ম্যাপে চিত্রায়িত থাকে জমির দাগ নাম্বার এবং জমির রেখা। আপনার কাছে যদি আপনার এলাকার মৌজা ম্যাপ না থেকে থাকে তাহলে অনলাইনে মোজমে অনুসন্ধান করে মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারবেন।

অনুসন্ধান করতে যা যা প্রয়োজন

মৌজা ম্যাপ দেখার জন্য শুধুমাত্র স্থানের বিভাগ, জেলা ও উপজেলা এবং মৌজার নাম জানতে হবে । এবং উক্ত জমির পর্চা নাম ও দাগ নাম্বার অথবা সিট নং জানা থাকতে হবে। শুধুমাত্র এই তথ্যগুলো প্রদান করে ভূমি মন্ত্রণালয়ে ওয়েবসাইট থেকে মৌজা ম্যাপের কপি দেখতে পারবেন।

মৌজা ম্যাপ অনুসন্ধান করবেন যেভাবে-

  • ভিজিট করুন https://eporcha.gov.bd/
  • এরপরে মৌজা ম্যাপ অংশে ক্লিক করুন
  • আপনার মৌজা ম্যাপ সম্পর্কিত তথ্য প্রদান করুন
  • সবশেষে “খুজুন” বাটনে ক্লিক করলে মৌজা ম্যাপ খুজে পাওয়া যাবে

মৌজা কিভাবে বের করব , মৌজা ম্যাপ অনুসন্ধান

এই পেইজে আপনাকে যেসব তথ্যগুলো উল্লেখ করতে হবে তা হল-

  • বিভাগ নাম
  • জেলা  নাম
  • উপজেলা নাম
  • মৌজা নাম
  • পর্চা নাম।
  • দাগ নং / সিট নং

সবগুলো তথ্য দেওয়ার পরে আপনি “খুজুন” বাটনে ক্লিক করবেন , এরপরে আপনার মৌজা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখানো হবে, তার আগে অবশ্যই আপনাকে শিওর হয়ে নিতে হবে আপনার এলাকা অনলাইন সেবার অন্তর্ভুক্ত কিনা, কেননা দেশের সর্ব পর্যায়ের মৌজা ম্যাপ এখন পর্যন্ত অনলাইন করা হয় নাই।

মৌজা ম্যাপ

এখানে মৌজা ম্যাপ খুঁজে পাওয়ার পরে আপনি আবেদ করুন বাটন ক্লিক করবেন এবং নির্ধারিত ফি প্রদান করলে আপনি মৌজা ম্যাপের একটি অংশ ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে এটি আপনি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

মৌজা ম্যাপ সংগ্রহ করতে কত টাকা ফি প্রদান করতে হবে?

মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য ৬৩০ টাকা পরিশোধ করতে হয় যা আপনি বিকাশ/নগদ/উপায়/ সোনালী সেবা বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। জমির ম্যাপের জন্য অনলাইন আবেদনের ক্ষেত্রে ৫২০ টাকা সাধারণ ফি এবং ১১০ টাকা পোস্ট অফিস ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *