পাসপোর্ট সংশোধন করুন অনলাইনে | E Passport Correction

আপনারা যারা পাসপোর্ট সংশোধন করা নিয়ে বিভিন্ন ভোগান্তিতে পড়েন এবং বিভিন্ন চিন্তায় পারেন অর্থাৎ দালাল ছাড়া কিভাবে পাসপোর্ট সংশোধন করা যায়।  এছাড়াও পাসপোর্ট এর তথ্য সংশোধন করার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন এবং কিভাবে সেগুলো সংগ্রহ করবেন এবং কোথায় সাবমিট করবেন এবং কত টাকা লাগতে পারে ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন আজকের এই পোস্টে।

পাসপোর্ট এর যেকোন তথ্য সংশোধন করার জন্য পাসপোর্ট রি ইস্যু আবেদন করতে হবে। অর্থাৎ একটি পাসপোর্ট নতুনভাবে আবেদন করার প্রক্রিয়া যেরকম টি করতে হয় ঠিক তেমন ,দুটি প্রক্রিয়ায় একিই। তবে পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে অতিরিক্ত একটি সংশোধন ফরম পূরণ করতে হয়।

পাসপোর্ট সংশোধন আবেদন করার পূর্বে যা যা করবেন

আপনাকে একটি নির্দিষ্ট ডকুমেন্ট অনুযায়ী পাসপোর্ট সংশোধন আবেদন করতে হবে সেটা হতে পারে জন্ম নিবন্ধন অথবা এনআইডি তবে সংশোধন করা ক্ষেত্রে দুটি ডকুমেন্টের প্রয়োজন।  আপনার যদি এনআইডি বা জন্মতারিখ এর বিভিন্ন তথ্য যেমন মা-বাবার নাম বা জন্মতারিখ ভুল থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট সংশোধন আবেদন করার পূর্বেই আপনার এনআইডি কার্ড ও  জন্মতারিখ সংশোধন করে নিবেন। 

NID এর সাথে মিল রেখে হলফনামা তৈরি করুন

আপনার পাসপোর্টে যদি নিজের নাম বাবা মায়ের নাম এবং জন্মতারিখ ভুল থাকে তাহলে একজন উকিলের কাছে গিয়ে হলফনামা বা এফিডেভিট করতে হবে। পাসপোর্টের ভুল সংশোধন করার ক্ষেত্রে এটি অবশ্যই দরকার পড়বে। আপনি একজন উকিলের কাছে গেলেই বা কি কাজ সে করে দিবে এজন্য আপনাকে তাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে সেটা হতে পারে 2000 বা 3000।

পাসপোর্ট সংশোধন করার নিয়ম

এটি করার জন্য পাসপোর্ট সংশোধন ফরম পূরণ করতে হবে। এরপরে পাসপোর্ট রি ইস্যু করার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। পাসপোর্ট সংশোধন ফি প্রদান করে প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সংযুক্ত করতে হবে। উক্ত নথিগুলো নিয়ে নির্ধারিত তারিখে বিভাগীয় পাসপোর্ট অফিসে যেতে হবে।

Time needed: 2 days

নিচের স্টেপ গুলো পুরোপুরি ফলো করুন

  1. সংশোধন ফরম পূরণ করুন

    পাসপোর্ট এর জন্য সংশোধন আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সংশোধন ফরম পূর্ণাঙ্গভাবে পূরণ করতে হবে। এ ডকুমেন্ট ছাড়া আপনি কোনোভাবেই সংশোধন আবেদন করতে পারবেন না। উক্ত ফরমটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং যেকোন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে কলম দিয়ে পূরণ করে নেবেন.

    নিচের ছবিতে দেখানো রেড মার্ক গুলো অবশ্যই লক্ষ্য দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ ডানপাশে আপনার পাসপোর্ট রিশু করার প্রয়োজনীয় ফি প্রদান করার তথ্য যেমন ব্যাংক নেম ব্যাংক শাখা রশিদ নাম্বার ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। এটা অনলাইন আবেদন করা শেষে যখন আপনি ব্যাংকে টাকা জমা দিবেন ব্যাংক থেকেজবা রশিদটি সংগ্রহ করে সেই অনুযায়ী তথ্য গুলো পূরণ করবেন।

    এবং নিচে দেখানো পাসপোর্ট বর্তমানে প্রদর্শিত এর ঘরে আপনার বর্তমানে ভুল লিপিবদ্ধ করুন এবং ডান পাশে সংশোধিত ঘরে সংশোধনকৃত তথ্যটি লিপিবদ্ধ করুন যেমন ধরুন আপনার নামটি ভুল রয়েছে। আপনার নাম ধরুন সবুজ হাওলাদার , এখন যদি আপনার নামটি ভুল ভাবে লিপিবদ্ধ থাকে স্রুজ হাওলাদার নামে তাহলে স্রুজ হাওলদার টি বর্তমানে প্রদর্শিত তথ্যের ঘরে লিপিবদ্ধ করুন এবং সংশোধিততথ্যের ঘরে সঠিক নামটিলিপিবদ্ধ করুন। এভাবে আপনি যে কয়টি তথ্য সংশোধন করতে চান তা লিপিবদ্ধ করতে হবে।


    পাসপোর্ট সংশোধন

  2. অনলাইন আবেদন করুন

    সংশোধন ফরম পূরণ করার পরে আপনাকে অনলাইনে ই-পাসপোর্ট অফিশিয়াল ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখান থেকে নতুন করে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে। এই কাজটি আপনি যে কোনো কম্পিউটার দোকানে করতে পারেন অথবা আপনি চাইলে নিজে নিজেও মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করতে পারেন। ই পাসপোর্ট ওয়েবসাইট লিংক

    পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করার সময় অবশ্যই আপনার পেমেন্ট মেথড টি অফলাইন পেমেন্ট হিসেবে সিলেক্ট করুন এতে করে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে।  পরবর্তীতে আপনি অফলাইন পেমেন্ট ধরে যে কোন ব্যাংকে চালানের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন।

    সঠিকভাবে অনলাইন আবেদনপত্রটি সাবমিট করার পরে আপনি দুটি ডকুমেন্ট দেখানো হবে। ১/ Print Summary ২/ Application Form for printing উক্ত দু’টি ডকুমেন্ট আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিবেন এবং যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবেন।


    ই পাসপোর্ট


  3. সংশোধন ফি প্রদান করুন

    উপরোক্ত দুটি ডকুমেন্ট থেকে Print Summary ডকুমেন্ট প্রিন্ট করে ব্যাংকে গিয়ে আপনার নির্ধারিত ফি প্রদান করবেন এবং সেখান থেকে একটি জমা রশিদ সংগ্রহ করবেন।  যেসব ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট সংশোধন ফি প্রদান করতে পারবেন

    BANK ASIA, DHAKA BANK, ONE BANK, PREMIER BANK, SONALI BANK, TRUST BANK, A-CHALLAN

  4. বিভাগীয় পাসপোর্ট অফিসে নথিগুলো সাবমিট করুন

    প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসে চলে যান এবং সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং বিভিন্ন বায়োমেট্রিক ডাটা সাবমিট করুন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ও।

পাসপোর্ট সংশোধন ফি

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা
  • জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা
  • জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা
  • জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট

  • নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা
  • জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
  • অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা

পাসপোর্ট সংশোধন করতে যেসব কাগজপত্র লাগবে

  • আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ প্রযোজ্য ক্ষেত্রে)
  • অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি
  • সংশোধন এর আবেদন ফর্ম
  • সনাক্তকরণ ডকুমেন্ট (জাতীয় পরিচয় পত্র / অনলাইন জন্ম নিবন্ধন – মেইন কপি ও ফটোকপি)
  • পেমেন্ট স্লিপ
  • পূর্ববর্তী পাসপোর্ট এর মেইন কপি এবং ডাটা পেজের প্রিন্ট কপি
  • সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO / NOC

তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্ৰ

  • বিবাহিত – নিকাহনামা
  • ঠিকানা – বিদ্যুৎ বিলের কপি / টেলিফোন বিলের কপি / পুলিশ ক্লিয়ারেন্স
  • পেশা – কর্মক্ষেত্রের প্রত্যয়নপত্র
  • নিজের নাম / বয়স – হলফনামা, সার্টিফিকেট
  • পিতা মাতার নাম – হলফনামা, সার্টিফিকেট, পিতা মাতার NID – মেইন কপি ও ফটোকপি
  • পাসপোর্ট হারিয়ে গেলে – GD এর মুল কপি ও ফটোকপি
  • ১৮ বছরের নিচে হলে নিজের অনলাইন জন্ম সনদ ও পিতা মাতার NID – মেইন কপি ও ফটোকপি
  • ০৬ বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি )
  • ১৫ বছরের নিচে হলে পিতা মাতার পাসপোর্ট সাইজের ছবি ।
  • চেয়ারম্যান প্রত্যয়ন পত্ৰ

পাসপোর্ট সংশোধন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও

আপনাদের যাদের পাসপোর্ট তথ্য সংশোধন কিভাবে করতে হয় বুঝতে অসুবিধা হচ্ছে তারা নিচের ভিডিওটি দেখতে পারেন আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। 

Video Courtesy: Tech Pro SOHRAB ইউটিউব থেকে।

সংশোধিত পাসপোর্ট কতদিন পর পাওয়া যায়?

যেহেতু এটি আপনি দালাল ছাড়া করতে যাচ্ছেন তাহলে অবশ্যই সংশোধন করার ক্ষেত্রে পাসপোর্ট তৈরি তৈরি হতে অনেকটা সময় লেগে যেতে পারে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর সাধারণভাবে একটি নতুন পাসপোর্ট তৈরি করা ক্ষেত্রে পাসপোর্ট রি ইস্যু সময়টা অনেক বেশি হয়ে থাকে।

পাসপোর্ট সংক্রান্ত আরও পোস্ট

Similar Posts

3 Comments

  1. আমার পাসপোর্টের নাম/ বয়স ভুল হয়েছে সংশোধন করা যাবে ভাই

    1. সংশোধন করতে হলে নিয়ম গুলো ফলো করুন। সামান্য ভুল সংশোধন করতে পারবেন। তবে যদি সম্পূর্ণ তথ্য ভুল থাকে তাহলে সেটা সংশোন করা সহজ নয়। অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক কাগজ ও প্রমান পত্র জমা করতে হয়। যেমন সম্পূর্ণ নাম বা জন্ম সাল পরিবর্তন করতে হলে

  2. গুরুত্বপূর্ণ আলোচনা পড়ে খুব ভালো লাগলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *