ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড – ই পেপার

ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে চাচ্ছেন তারাই যারা মূলত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ফিঙ্গারপ্রিন্ট দেয়া সত্বেও ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড হাতে পাননি । তবে এখন বি আর টি এ এর নতুন নিয়ম অনুযায়ী অনলাইন থেকে ই পেপার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা যায়।


আগে আমরা অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স পেপার বলতে যেটা বুঝতাম বর্তমানে বিআরটিএর নতুন কার্যক্রম অনুসারে এটিকে ই পেপার ড্রাইভিং লাইসেন্সের রূপান্তর করা হয়েছে। অর্থাৎ স্মার্ট কার্ড এর মতন একটি অনলাইন প্রিন্ট কপি আপনি বিএসপিএ একাউন্ট থেকে ডাউনলোড করে সেটি প্রিন্ট করে সারা দেশের ব্যবহার করতে পারবেন।

নতুন ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র ২০২৩ সালের ১৭ই জানুয়ারি পরে ড্রাইভিং লাইসেন্স মৌখিক ও একই দিনে প্রাকটিকাল পরীক্ষা এবং বায়োমেট্রিক পরীক্ষা যারা প্রদান করেছেন তারা। তবে এর পূর্বে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন তারা অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন না। তবে BRTA DL Checker অ্যাপ দিয়ে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স চেক করার পরে সেটিকে স্ক্রিনশট আকারে নিয়ে প্রিন্ট করে ব্যবহার করে দেখতে পারেন। তবে এটা ঝুঁকিপূর্ণ

ই পেপার ডাউনলোড করতে যা যা লাগবে

আমরা অবশ্যই সকলে জানি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য অবশ্যই বিআরটিএর নতুন ওয়েবসাইট bsp.brta.gov.bd ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হয়। একাউন্ট করার জন্য অবশ্যই একটি ইউজারনেম এবং একটি পাসওয়ার্ড প্রদান করতে হয়। এরপরের প্রোফাইল থেকে বিস্তারিত ভাবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যায়। এবং ড্রাইভিং লাইসেন্স ফি প্রদান করার মাধ্যমে উক্ত একাউন্ট থেকে স্মার্ট কার্ড এর জন্য আবেদন করা যায়। ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে উক্ত একাউন্টের লগইন করে নিতে হবে। এবং আপনাকে আপনার সঠিক ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি ই পেপার তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন এবং ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ফি প্রদান সম্পন্ন করবেন।

আপনি যদি কোন দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স আবেদন করে থাকেন তাহলে উক্ত ব্যক্তির থেকে আপনার bsp.brta.gov.bd একাউন্টের নাম এবং পাসওয়ার্ড সংগ্রহ করে নিবেন।

যারা ২০২৩ সালের জানুয়ারির পূর্বে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন কিন্তু এখনো ড্রাইভিং লাইসেন্স হাতে পাননি তারা ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স স্লিপ ব্যবহার করে অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স যাচাই করবেন এবং সেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স দেখতে পাবেন। তবে সেটি ডাউনলোড করার কোন অপশন নাই।  

ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার সহজ উপায়

নতুন ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য লগইন করে নিতে হবে bsp.brta.gov.bd ওয়েবসাইটে। এরপরে প্রোফাইল থেকে ই পেপার ড্রাইভিং লাইসেন্স লিংকে প্রবেশ করতে হবে। উক্ত লিঙ্কে প্রবেশ করার পরে কিউআর কোড সম্বলিত ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে এবং এটি আপনি মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন।

ডাউনলোড করা ড্রাইভিং লাইসেন্স এ স্মার্ট কার্ড এর মতন সমস্ত তথ্য থাকবে শুধু মাইক্রোসিপ ব্যতীত। তবে এই ড্রাইভিং লাইসেন্সে একটি কিউআর কোড দেখতে পাবেন যেটি দিয়ে ড্রাইভিং লাইসেন্সের সত্যতা এবং ড্রাইভিং লাইসেন্সটি অরিজিনাল কিনা যাচাই করা যাবে।

ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি ব্যবহারের পূর্ব সতর্কতাঃ

ড্রাইভিং লাইসেন্স মূলত আমাদের হরহামেশা বিভিন্ন জায়গা প্রয়োজন পড়ে। অর্থাৎ কোন জায়গায় নিজে ড্রাইভিং করে গেলে যাতে সার্জেন্ট মামলা দিতে না পারে এইজন্য।

তবে এ সমস্ত দায় এড়ানোর জন্য আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করেন তখন অনেকটা সময় এর ড্রাইভিং লাইসেন্স প্রসেসিংয়ে থাকে। এমতাবস্থায় ড্রাইভিং লাইসেন্সজনিত ঝামেলা এড়াতে বিআরটিএ এর নতুন নিয়ম অনুযায়ী যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড হাতে না পান ততদিন পর্যন্ত অনলাইন থেকে bsp একাউন্ট এ গিয়ে ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন এবং সেটি ব্যবহার করতে পারবেন মূল ড্রাইভিং লাইসেন্স হিসেবে।

মনে রাখবেন ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি যে কার্ড প্রিন্ট আকারে আপনার কাছে রয়েছে এটি স্মার্ট কার্ড নয়। তবে উক্ত প্রিন্ট কার্ড যে কোন সার্জেনকে দেখালে আপনি মামলা থেকে বেঁচে যেতে পারবেন। এবং উক্ত প্রিন্ট কপির সাথে অবশ্যই ই রেফারেন্স স্লিপ সাথে রাখবেন।

ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি সংক্রান্ত প্রশ্ন উত্তর

এই কার্ড কি সার্জেন্টকে দেখালে ছেড়ে দেবে?

যেহেতু এটি বিআরটিএ কর্তৃক প্রদত্ত কোন অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স কার্ড নয় সেহেতু এটা নিয়ে আপনি ড্রাইভ করলে স্বল্প কয়েক জায়গায় থেকে ছাড় পেতে পারেন। তবে কিছু সার্জেন্ট এটি দেখে আপনাকে জেরা করতে পারে তখন আপনি চাইলে DL Cheker অ্যাপ দিয়ে অনলাইনে তাকে দেখাতে পারেন । আপনার সুবিধার্থে ডেলিভারি সিলেটি সাথে রাখবেন এতে করে মামলা খাবেন না।

ডেলেভারি স্লিপ থাকলেও কি মামলা দিবে??

না, তবে ঐটার মেয়াদ শেষ হলে বারাতে হয়, ২ বছর ধরে সাথে নিয়ে ঘুরলে, হারিয়ে যেতেই পারে, নষ্ট হয়ে যেতে পারে, তা ছারা সেটার মধ্যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকে না। লাইসেন্স এর মেয়াদ থাকে না।

আমি ডিলিভারি স্লিপ পেয়েছি কিন্তু এখনো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় নাই। আমারটা কি অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে ??

এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের যথেষ্ট অভিজ্ঞতা নেই তবে আপনি আপনার রেফারেন্স নাম্বার দিয়ে DL Cheker থেকে যাচাই করতে পারেন।

Similar Posts

2 Comments

  1. আমি আমার ড্রাইভিং লাইসেন্স এর সকল তথ্য জানতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *