রেশন কার্ড চেক করুন – রেশন কার্ড আবেদন স্ট্যাটাস যাচাই

আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং রেশন কার্ডের জন্য আবেদন করেন কিংবা রেশন কার্ড সংশোধন আবেদন করেন তাহলে খুব সহজেই Govt West Bengal Food and Supplies সার্ভার থেকে আপনার রেশন কার্ড চেক করতে পারবেন অথবা রেশন কার্ড স্ট্যাটাস যাচাই করতে পারবেন।

রেশন কার্ডের মাধ্যমে মূলত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের বিনামূল্যে খাদ্যদ্রব্য সামগ্রী প্রদান করা হয়। আপনি যদি রেশন কার্ডের জন্য খাদ্য দপ্তরে গিয়ে আবেদন করে থাকেন কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ড এর জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার রেশন কার্ড স্ট্যাটাস চেক করা উচিত। কেননা রেশন কার্ড আবেদন যদি বাতিল হলো কিনা কিংবা অ্যাপ্রুব হলো কিনা এটি আপনি জানতে পারবেন রেশন কার্ড স্টাট্যাস যাচাই করার মাধ্যমে।

এই পোস্টে মূলত আমরা তিনটি বিষয়ে আলোচনা করব। এবং আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক বা দুয়ারে সরকার রেশন / খাদ্য সাথী কার্ড চেক করবেন কিংবা ১০ বা ১৬ সংখ্যার এপ্লিকেশন/ বারকোড নাম্বার দিয়ে রেশন কার্ডের বর্তমান আবেদন অবস্থা দেখবেন তার বিস্তারিত।

রেশন কার্ড চেক করার নিয়ম

এটি চেক করার জন্য ভিজিট করতে হবে West Bengal Food and Supplies অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে অপশন থেকে RATION CARD বাছাই করে নিতে হবে। পরবর্তী পেইজে Check The Status of Your Ration Card লেখাটিতে ক্লিক করে আপনার রেশন কার্ড নাম্বা্র, রেশন কার্ড ক্যাটাগরি ও ক্যাপচ্যা পূরণ করে Search বাটনে ক্লিক করুন ।

ধাপ-১ঃ ওয়েব সাইটে প্রবেশ

প্রথমে ভিজিট করুন food.wb.gov.in ওয়েবসাইটে। এরপরের নিচের মত ওয়েব পেজ দেখতে পাবেন সেখান থেকে RATION CARD লেখাটিতে ক্লিক করুন।

ডিজিটাল রেশন কার্ড চেক

ধাপ-২ঃ রেশন কার্ড লিংকে প্রবেশ

এরপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেমন রেশন কার্ড ডাউনলোড , আধার কার্ড লিঙ্কিং, ইত্যাদি, সবগুলো ইংরেজিতে লেখা থাকবে, আপনাকে শুধু Check The Status of Your Ration Card লেখাটির উপরে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেইজে চলে যাবেন।

দুয়ারে সরকার রেশন কার্ড

ধাপ-৩ঃ রেশন কার্ড যাচাই

এই পেজে আসার পরে নিচের মত একটু প্লিজ দেখতে পাবেন। সর্বপ্রথম এখানে প্রথম ঘরে আপনার রেশন কার্ড নাম্বার পরবর্তী ঘরে আপনার রেশন কার্ডের ধরন অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করুন। সবশেষে নিচে একটি ক্যাপ্টা দেখতে পাবেন সেটি পূরণ করে Search লেখাটিতে ক্লিক করুন।

রেশন কার্ড চেক

এ পদ্ধতিতে আপনি শুধুমাত্র আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস যাচাই করতে পারবেন। আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করে থাকেন তাহলে স্ট্যাটাস যাচাই করার জন্য আপনাকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রেশন কার্ড আবেদন স্ট্যাটাস চেক

যদি আপনি আপনার রেশন কার্ড আবেদন স্ট্যাটাস চেক করতে চান তাহলে ভিজিট করুন wbpds.wb.gov.in এর CheckApplication Status লিংকে। এরপরে আপনার রেশন কার্ডের ফরম টাইপ এবং বার কোড নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার প্রদান করুন। সবশেষে ক্যাপচা পূরণ করে Search ক্লিক করুন।

স্টেপ-১ঃ খাদ্য দপ্তর ওয়েবসাইটে প্রবেশ

প্রথম আপনাকে ভিজিট করতে হবে https://wbpds.wb.gov.in ওয়েবসাইটে। এরপরে মেনু থেকে E-CITIZEN অপশনটি ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখানে CheckApplication Status লেখাটিতে ক্লিক করুন।

রেশন

স্টেপ-২ঃ আবেদন অবস্থা যাচাই

এখানে প্রথম বক্সে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এর ধরন সিলেকশন করতে হবে। আপনি রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তখন কোন ধরনের ফর্মে আপিল করেছেন আপনাকে সেই ফরমের ধরনটি সিলেক্ট করে নিতে হবে।

রেশন কার্ড চেক স্টাট্যাস

পরবর্তী ঘরে আপনার আবেদন কপির বারকোড নাম্বার প্রদান করুন। আপনি যদি চান আপনার মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করবেন তাহলে সেটিও করতে পারেন। এই ওয়েব সাইটে মোবাইল নাম্বার দিয়েও রেশন কার্ড যাচাই করার সুবিধা রয়েছে । এজন্য রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটি আপনাকে ব্যবহার করতে হবে। দ্বিতীয় ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করুন এবং ক্যাপচা পূরণ করুন।

আপনার দেওয়া তথ্য গুলো সঠিক থাকলে পরবর্তী পেইজে আপনার রেশন কার্ডের বর্তমান আবেদন অবস্থা জানতে পারবেন।

জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ- FAQ

ডিজিটাল রেশন কার্ড চেক করার নিয়ম কি

আপনি যদি ডিজিটাল রেশন কার্ড চেক করতে চান তাহলে wbpds.wb.gov.in ওয়েব সাইটে প্রবেশ করে মেনু থেকে E-CITIZEN অপশনে যাবেন সেখান থেকে Search Your Digital Ration Card Details লেখাটাতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যগুলো সাবমিট করুন।

কিভাবে বুঝব আমার রেশন কার্ড হয়েছে কিনা?

এটি জানার জন্য আপনাকে রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস যাচাই করতে হবে। যদি আবেদন Aproved দেখতে পান তাহলে বুঝবেন আপনার রেশন কার্ড হয়েছে। আর যদি Rejected দেখতে পান তাহলে বুঝবেন আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। 

খাদ্য দপ্তরের হোমপেজ

wbpds wb

রেশন কার্ড যাচাই

Visit

রেশন কার্ড আবেদন স্ট্যাটাস  যাচাই

Visit

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *