অনলাইনে বেতন বিল দাখিল পদ্ধতি

আপনারা চাইলে অনলাইনে বেতন বিল দাখিল করতে পারবেন। ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার সিস্টেম বেতন ব্যাংকে প্রেরণের জন্য এই সিস্টেমটি ব্যবহার হয়।

iBAS++ সিস্টেমের মাধ্যমে অনলাইনে বেতন বিল দাখিল করতে পারবেন। দেশে কিংবা বিদেশে, যে কোন জায়গায় বসেই অনলাইন এর মাধ্যমে বেতন বিল দাখিল করা যাবে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা অনলাইনে বেতন বিল দাখিল পদ্ধতি সম্পর্কিত সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন।

অনলাইনে বেতন বিল দাখিল পদ্ধতি

অনলাইনের মাধ্যমে বেতন বিল দাখিল করার জন্য iBAS++ ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করে নিবেন। তারপরে Budget Excecution থেকে Pay Bill সাবমিশন অপশনে গিয়ে, Month of Salary সিলেক্ট করুন।

Go Button অপশনে ক্লিক করে বেতন ও আহরন অংশ ও কর্তন সমূহ ঠিক আছে কিনা চেক করুন। তারপরে Submit বাটনে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। যথাক্রমে কোডটি ভেরিফিকেশন করলে, আপনাদের বেতন বিল দাখিল সম্পন্ন হবে।

iBAS++ অ্যাকাউন্ট করার নিয়ম

নতুন একাউন্ট রেজিস্টার করার জন্য প্রথমে https://ibas.finance.gov.bd/ এই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। তারপরে আপনাদের সামনে নিচের ছবির মত একটি পেইজ আসবে, এখান থেকে “iBAS++ (২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী)” অপশনে প্রবেশ করুন।

তারপরে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে iBAS++ অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। iBAS++ একাউন্ট রেজিস্টার করার জন্য ভোটার আইডি কার্ড নাম্বার এবং একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। iBAS++ অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্যঃ

  • প্রথম বক্সে একটি ইউজার আইডি প্রদান করুন। ১ ইউজার আইডি ২ বার প্রদান করা যাবে না। তাই সম্পূর্ণ নতুন
  • একটি ইউজার আইডি বাছাই করুন। যেমনঃ shfiqqh895
  • তারপরে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার বসিয়ে দিন।
  • একটি সচল মোবাইল নাম্বার বসিয়ে দিন।
  • আপনাদের ইমেইল এড্রেস বসিয়ে দিন।
  • সঠিকভাবে নিচে থাকা ক্যাপচা কোডটি বসিয়ে “Register” বাটনে ক্লিক করুন।

তারপরে আপনাদের ইমেইলে এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে একটি আইডি ও পাসওয়ার্ড চলে যাবে। এটি হলো আপনাদের iBAS++ একাউন্টের ইউজার নেইম এবং পাসওয়ার্ড। পরবর্তীতে লগইনের জন্য এগুলো প্রয়োজন হবে। এবার চলুন জেনে নেই অনলাইনের মাধ্যমে iBAS++ থেকে বেতন বিল দাখিল করার পদ্ধতি সম্পর্কে।

iBAS++ থেকে বেতন বিল দাখিল

প্রথমেই https://ibas.finance.gov.bd/  লিংকে ক্লিক করে “iBAS++ (২০১৮-১৯ থেকে নতুন কোড অনুযায়ী)” অপশনে প্রবেশ করুন। তারপরে আপনাদের iBAS++ একাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড বসিয়ে, ক্যাপচা কোড পূরণ করে Login করুন।

তারপরে এখানে দুটি অপশন দেখতে পাবেন। Budget Excecution অপশনে প্রবেশ করুন। আপনাদের একাউন্ট এর মধ্যে নিয়ে আসা হবে। যেহেতু আমরা বিল দাখিল করব, তার জন্য “online pay bill submission” এই অপশনে প্রবেশ করব।

তারপরে আমরা যে মাসের বিল প্রদান করব, Month of Salary থেকে সেই মাসটি সিলেক্ট করতে হবে। তারপরে Go বাটনে ক্লিক করুন। তারপরে নিচে এসে Audit Reg. volume number ও Audit Reg. Page number বক্সে, পুরনো বেতন বিল থেকে ভলিউম নাম্বার ও পেজ নাম্বার বসিয়ে Submit বাটনে ক্লিক করুন।

তারপরে আপনাদের মোবাইল নাম্বারে একটি OTP কোড আসবে। কোডটি বসিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করুন। ভেরিফিকেশন কমপ্লিট হলে Ok বাটনে ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হবে।

আপনারা চাইলে এটিকে সরাসরি প্রিন্ট করতে পারেন অথবা ডাউনলোড করে ডিভাইসে সেভ করে রাখতে পারেন।

যদি রিপোর্টের পিডিএফ সরাসরি ওপেন না হয় সেক্ষেত্রে, মেনুবার থেকে Repot অপশনে প্রবেশ করে রিপোর্ট সিলেক্ট করুন, fiscal year ও Month বসিয়ে, আপনার পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করে এটি ডাউনলোড করতে পারেন।

শেষকথা

সম্মানিত পাঠক এই সম্পর্কে অন্য কোন তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *