আধার কার্ড সংশোধন করার নিয়ম ২০২৩

একজন ভারতীয় নাগরিকের প্রতিদিনের জীবনে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। অনেক সময় ভুলবশত আধার কার্ডের তথ্যে ভুল আসে। যদি এই ভুলগুলো দ্রুত সংশোধন করা না হয় তাহলে পরবর্তীতে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারেন। এজন্য আধার কার্ড সংশোধন করা উচিত। 

আধার কার্ড শুধু মাত্র একজন ভারতীয় নাগরিক পেতে পারেন, যিনি লাস্ট এক বছরের মধ্যে ভারতে ১৮৫ দিনের বেশি অবস্থান করেন। আধার কার্ডে ১২ সংখ্যার সনাক্তকরণ নাম্বার থাকে যার মাধ্যমে ভারতীয় বসবাসের প্রমাণ উপস্থাপন করা হয়।

আধার কার্ড সংশোধন

আধার কার্ডের মধ্যে ওই ব্যক্তির নাম, ঠিকানা, ইমেইল এড্রেস, মোবাইল নাম্বার, বায়োমেট্রিক এনরোলমেন্ট, ইউআইডি নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার, বয়স, লিঙ্গ, জন্ম তারিখ উল্লেখ থাকে। যা ওই ব্যক্তির পরিচয় শনাক্তকরণে সহযোগিতা করে। আপনার যদি আধার কার্ডের বিভিন্ন ভুল থাকে যেমন জন্ম তারিখ, , বাবা মার নাম নিজের নাম ইত্যাদি তাহলে সেটি খুব সহজেই অনলাইন থেকে সংসদের আবেদন করতে পারবেন।

আধার কার্ডের তথ্য ভুল থাকলে করণীয়

আধার কার্ডের কোন তথ্য ভুল থাকলে এগুলো অনলাইনের মাধ্যমে কিংবা ফরম পূরণ করে সংশোধনী আবেদন করতে পারবেন। 

অনলাইনের মাধ্যমে আধার কার্ডের নির্দিষ্ট কয়েকটি তথ্যের ভুল সংশোধন করতে পারবেন। যেমনঃ নাম, জন্ম তারিখ, ঠিকানা, লিঙ্গ। এছাড়াও যদি আপনারা অফলাইনে তথা ফরম পূরণ করে সংশ্লিষ্ট আধার তালিকাভুক্ত কেন্দ্রে উপস্থিত হয়ে ফরম জমা দিতে পারবেন।

আধার কার্ড সংশোধন করার নিয়ম

আধার কার্ড সংশোধন করার জন্য myaadhaar.uidai ওয়েবসাইটে প্রবেশ করে আধার কার্ড নাম্বার বসিয়ে OTP ভেরিফিকেশন করে, সংশোধনকৃত তথ্যগুলো পূরণ করুন। এরপরে সংশোধিত তথ্যগুলো পূরণ করে প্রমাণপত্র আপলোড করুন। এরপরে সংশোধন ফি প্রদান করে আবেদনটি সাবমিট করুন।

ধাপ ১ঃ লগইন

প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এই লিংকে ক্লিক করে আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে লগইন নামক একটি অপশন পাবেন, এখান থেকে Log-in বাটনে ক্লিক করুন।

ধাপ ২ঃ ওটিপি ভেরিফিকেশন

এরপরে আপনার ১২ সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন, তারপরে নিচে থাকা ক্যাপচাটি পূরণ করে Send OTP বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনার আধার কার্ড ভেরিফাই করা মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি OTP নাম্বার দেয়া হবে, উক্ত নাম্বারটি বসিয়ে login বাটনে ক্লিক করুন। 

আপনার আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন পূর্বেই। তা না হলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। 

ধাপ ৩ঃ আধার আপডেটে যান

সফলভাবে লগইন সম্পন্ন হলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন, আধার কার্ডের তথ্য সংশোধন করার জন্য Online Update Services অপশনে ক্লিক করুন।  এরপরে এখান থেকে Update Aadhaar Online অপশনে ক্লিক করুন। এরপরে Proceed To Update Aadhaar বাটনে ক্লিক করুন।

ধাপ ৪ঃ আধার আপডেটে সম্মতি দিন

এই পেজ থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আধার কার্ডের কি কি তথ্য সংশোধন করতে চাচ্ছেন। আপনাদের আধার কার্ডের যে তথ্যগুলো ভুল আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে Proceed To Update Aadhaar বাটনে ক্লিক করুন।

ধাপ ৫ঃ যা সংশোধন করতে চান তা সিলেক্ট করুন

এখান থেকে আপনারা যে তথ্যগুলো সংশোধন করতে চান/ ধাপ ৪ থেকে যেগুলো সিলেক্ট করছেন তা দেখা যাবে, প্রথমে বর্তমান তথ্য দেখাবে এবং পরবর্তীতে আপনাদের সহযোগিতা তথ্যবসাতে হবে।

যেমন আপনি আধার কার্ডের নাম পরিবর্তন করবেন এক্ষেত্রে প্রথমে আপনার বর্তমান আধার কার্ডের নামটি দেখাবে (ইংরেজিতে এবং বাংলায়) Details to be updated থেকে সংশোধিত তথ্য তথা আপনারা সংশোধন করে যেই নাম দেয়ার চান সেটি বসিয়ে দিবেন।

এখানে ইংরেজিতে নাম বসালে বাংলায় অটোমেটিক চলে আসবে, যদি কোন কারণবশত আপনার নাম বাংলায় চলে না আসে তাহলে ম্যানুয়াল ভাবে আপনার কিবোর্ড থেকে বাংলা টাইপিং করে সঠিকভাবে নামটি বসিয়ে দিবেন।

ধাপ ৬ঃ প্রমানপত্র ডকুমেন্ট আপলোড করুন

এরপরে Manual Upload এর উপরে ক্লিক করে Select Valid Supporting Document Type থেকে প্রমাণপত্র সিলেক্ট করুন। তথা আধার কার্ডের তথ্য সংশোধন করার জন্য আপনারা যেই ডকুমেন্ট প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই ডকুমেন্টের নাম সিলেক্ট করুন। যদি আপনারা ভোটার আইডি কার্ডের মাধ্যমে আধার কার্ডের নাম পরিবর্তন করতে চান তাহলে ভোটার আইডি কার্ড সিলেক্ট করুন। এছাড়া নিম্ন ডকুমেন্ট এর মাধ্যমে আধার সংশোধন আবেদন করা যাবে

  • পাসপোর্ট
  • পোস্ট অফিসের পাসবুক বা অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • ভোটার আইডি
  • বিদ্যুৎ বিল (মাত্র ৩ মাস বয়সী)
  • টেলিফোন বিল (মাত্র 3 মাস বয়সী)
  • ক্রেডিট কার্ড স্টেটমেন্ট
  • স্টুডেন্ট আইডি কার্ড
  • ব্যাংক স্টেটমেন্ট
  • রেশন কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • পানির বিল (মাত্র ৩ মাস বয়সী)
  •  ইন্সুরেন্স পেপার
  • NREGA জব কার্ড

এরপরে একটু নিচে গিয়ে View Details & Upload Document বাটনে ক্লিক করে স্ক্যান করা ডকুমেন্টস পত্রটি আপলোড করুন। এরপরে Next বাটনে ক্লিক করুন। এরপরে সংশোধিত তথ্য গুলোর প্রিভিউ দেখাবে, এরপরে একটু নিচে দুটো টিক মার্ক দেওয়ার অপশন থাকবে, এগুলো টিক মার্ক দিয়ে দিবেন।

এগুলো টিক মার্ক না দিয়ে অন্য কোন ধাপে প্রবেশ করতে পারবেন না। তারপরে সবকিছু ঠিক থাকলে Next বাটনে ক্লিক করুন। এছাড়াও যদি কোন তথ্য পুনরায় এডিট করার প্রয়োজন হয় তাহলে Edit বাটনে ক্লিক করে তথ্যগুলো সংশোধন করে নিবেন।

ধাপ ৭ঃ সংশোধন ফি প্রদান

এখান থেকে সংশোধন ফি পরিশোধ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী আধার কার্ড সংশোধন করার জন্য ৫০ টাকা/ রুপি সরকারি ফি পরিশোধ করতে হবে। ৫০ টাকা পেমেন্ট করার জন্য চেকবক্সে টিক মার্ক দিয়ে Make Payment বাটনে ক্লিক করুন।

এরপরে আধার কার্ড সংশোধন ফি ৫০ টাকা যে কোন মাধ্যমে পেমেন্ট করতে পারেন। যেমনঃ গুগল পে, ইউপিআই, পেটিএম, পেওনিয়ার ইত্যাদি।

ধাপ ৮ঃ সংশোধন আবেদন কপি ডাউনলোড

পেমেন্ট করার পরে আপনারা আধার কার্ড সংশোধন আবেদনটি সাবমিট হয়ে গেছে। এরপরে Download Acknowledgement বাটনে ক্লিক করে আবেদন সাবমিট এর প্রমাণপত্র ডাউনলোড করুন। এভাবে করে আপনার আধার কার্ডের ভুল থাকা সকল তথ্যগুলো সংশোধন করুন। 

উপরোক্ত প্রমাণ পত্র আপনাকে একটি ইআইডি বা এপ্লিকেশন আইডি প্রদান করা হবে যেটা দিয়ে আপনি পরবর্তীতে আধার কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন

অনলাইন থেকে খুব সহজেই এই পদ্ধতি ব্যবহার করে আপনার আধার কার্ডটি সংশোধন করতে পারবেন।

আধার সংশোধন ভিডিও

নিচে থাকা ভিডিওটি দেখে খুব সহজেই আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে অনলাইনে Aadhaar Card সংশোধন করার আবেদন করতে পারবেন।

আধার কার্ড সংশোধন ফরম ডাউনলোড

যদি সরাসরি নিকটস্থ আধার কার্ড অফিসে উপস্থিত হয়ে অফলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডের তথ্যগুলো সংশোধন করতে চান তাহলে একটি আধার কার্ড সংশোধন ফরম প্রয়োজন হবে। উক্ত ফর্মটি পূরণ করে খুব সহজেই আধার কার্ড সংশোধন আবেদন করতে পারবেন।

আধার কার্ড সংশোধন ফর্ম ডাউনলোড- এই লিংকে ক্লিক করে ফর্মটি pdf ফাইল হিসেবে ডাউনলোড করে নিন, এরপরে এটিকে প্রিন্টার থেকে প্রিন্ট করে যথাযথভাবে সকল তথ্যগুলো পূরণ করে, ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংযুক্ত করে নিকটস্থ আধার তালিকাভুক্ত কেন্দ্রে ফরমটি জমা করুন।

এখানে কর্মরত অফিসার আপনার তথ্যগুলো ও ডকুমেন্টসগুলো যাচাই করে একটি EID স্বীকৃতির রসিদ প্রদান করবে, এটি সংগ্রহ করুন। পরবর্তীতে অনুরোধের অবস্থা ট্রাক করার জন্য EID নাম্বার প্রয়োজন হবে।

আধার কার্ড সংশোধন করার ক্ষেত্রে জানা থাকতে হবে, এই পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র আধার কার্ডের তথ্য সংশোধন করতে পারবেন কিন্তু আপনার আধার কার্ডে থাকা নাম্বারটি পরিবর্তন হবে না।

FAQ

আধার কার্ড সংশোধন কিভাবে করব

আপনি অনলাইনে আধার কার্ড সংশোধন আবেদন করতে পারেন অথবা আধার কার্ড তালিকাভুক্ত নিকটস্থ কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন

আধার কার্ড সংশোধন কোথায় হয়

আধার কার্ড সংশোধন আধার তালিকাভুক্ত কেন্দ্রে হয়. আপনি ও সেখানে গিয়ে আবেদন করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন দাখিল করতে পারেন

আধার কার্ডের নাম্বার পরিবর্তন করা যায়?

আপনি যদি আধার কার্ডের সংশোধন আবেদন করেন তাহলে কিছু তথ্য পরিবর্তন করতে পারবেন তবে আধার কার্ডের নাম্বার পরিবর্তন করা সম্ভব না

আধার সংশোধন করতে আধার কার্ডের মোবাইল লিংক করতে হবে?

অনলাইনে আধার কার্ড পরিবর্তন করার জন্য অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি আধার কার্ডের সাথে লিঙ্ক করে নিতে হবে.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *