ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

1

বিদেশে গাড়ি চালানোর জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র। আপনি বিদেশে ড্রাইভিং করতে চাইলে পূর্বেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম সম্পর্কে জেনে নিন।

বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশে যাতায়াতের রাস্তায় গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হয়। বিদেশে গিয়ে সে দেশের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা সহজ নয়। তাই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে থাকলে তা ব্যবহার করে অন্য কোন দেশে গিয়ে সে দেশের ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কি

ড্রাইভিং লাইসেন্স হচ্ছে মোটরযান চালানোর অনুমতিপত্র। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী বাংলাদেশে জনসাধারণের যাতায়াতের স্থানে গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

একইভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হলো কোন একটি ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পৃথিবীর কোন দেশে ড্রাইভিং করার অনুমতিপত্র। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকলে পৃথিবীর ১৮০ টি দেশে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া অন্য কোন দেশে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। তাই বিদেশে গমন করে ড্রাইভিং কে পেশা হিসেবে নিতে চাইলে পূর্বেই IDP – International Driving Permit সংগ্রহ করতে হবে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট পেতে প্রথমে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে। তারপর সে লাইসেন্স অনুযায়ী আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স এর জন্য বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশনে (The Automobile Association of Bangladesh)- এ আবেদন করতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট ফি প্রদান করে আবেদন সম্পন্ন করলে ১৫ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে ড্রাইভিং লাইসেন্স পেতে অত্যন্ত স্ট্রিক্ট কার্যক্রম পার করতে হয়। বিদেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা অত্যন্ত কঠিন। তাই বাংলাদেশে থেকেই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারলে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে সে দেশের জন্য ড্রাইভিং লাইসেন্সটি সহজেই সংগ্রহ করা যায়।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম অনুযায়ী তা সংগ্রহ করার জন্য বিআরটিএ (BRTA) ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফরমটি ডাউনলোড করে, The Automobile Association of Bangladesh- এ সরাসরি আবেদন করতে হয়। এক্ষেত্রে নিম্নোক্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়-

  1. আবেদনকারীর ৪ কপি ছবি (৩ কপি স্ট্যাম্প সাইজ ও ১ কপি পাসপোর্ট সাইজ)
  2. পূর্বেই সংগ্রহ করা বিআরটিএ (BRTA) ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি।
  3. পাসপোর্টের ফটোকপি।
  4. ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন ফি ২৫০০ টাকা।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন পদ্ধতি

ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আবেদন করতে BRTA একটি আবেদন ফরম প্রদান করে। এর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের অফিসে সবকিছু নিয়ে সকাল ১০:৩০ থেকে বিকাল ৩:৩০ এর মধ্যে উপস্থিত হতে হয়।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম অনুযায়ী নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: আবেদন ফরম পূরণ

বিআরটিএ এর ওয়েবসাইট থেকে অথবা সরাসরি বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন কার্যালয় থেকে আবেদন ফরমটি সংগ্রহ করতে হবে। আবেদন ফরমে আপনার-

  • বাংলাদেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স নম্বর,ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখ;
  • সম্পূর্ণ নাম, জন্মস্থান, জন্ম তারিখ ও ঠিকানার তথ্য;
  • রক্তের গ্রুপ, পেশা;
  • পাসপোর্ট নাম্বার, ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখ;
  • মোবাইল নাম্বার;
  • ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ;
  • সম্পূর্ণ ইংরেজিতে বড় হাতের অক্ষরে আবেদন ফরম পূরণ করতে হবে।

ধাপ ২: প্রয়োজনীয় ডকুমেন্টস জমাদান

বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আবেদন ফরমের পাশাপাশি পাসপোর্টের ফটোকপি, ছবি ও বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি জমা দিতে হবে।

ধাপ ৩: আবেদন ফি পরিশোধ

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম অনুযায়ী সাধারণ ক্যাটাগরির আবেদন ফি ২৫০০ টাকা। কেউ যদি এর চেয়ে বেশি দাবি করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবেন। অন্যদিকে, ইমারজেন্সি লাইসেন্স প্রয়োজন হলে ৭ দিনের মধ্যে লাইসেন্স পেতে ৩৫০০ টাকা ফি পরিশোধ করতে হয়।

ধাপ ৪: IDP সংগ্রহ

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পর তা প্রসেসিং হতে ৭-১৫ দিন সময় নেওয়া হয়। তবে জটিল কিছু ক্ষেত্রে ২-৩ মাসেও লাইসেন্স হাতে পাওয়া যায়না। অফিসে যোগাযোগ করে লাইসেন্স প্রস্তুত হলে তা সংগ্রহ করে নিন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স চেক করে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থান জানা যায়

উপরোক্ত নিয়মে আবেদন করে আপনার International Driving Permit সংগ্রহ করতে পারেন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফরম

বিআরটিএ কর্তৃক প্রদানকৃত আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের আবেদন ফরম ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন- BRTA IDP Application Form.i

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোন কোন দেশে গাড়ি চালানো যায়?

বর্তমানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম অনুযায়ী তা সংগ্রহ করলে বিশ্বের প্রায় ১৮০ টি দেশে গাড়ি চালানোর অনুমতি রয়েছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষ প্রবাসে যায়। অনেকেই সেখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে চায়। কিন্তু তা অত্যন্ত কঠিন। তাই IDP সংগ্রহ করা থাকলে ঐ সকল দেশে গিয়ে সহজেই দেশের অভ্যন্তরীণ ড্রাইভিং লাইসেন্স পাবেন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ

সাধারণত IDP সংগ্রহ করার পর ৬ মাস পর্যন্ত তা ব্যবহার করে বিশ্বের অনুমোদিত ১৮০ টি দেশে গাড়ি চালানো যায়। তবে মেয়াদ শেষ হওয়ার পরেও প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে পারবেন।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় যোগাযোগ

IDP সম্পর্কিত সেবা পেতে বাংলাদেশ অটোমোবাইল অ্যাসোসিয়েশন এর এই ঠিকানায় যেতে পারেন- 3B, আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-1217। (এগ্রো শপিং সেন্টারের বিপরীত পাশে)

অথবা, যোগাযোগ করতে পারেন-

Phone: +88-02-9361054,+88-02-9341342

E-mail: info@aabangladesh.net

এখানে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন, নবায়ন এবং অন্যান্য তথ্য ও সেবা পাবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ’s)

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফি কত?

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর ১৫ দিনের সাধারণ ডেলিভারির জন্য ফি ২,৫০০ টাকা এবং ৭ দিনের এক্সপ্রেস ডেলিভারির জন্য ফি ৩,৫০০ টাকা।

আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগে?

সাধারণ ক্যাটাগরির আবেদনের ক্ষেত্রে বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশন ১৫ দিনে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। তবে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৭ দিনে তা প্রদান করে থাকি।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবো কিভাবে?

International Driver’s Association – এর ওয়েবসাইটে আবেদন করে ১-৩ বছরের জন্য আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা যায়। তবে অনলাইনে লাইসেন্স সংগ্রহ করা বিশ্বস্ত না হলে সরাসরি বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশন এর কার্যালয় থেকে নবায়ন করাতে পারবেন।

1 Comment
  1. Anonymous says

    ভাই ১০:৩০ থেকে ২:৩০ পর্ডন্ত খোলা থাকে।

Leave A Reply

Your email address will not be published.