ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম

বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসার অন্যতম ঠিকাদারি ব্যবসা। তবে তার জন্য প্রয়োজন ঠিকাদারি লাইসেন্স। ব্যবসা করার জন্য ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

সরকারি বিভিন্ন প্রকল্পের (যেমন- রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার, কালভার্ট, সরকারি প্রতিষ্ঠান) কাজের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে প্রকল্প প্রদান করা হয়। এক্ষেত্রে স্বল্প পুঁজি বিনিয়োগ করে প্রকল্প সম্পাদন করে অনেক বেশি লভ্যাংশ পাওয়া যায়। ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম অনুযায়ী একটি লাইসেন্স করে আপনিও এসকল প্রকল্পের টেন্ডার বা ঠিকাদারি নিতে পারবেন।

বর্তমানে ঠিকাদারি লাইসেন্স করার জন্য অনলাইনে eprocure.gov.bd নিবন্ধন করতে হয়। অফিস থেকে লাইসেন্স সংগ্রহ করার তুলনায় অনলাইনে নিবন্ধন করা সহজ। তাই জেনে নিন, ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

ঠিকাদারি লাইসেন্স কি

সরকারি অর্থায়নে বিভিন্ন প্রকল্পের কাজ সরকারের কর্মচারীদের দ্বারা না করিয়ে বহিঃস্থ কোন সেবা প্রদানকারী, পন্য সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অঙ্গীকার-সহ বাজেট প্রদান করে কাজ সম্পন্ন করা হয়। ঐ সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঠিকাদার বলা হয়।

ঠিকাদারি ব্যবসা করার জন্য সরকারিভাবে উপযুক্ত ব্যক্তিদের লাইসেন্স প্রদান করা হয়, একে ঠিকাদারি লাইসেন্স বলে।পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা,২০০৮ এর ৪৯ নং বিধিতে টেন্ডারে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের প্রয়োজনীয় পেশাগত সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি কোন পেশাগত বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিবন্ধনকৃত ও লাইসেন্স প্রাপ্ত হতে হবে।

ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম

ঠিকাদারি লাইসেন্স করতে পারবেন নিচের নিয়মেঃ 

  • সরকারি ইলেক্ট্রনিক টেন্ডার eprocure.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন
  • নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন
  • একাউন্ট ডিটেইলস দিয়ে সাইন আপ করুন
  • একাউন্টের ইমেইল ভেরিফাই করুন
  • এবার কোম্পানি ডিটেইলস ও ব্যক্তিগত তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে নিবন্ধন ফি দিন।

এ চালানের মাধ্যমে ৫,০০০ টাকা ঠিকাদারি লাইসেন্স ফি দিতে হবে। এবার আবেদনের সহযোগী বিভিন্ন ডকুমেন্টস ও ছবি আপলোড করে আবেদন ফাইনাল সাবমিট করতে হবে । সব কিছু ঠিক থাকলে আপনার ঠিকাদারি লাইসেন্স তৈরি হয়ে যাবে।

এছাড়াও আবেদনকারীর সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/জেলা পরিষদ/সিটি কর্পোরেশনে ঠিকাদারি লাইসেন্সের আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিয়ে ঠিকাদারি লাইসেন্সের আবেদন করতে পারবেন। তারপর সাক্ষাৎকার গ্রহণ ও পরীক্ষার মাধ্যমে যাচাই করে, সরকারি বিধান অনুযায়ী শর্তাবলী পূরণ হলে ঠিকাদারি লাইসেন্স প্রদান করা হবে।

ঠিকাদারি লাইসেন্স করতে কি কি লাগে

ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম অনুযায়ী আবেদন করতে প্রয়োজন হবে-

  • সংশ্লিষ্ট কার্যালয় থেকে আবেদন ফরম।
  • একটি বৈধ ব্যবসায় প্রতিষ্ঠান।
  • ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (Tax Identification Number-TIN) বা টি আই এন সার্টিফিকেট। (www.nbr.gov.bd – এই ওয়েবসাইটে ফ্রি একাউন্ট খুলে টি আই এন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।)।
  • নিবন্ধিত ব্যবসার ট্রেড লাইসেন্স (Trade License) এর কপি। (ব্যবসায়ের সকল ডকুমেন্টস নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/জেলা পরিষদ/সিটি কর্পোরেশনেরং কার্যালয় থেকে ট্রেড লাইসেন্সের আবেদন করে তা সংগ্রহ করতে পারবেন।)।
  • ভ্যালু অ্যাডেড ট্যাক্স (Value Added Tax VAT) বা ভ্যাট রেজিস্ট্রেশন। (এন বি আর- ওয়েবসাইটে ভ্যাট রেজিস্ট্রেশন।)।
  • যে প্রকল্পের ঠিকাদারি করতে চান, সে প্রকল্পের পেশাগত সক্ষমতার প্রমাণপত্র।
  • আবেদন ফি পরিশোধ সম্পর্কিত ট্রেজারি চালানের মূল কপি।
  • আবেদনকারীর ৩ কপি ছবি।
  • জাতীয় পরিচয়পত্রের কপি।
  • সচল মোবাইল নাম্বার।

ঠিকাদারি লাইসেন্স অনলাইন নিবন্ধন করার নিয়ম

ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম অনুযায়ী, প্রথমেই ভিজিট করুন, eTender License এই লিংকে। এবার লাইসেন্স নিবন্ধন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: লগইন একাউন্ট ডিটেইল প্রদান

লিংকে ভিজিট করার পর ওয়েবসাইটের মূল ইন্টারফেস আসবে। এখান থেকে বাম পাশের New User Registration অপশনে ক্লিক করুন। একটি বিস্তারিত রেজিস্ট্রেশন পেজ আসবে। সেখানে ইমেইল, পাসওয়ার্ড, সিকিউরিটি প্রশ্ন, আপনার জাতীয়তা, ব্যবসায়ের দেশ ইত্যাদি সিলেক্ট করুন। সর্বশেষ নিচের ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।

ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম

আপনার দেওয়া ইমেইল এড্রেসে একটি ভেরিফিকেশন মেইল পাঠানো হবে। মেইলে ক্লিক করে ইমেইল, পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড দিয়ে একাউন্টে প্রাথমিকভাবে লগইন করুন।

ধাপ ২: কোম্পানি/ ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য প্রদান

আবেদনের পূর্বেই আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে হবে। ঠিকাদারি কার্যক্রম পরিচালনার জন্য গঠিত আপনার কোম্পানির বিস্তারিত তথ্য এখানে দিন। কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর, কোম্পানির নাম, ধরন, প্রতিষ্ঠার সন, টিআইএন নাম্বার/ ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি তথ্য দিন।

ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম 2

ধাপ ৩: রেজিস্টার্ড ও কর্পোরেট অফিস ডিটেইলস

আপনার কোম্পানির রেজিস্টার্ড অফিসার ঠিকানা, ট্রেড লাইসেন্স ইস্যু ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, অফিসের মোবাইল ও ফ্যাক্স নাম্বার লিখুন। রেজিস্টার্ড ও কর্পোরেট অফিসের ডিটেইলস একই হলে নিচের চেকবক্সে ক্লিক করুন।

4

ধাপ ৪: ব্যক্তিগত তথ্যপূরণ

এই ধাপে, ঠিকাদারি লাইসেন্স করার নিয়মে আবেদনকারী ব্যক্তির ব্যক্তিগত সকল তথ্য দিতে হবে। আপনার নাম, ঠিকানা, ব্যবসায়িক কার্যক্রম ও জাতীয় পরিচয় পত্রের তথ্য দিন। তারপর আপডেট বাটনে ক্লিক করুন।

5

এবার উপরের Online Payment অপশনে ক্লিক করে ঠিকাদারি লাইসেন্স নিবন্ধন ফি দিতে পরবর্তী পেজে যান। ঠিকাদারি লাইসেন্স নিবন্ধন ফি ৫,০০০ টাকা। এ-চালান বা অন্যান্য উপায়ে পেমেন্ট করতে পারবেন। এখান থেকে এ-চালান সিলেক্ট করে Pay Online বাটনে ক্লিক করুন।

6

ধাপ ৪: ঠিকাদারি লাইসেন্স নিবন্ধন ফি পরিশোধ

লাইসেন্স নিবন্ধন ফি পরিশোধ করার জন্য অনেকগুলো ব্যাংক অপশন পাবেন। এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী ব্যাংক সিলেক্ট করুন। তারপর অনলাইন ব্যাংকিং সিস্টেম অনুসরণ করে সতর্কতার সাথে পেমেন্ট করুন।

7

ফি পরিশোধের পর প্রাপ্ত চালান কপি সেভ এবং প্রিন্ট করুন। তারপর ই-টেন্ডার ওয়েবসাইটে চালান কপি ভেরিফাই করুন।

ধাপ ৫: ডকুমেন্টস আপলোড

এবার, আপনার আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। এক্ষেত্রে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশনসহ অন্যান্য ডকুমেন্টস আপলোড করতে হবে।

8

ধাপ ৬: আবেদন সাবমিট করুন

আপনার আবেদের সম্পর্কিত কিছু সতর্কতা ও সরকারি নীতিমালা সম্বলিত একটি পেজ দেখতে পাবেন। এখানে ‘Click here to proceed for final profile submission’ অপশনে ক্লিক করুন। পরবর্তী পেজে পুনরায় Click for final Submission লেখাতে ক্লিক করুন।

9

ধাপ ৭: ঠিকাদারি লাইসেন্স নিবন্ধন সম্পন্ন

ঠিকাদারি লাইসেন্স করার নিয়মে আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে। এবার স্ক্রিনে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার একটি মেসেজ দেখতে পাবেন। এখান থেকে ‘Go Back To Home Page’ লেখাতে ক্লিক করুন।

10

এবার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া বিভিন্ন টেন্ডারের আবেদন করতে পারবেন।

ঠিকাদারি লাইসেন্স নবায়ন করার নিয়ম

একটি ঠিকাদারি লাইসেন্সের মেয়াদ এক বছর থাকে। মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হয়। এর জন্য নিবন্ধনের সময় ব্যবহৃত ট্রেড লাইসেন্স নিয়ে সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্স আবেদনের সমান পরিশোধ করতে হবে। লাইসেন্স নবায়ন সম্পন্ন হলে সংশ্লিষ্ট আঞ্চলিক কর কর্মকর্তার কার্যালয় থেকে তা সংগ্রহ করতে পারবেন।

তবে, অনলাইনে আবেদনকৃত https://e-service.ocei.gov.bd/ – ওয়েবসাইটের লাইসেন্স নবায়ন করতে চাইলে, ঠিকাদারি লাইসেন্স করার নিয়ম অনুসরণ করে নির্দিষ্ট ক্যাটাগরির লাইসেন্স নবায়ন করতে পারবেন।

FAQ’s

ঠিকাদারি লাইসেন্স করতে কত টাকা লাগে?

নতুন ঠিকাদারি লাইসেন্স করতে আবেদন ফি সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত প্রদান করতে হয়। এক্ষেত্রে টেন্ডারের ক্যাটাগরি অনুযায়ী ফি কম বেশি হয়। লাইসেন্স নবায়ন করতেও নতুন আবেদনের সমান ফি প্রদান করতে হয়।

ঠিকাদারি লাইসেন্স করতে কতদিন সময় লাগে?

ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদন করার পর সকল শর্তাবলী পূরণ হলে, ৩-৭ কার্যদিবসের মধ্যে স্থানীয় কার্যালয় থেকে লাইসেন্স সংগ্রহ করা যায়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *