পাসপোর্ট চেক করুন অনলাইনে। E Passport Check Online

0

অনলাইনে পাসপোর্ট চেক কিভাবে করবেন খুব সহযে ? হতে পারে সেটা ই পাসপোর্ট, অথবা এমআরপি পাসপোর্ট। আপনার কাছে যে পাসপোর্ট থাকুক না কেন আপনি খুব সহজেই বাংলাদেশ পাসপোর্ট চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অর্থাৎ পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্ট আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন।


অনলাইনে পাসপোর্ট তথ্য অনুসন্ধান করার পূর্বে আপনাকে একটি বিষয় সিওর হতে হবে আপনি কোন ধরনের পাসপোর্ট তথ্য যাচাই করতে চান অনলাইন থেকে? কেননা পাসপোর্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকে। ই পাসপোর্ট এবং MRP পাসপোর্ট। বর্তমানে অধিকাংশ নতুন পাসপোর্টগুলো ই-পাসপোর্ট হয়ে থাকে, তবে অনেকেই এমআরপি পাসপোর্টের আবেদন করে থাকে। এই দুই ধরনের পাসপোর্ট তথ্য আমরা সরকারি পাসপোর্ট ওয়েবসাইট দুইটি ভিন্ন সার্ভার থেকে যাচাই করতে পারব।

আজকে আমাদের মূল আলোচনার বিষয়

  • ই পাসপোর্ট চেক করার নিয়ম । E Passport Check
  • এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম। MRP Passport Check

ই পাসপোর্ট তথ্য যাচাই করার জন্য ভিন্ন একটি সারভার রয়েছে এবং এমআরপি পাসপোর্ট অনুসন্ধান করার জন্য আরেকটি সার্ভার রয়েছে। দুটি পাসপোর্ট এর অবস্থান জানার জন্য আপনাকে একটি জিনিসের দরকার পড়বে সেটি হল পাসপোর্ট ডেলিভারি স্লিপ। আপনি যখন পাসপোর্টের জন্য ডকুমেন্ট জমা দিয়েছেন তখন আপনাকে একটি সম্ভাব্য ডেলিভারি স্লিপ দিয়েছিল। ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট এর দুটি ডেলিভারি স্লিপে দেখতে ভিন্ন রকম।

পাসপোর্ট চেক

ই-পাসপোর্ট তথ্য যাচাই করার জন্য আমাদের দরকার পড়বে Online Registration ID বা Application ID। এবং এমআরপি পাসপোট যাচাই করার জন্য দরকার পড়বে Enrolment Number আর এই দুটি জিনিস ই আপনারা আপনাদের পাসপোর্ট ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন.। সাথে আপনাদের জন্মতারিখ প্রয়োজন হবে।

e passport check

ই পাসপোর্ট চেক

প্রথমে ভিজিট করুন epassport.gov.bd ওয়েবসাইটে। এরপরে মেনু থেকে Check Status লিংকে ক্লিক করুন। পরবর্তী আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Application ID এবং আপনার জন্ম তারিখ দেখুন। এরপরে প্রদত্ত ক্যাপচা এন্ট্রি করে Check বাটনে ক্লিক করুন। এভাবে অনলাইনে ই পাসপোর্ট চেক করতে পারবেন।

আপনি গুগল থেকে E passport check লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেই সাইটে ভিজিট করতে পারেন অথবা আপনি চাইলে নিচে দেয়া নিয়ম টি অনুসরন করতে পারেন

  • ই পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুন https://www.epassport.gov.bd/authorization/application-status লিংকে
  • এখানে আসা পেইজের মধ্যে দুটি অপশন দেখতে পাবেন, Online Registration ID ও Application ID, এখান থেকে
  • Application ID এর ঘরে আপনার ডেলিভারি স্লিপ এ থাকা নাম্বার টি প্রদান করুন।
  • পরের ঘরে পাসপোর্ট আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
  • I am human লেখার বাম পাশে, টিক দিন এবং ক্যাপচা পূরণ করুন।
  • সর্বশেষে Check বাটনে ক্লিক করলে আপনার ই পাসপোর্ট এর স্ট্যাটাস জানতে পারবেন।

e passport check

MRP পাসপোর্ট চেক

এটি করার জন্য ভিজিট করুন passport.gov.bd ওয়েবসাইটে। এরপরে APPLICATION STATUS লিংকে ক্লিক করে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Enrolment Number ও আপনার পাসপোর্ট আবেদন অনুযায়ী জন্ম তারিখ প্রদান করুন। সবশেষে পাসপোর্ট চেক করার জন্য ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন।

  • MRP পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুন http://passport.gov.bd/OnlineStatus.aspx লিংকে
  • এখানে আসা পেইজে প্রথম ঘরেই আপনার ডেলিভারি স্লিপ এ থাকা এ Enrolment Number টি প্রদান করুন।
  • পরের ঘরে পাসপোর্ট আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
  • ক্যাপচা পূরণ করুন।
  • সর্বশেষে Search বাটনে ক্লিক করলে আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস জানতে পারবেন।

পাসপোর্ট চেক

পাসপোর্ট সংক্রান্ত আরও তথ্য

  1. পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
  2. পাসপোর্ট করার নিয়ম
  3. পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
  4. পাসপোর্ট করতে কি লাগে
Leave A Reply

Your email address will not be published.