পাসপোর্ট চেক করুন অনলাইনে। E Passport Check Online

অনলাইনে পাসপোর্ট চেক কিভাবে করবেন খুব সহযে ? হতে পারে সেটা ই পাসপোর্ট, অথবা এমআরপি পাসপোর্ট। আপনার কাছে যে পাসপোর্ট থাকুক না কেন আপনি খুব সহজেই বাংলাদেশ পাসপোর্ট চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অর্থাৎ পাসপোর্ট আবেদন করার পরে পাসপোর্ট আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন।


অনলাইনে পাসপোর্ট তথ্য অনুসন্ধান করার পূর্বে আপনাকে একটি বিষয় সিওর হতে হবে আপনি কোন ধরনের পাসপোর্ট তথ্য যাচাই করতে চান অনলাইন থেকে? কেননা পাসপোর্ট সাধারনত দুই ধরনের হয়ে থাকে। ই পাসপোর্ট এবং MRP পাসপোর্ট। বর্তমানে অধিকাংশ নতুন পাসপোর্টগুলো ই-পাসপোর্ট হয়ে থাকে।

ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে যা যা দরকার হবে – 

  • Online Registration ID বা  Application ID
  • আপনার সঠিক জন্ম তারিখ

পাসপোর্ট হয়েছে কিনা চেক করুন এসএমএস এর মাধ্যমে

এটি জানার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে START <space> EPP <space> application ID , এরপরে এসএমএসটি পাঠিয়ে দিন 16445 নাম্বারে। রিপ্লে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন পাসপোর্ট হয়েছে কিনা।

SMS Template: START EPP 3214-25836914 send to 16445

ই-পাসপোর্ট তথ্য যাচাই করার জন্য আমাদের দরকার পড়বে Online Registration ID বা Application ID। এটি আপনারা আপনাদের ই পাসপোর্ট ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন.। সাথে আপনাদের জন্মতারিখ (Date of Birth) প্রয়োজন হবে

পাসপোর্ট চেক

ই পাসপোর্ট চেক – E passport Check Online

প্রথমে ভিজিট করুন epassport.gov.bd ওয়েবসাইটে। এরপরে মেনু থেকে Check Status লিংকে ক্লিক করুন। পরবর্তী আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Application ID এবং আপনার জন্ম তারিখ দেখুন। এরপরে প্রদত্ত ক্যাপচা এন্ট্রি করে Check বাটনে ক্লিক করুন। এভাবে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।

আপনি গুগল থেকে E passport check লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেই সাইটে ভিজিট করতে পারেন অথবা আপনি চাইলে নিচে দেয়া নিয়ম টি অনুসরন করতে পারেন

পাসপোর্ট চেক

  • ই পাসপোর্ট চেক করার জন্য ভিজিট করুন অনলাইন পাসপোর্ট চেক পোর্টাল লিংকে
  • এখানে  পেইজের মধ্যে দুটি অপশন দেখতে পাবেন, Online Registration ID ও Application ID, এখান থেকে
  • Application ID এর ঘরে আপনার ডেলিভারি স্লিপ এ থাকা নাম্বার টি প্রদান করুন।
  • পরের ঘরে পাসপোর্ট আবেদন অনুযায়ী আপনার জন্ম তারিখ লিখুন।
  • I am human লেখার বাম পাশে, টিক দিন এবং ক্যাপচা পূরণ করুন।
  • সর্বশেষে Check বাটনে ক্লিক করলে আপনার ই পাসপোর্ট এর স্ট্যাটাস জানতে পারবেন।

passport check

পাসপোর্ট স্ট্যাটাসে বিভিন্ন রকমের তথ্য দেখায়.। প্রতিটি তথ্যই পাসপোর্ট এর স্ট্যাটাস, এবং প্রতিটি স্ট্যাটাসের আলাদা আলাদা অর্থ রয়েছে বা আলাদা আলাদা মিনিং রয়েছে। এ অর্থগুলো বুঝতে হলে আপনাকে অনুবাদ করে নিতে হবে।

পাসপোর্ট সংক্রান্ত আরও তথ্য

  1. পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
  2. পাসপোর্ট করার নিয়ম
  3. পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
  4. পাসপোর্ট করতে কি লাগে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *