নামজারি আবেদন চেক করার নিয়ম

সাধারণত জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে নামজারি করার প্রয়োজন হয়। এবং নামজারি আবেদন করার পরবর্তী সময়ে আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য নামজারি আবেদন চেক করতে হয়। বর্তমানে ভূমি অফিসে না গিয়েই অনলাইনের মাধ্যমে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন, এবং বুঝতে পারবেন আপনার ই নামজারি আবেদন গৃহীত হয়েছে কিনা।

যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগতভাবে ভূমি বা জমির মালিক হয়, তখন সরকারি রেকর্ডে মালিকানার নাম হালনাগাদ করার প্রক্রিয়াকে নামজারি বলে। এক্ষেত্রে, বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা হয়। নাম জারি আবেদন ভূমি অফিসে গিয়েও করা যায় অথবা বর্তমানে অনলাইন এর মাধ্যমেও করা যায়। সুতরাং আপনি যদি জমি ক্রেতা কিংবা বিক্রেতা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই খতিয়ান পরিবর্তনের জন্য আবেদন করেছেন। তবে আপনার জন্য এখন জানার বিষয় হল আবেদনটি গৃহীত হয়ে নতুন মালিকানায় স্থানান্তর হয়েছে কিনা। চলুন জেনে নেই কিভাবে এটি যাচাই করবেন

নামজারি আবেদন চেক করার নিয়ম

আপনি যদি অনলাইনে কিংবা ভূমি অফিসে গিয়ে জমির নামজারি আবেদন করে থাকেন তাহলে সেটি চেক করতে পারবেন নিচের কয়েকটি নিয়মে। নামজারি আবেদন যাচাই করার বিস্তারিত প্রক্রিয়া-

  1. নামজারি আবেদন চেক করতে ভিজিট করুন mutation.land.gov.bd আবেদন সর্বশেষ অবস্থা পেইজে
  2. এরপর আপনার বিভাগ বাছাই করুন
  3. ই নামজারি আবেদন আইডি টাইপ করুন
  4. আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখুন
  5. ক্যাপচার যোগফল পূরণ করুন
  6. এরপরে ” খুজুন ” বাটনে ক্লিক করলে নামজারি আবেদন সংক্রান্ত তথ্য খুঁজে পাওয়া যাবে।

নামজারি আবেদন চেক

ই নামজারি আবেদন আইডি কোথায় পাবেন? এটি আপনার প্রশ্ন হতেই পারে। আপনি যখন কোন কম্পিউটারের দোকান থেকে অথবা নিজে অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নামজারি আবেদন করেছিলেন তখন আবেদন শেষে আপনাকে একটি আবেদন আইডি নাম্বার প্রদান করা হয়েছিল।

অনলাইনের মাধ্যমে নামজারি আবেদন যাচাই করার প্রক্রিয়াটি খুবই সহজ। এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য আপনি উপজেলা ভূমি অফিসে গিয়ে তদবির করতে পারেন। এক্ষেত্রে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজে জানতে পারবেন।

ভূমি নামজারি প্রক্রিয়া সাধারণত ২৮ দিনে সম্পন্ন হয়। সহকারী কমিশনার ভূমি আবেদন অনুমোদনের পর, অফিস সহকারী অনলাইনে খতিয়ান প্রস্তুত করেন। খতিয়ান প্রস্তুত হলে, সিস্টেমে প্রদত্ত মোবাইলে ডিসিআর (DCR) ফী প্রদানের SMS পাঠানো হয়।

এই পর্যায়ে, আপনি mutation.land.gov.bd তে গিয়ে ই-নামজারি পেজে আবেদন ট্র্যাকিং অপশনে বিভাগ নির্বাচন করে আবেদন নম্বর এবং জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে ট্র্যাকিং করে আবেদন মঞ্জুর হয়েছে কিনা যাচাই করতে পারবেন।

যদি আপনার আবেদন মঞ্জুর হয়, তাহলে আপনি পেজে দেয়া মোবাইল ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিং থেকে সুবিধাজনক একটি অপশনে ক্লিক করে অগ্রসর বাটন চেপে নির্দেশনা অনুসরণ করে Mobile Banking ব্যবহার করে অনলাইনে ডিসিআর (DCR) ফী ১,১০০ টাকা পরিশোধ করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *