সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করুন অনলাইনে

শুধুমাত্র বুকিং রেফারেন্স ( PNR) নাম্বার অথবা e-ticket নাম্বার দিয়ে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক কিভাবে  করবেন সেই পদ্ধতি সম্পর্কে আজকে জানাবো। আপনি যদি অনলাইন থেকে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার পদ্ধতি সম্পর্কে না জেনে থাকেন তাহলে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এই পোস্টে আলোচনা করা হয়েছে আপনার হাতে থাকা বা আপনার কেটে রাখা সৌদি আরবের অগ্রিম এয়ারলাইন্স টিকেট টি আপনি কিভাবে চেক করবেন সে সম্পর্কে।  এই ওয়েবসাইটটি সৌদি টিকিট চেক করার অফিশিয়াল কোন ওয়েবসাইট না। আপনি কিভাবে আপনার রেফারেন্স নাম্বার অথবা e-ticket নাম্বার দিয়ে সৌদি আরবের এয়ারলাইন্স টিকেট চেক করবেন সেইটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটের এই পোস্ট। এখানে দেখিয়ে দেওয়া হবে আপনি কোন ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে অথবা কোন লিংকে ভিজিট করার মাধ্যমে আপনার টিকিট চেক করতে পারবেন।

আরো পড়তে পারেন

সৌদি এয়ারলাইন্স টিকেট চেক

এটি চেক করার জন্য ভিজিট করতে হবে www.saudia.com ওয়েবসাইটে। এরপর নিচে অপশন থেকে Manage Booking অপশনটিতে ক্লিক করে e-ticket no অথবা Reference নাম্বারের যকোন একটি সিলেক্ট করতে হবে। সবশেষে টিকেট চেক করার জন্য e-ticket no অথবা Reference নাম্বার এবং ব্যক্তির শেষ নাম উল্লেখ করতে হবে। এরপর  → Arrow বাটনে ক্লিক করলে টিকিটের তথ্য পাওয়া যাবে ।

সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন এজন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন টি সচল করে নিবেন। আর অবশ্যই আপনার কেটে রাখা অগ্রিম টিকিট সাথে রাখবেন।

Time needed: 2 minutes

নিচের দেখানো তিনটা স্টেপ এর মাধ্যমে সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করতে পারবেন

  1. Saudia ওয়েবসাইটে ভিজিট করুন

    প্রথমত সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকেট চেক করতে হলে ভিজিট করতে হবে www.saudia.com ওয়েবসাইটে। আপনি সরাসরি গুগোল এ Saudia লিখে সার্চ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করার জন্য উপরের লিংকে ক্লিক করুন।

  2. Manage Booking অপশনে যান

    ওয়েবসাইটে ভিজিট করার পর সাধারণত আপনাকে Book A TRIP অপশনটিতে রাখা হবে। হৃথিক ডানপাশের নিচের ছবির মত গোল দাগ দেওয়া অংশটি দেখতে পাবেন।  এটি Manage Booking অপশন। কম্পিউটার দিয়ে ভিজিট করলে ম্যানেজ বুকিং লেখা দেখতে পাবেন আর মোবাইল দিয়ে বিদ্যুৎ করলে শুধুমাত্র একটি আইকন দেখতে পাবেন। আপনাকে এটিতে ক্লিক করতে হবে।
    সৌদি এয়ারলাইন্স টিকেট চেক

  3. E-ticket no অথবা Reference যেকোনো একটি বাছাই করুন

    Manage Booking আসার পর আপনার কেটে রাখা টিকিটের কোন নাম্বারটি দিয়ে আপনি টিকিট চেক করতে চান সেটি নির্ধারণ করুন। আপনি চাইলে নাম্বার অথবা e-ticket নাম্বার দিয়ে যাচাই করতে পারবেন। যেটি দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করুন।

  4. টিকিটের তথ্য উল্লেখ করুন

    Manage Booking অপশনে আপনি যদি Reference সিলেক্ট করে থাকেন তাহলে Reference নাম্বার টি উল্লেখ করুন। আর যদি আপনি  e-ticket সিলেক্ট করেন তাহলে  e-ticket নম্বরটি উল্লেখ করুন। এরপরে পাসপোর্টে থাকা ব্যক্তির শেষ নাম উল্লেখ করুন যেমন একজন ব্যক্তির নাম যদি হয় AKASH AHMED তাহলে AHMED হবে তার লাস্ট নেম।
    সৌদি এয়ারলাইন্স টিকেট চেক

  5. সার্চ করুন

    উপরে তথ্যাদি পূরণ করা হয়ে গেলে আপনি একটি → Arrow বাটন দেখতে পাবেন। সব তথ্য সঠিক থাকলে উক্ত বাটনে ক্লিক করতে হবে।আপনার টিকিট যদি সঠিক বা বৈধ হয় তাহলে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য এবং ফ্লাইট এর তারিখ ও সময় পরবর্তী পেজে পাওয়া যাবে।

    আপনি যদি মোবাইল থেকে ভিজিট করেন আর যদি রেফারেন্স নাম্বার দিয়ে যাচাই করতে চান তাহলে  → Arrow এর বদলে View my booking লেখাটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *