আধার কার্ড চেক করার নিয়ম – Aadhaar Card Check

নতুন আধার কার্ড আবেদন করার পরে সেটি তৈরি হয়েছে কিংবা বাতিল হয়েছে কিনা অথবা আধার কার্ডের সংশোধন বা কোন পরিবর্তন আবেদন করার পরে সেটি অ্যাপ্রুবল হয়েছে কিনা এটি আমরা খুব সহজেই আধার কার্ড চেক করার মাধ্যমে জানতে পারবো।

আজকের বিস্তারিত পোস্টে আধার কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম বিস্তারিত প্রক্রিয়া অর্থাৎ কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে নিউ আধার কার্ড চেক করবেন সেটা জানতে পারবেন।

এছাড়াও আপনার আধার কার্ড নাম্বারটি সঠিক কিনা অর্থাৎ যে কারো আধার কার্ড নাম্বার দিয়ে তার আধার কার্ড যাচাই করে নিতে পারবেন যে আধার কার্ডটি সার্ভারে আছে কিনা। প্রথমে আমরা জানবো নিউ আধার কার্ড স্ট্যাটাস দেখার নিয়ম এবং পরবর্তীতে জানবো নাম্বার দিয়ে আধার কার্ড যাচাই করার নিয়ম।

আধার কার্ড স্ট্যাটাস চেক করতে যা প্রয়োজন

নতুন আধার কার্ড নিবন্ধন করা কিংবা আধার কার্ড সংশোধন আবেদন করার পরে রেজিস্ট্রেশন স্লিপ প্রদান করা হয় যাকে বলা হয় রিসিপ্ট কপি।

aadhaar enrolement copy

উক্ত রিসিপ্ট কপিতে ১৪ সংখ্যার Enrolement নাম্বার উল্লেখ থাকে এবং এনরোলমেন্ট হওয়ার একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে। যেমন 01/01/2020 04:16:05. আপনাকে এই দুটি নাম্বারের সাহায্যে আধার কার্ড যাচাই করতে হবে। মোটকথা হলো তিনটি নাম্বার দিয়ে আপনি আধার কার্ড যাচাই করতে পারেন।

  1. Enrolement ID
  2. SRN Number
  3. URN Number

আধার কার্ড চেক করার নিয়ম

আধার কার্ড চেক করার জন্য ভিজিট করুন https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus লিংকে। এর পরে আপনার আধার আবেদনের রিসিপ্ট স্লিপে থাকা ১৪ সংখ্যার এনরলমেন্ট নাম্বার ও এনরোলমেন্টের তারিখ ও সময় উল্লেখ করুন। সবশেষে আধার কার্ড স্ট্যাটাস জানার জন্য প্রদত্ত ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করুন।

  • প্রথমে ভিজিট করুন myaadhaar.uidai.gov.in এর CheckAadharStatus লিংকে
  • এরপরের প্রথমে নিয়ম অনুযায়ী Enrolement ID অথবা SRN/URN নাম্বারটি উল্লেখ করুন
  • পরের ঘরে একটি কেপচা প্রদান করতে হবে। আপনাকে ডান পাশে একটি ছবি দেখানো হবে উক্ত ছবিতে যে সংখ্যাগুলো থাকবে উক্ত ক্যাপচা বক্সে সেগুলো টাইপ করতে হবে।
  • সবশেষে Submit বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ড স্ট্যাটাস দেখানো হবে।

এনরোলমেন্ট নাম্বার আপনাকে টাইপ করতে হবে কোনরকম স্পেস ছাড়াই ( প্রথমে ১৪ সংখ্যার এনরোলমেন্ট নাম্বার + এনরোলমেন্টের তারিখ+ এনরোলমেন্ট এর সময়) ( 12345678901234 + 01/01/2020+ 02:06:38 ) উপরোক্ত নাম্বারটা কে নিচের উদাহরণ এর নিয়ম অনুযায়ী সাজাতে হবে

উদাহরণঃ 1234567890123401012020020638

গুরুত্বপূর্ণ কথাঃ এখানে আপনার কোন সংখ্যা ভুল থাকলে অর্থাৎ উল্টাপাল্টা সাজানো হলে আপনার  আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন না। এজন্য সময় নিয়ে সঠিকভাবে এনরোলমেন্ট নাম্বার+ এনরমেন্টের তারিখ+ এনরোলমেন্টের সময় উল্লেখ করুন

আধার কার্ড নাম্বার চেক

আধার কার্ড নম্বর চেক করার জন্য ভিজিট করতে হবে https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar এই লিংকে। এরপরে প্রথম ঘরে আপনার আধার কার্ড নম্বর এবং ক্যাপচা পূরণ করে Proceed And Verify Aadhaar বাটনে ক্লিক করতে হবে।

প্রথমে ভিজিট করুন myaadhaar.uidai.gov.in। এরপরে একটু নিচে গিয়ে Verify Aadhaar লেখাটিতে ক্লিক করুন। তারপর নিজের মত একটি ওয়েব পেজ দেখতে পারবেন।

আধার কার্ড নম্বর চেক

এখানে আপনার আধার কার্ড নাম্বার ওকে ক্যাপচা পূরণ করে সাবমিট ক্লিক করলেই আপনার আধার কার্ড তথ্য জানতে পারবেন।

বর্তমানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা যুক্ত থাকা খুবই জরুরী । অধিকাংশ নাগরিক জানেন না আধার কার্ডের সাথে  তাদের কোন মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে কিনা অথবা কোন নাম্বারটি যুক্ত রয়েছে।

এভাবে আধার কার্ড নাম্বার চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আধার কার্ডের সাথে কোন নাম্বার যুক্ত আছে কিনা। যুক্ত থাকলে উপরের ছবিতে একদম শেষের দিকে আপনার মোবাইল নাম্বারের শেষের দুই ডিজিট দেখানো হবে।

আধার কার্ড চেক করার অ্যাপস

UIDAI কর্তৃক প্রদত্ত আধার কার্ডের একমাত্র অ্যাপস হলো mAadhaar.  গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে mAadhaar দিয়ে আপনার আধার কার্ড যাচাই করতে পারবেন।  এবং আধার কার্ডের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। যেমন সংশোধন আবেদন,  আধার কার্ড পিভিসি আবেদন,  আধার কার্ডের কিউআর কোড জেনারেট  ইত্যাদি।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *