আপনি কি নতুন ভোটার নিবন্ধন হয়েছেন? ভোটার এলাকার নাম ও নাম্বার জানতে চাচ্ছেন? মূলত আপনার ভোটার এলাকার নাম এবং ভোটার নাম্বার কোনটি সেটি কীভাবে জানবেন তা আজকে আমি আপনাদেরকে বলবো। তো চলুন জেনে আসি ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার নিয়ম।
ভোটার এলাকার নাম ও নাম্বার জানার জন্য আপনাদের যে জিনিসটা দরকার হবে সেটি হলো আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে তাহলে সেই ভোটার আইডি কার্ড নাম্বার অথবা যদি আপনি নতুন ভোটার নিবন্ধন হয়ে থাকেন তাহলে আপনার কাছে ভোটার স্লিপ থাকে সেটার নাম্বার
ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার নিয়ম
বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার এলাকার নাম ও নাম্বার বের করতে পারবেন। এজন্য সর্বপ্রথম https services nidw gov bd এর ভোটার তথ্য পেইজে প্রবেশ করে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা স্লিপ নাম্বার এবং আপনার জন্ম তারিখ প্রবেশ করান এরপর ডান পাশে আপনার ভোটার এলাকার নাম ও নাম্বার দেখতে পারবেন।
- প্রথমে প্রবেশ করুন এই লিঙ্কে
- এরপরের প্রথম যে ঘরটা দেখতে পাবেন সেখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ভোটার স্লিপ নম্বর প্রদান করবেন
- পরবর্তী ঘরে আপনি আপনার জন্ম তারিখ প্রবেশ করাবেন
- এরপর একটি ক্যাপচা দেখলে সেটি পূরণ করে “ভোটার তথ্য দেখুন” বাটনে প্রেস করুন
- সবকিছু ঠিক থাকলে নিচের ছবির মত ডানপাশে আপনার ভোটার এলাকার নাম ও নাম্বার সহ যাবতীয় ইনফর্মেশন দেখতে পাবেন
ভোটার নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন চলাকালীন সময় ভোটার নাম্বারটি অত্যন্ত জরুরী। ভোটার নাম্বার টি একটি ইউনিক নাম্বার যা প্রত্যেকটি ভোটাধিকার নাগরিকদের জন্য নির্ধারিত একটি ইউনিক নাম্বার। আপনার যদি ভোটার আইডি কার্ড হারিয়ে যায় তাহলে আপনি ভোটার নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি কার্ড পুনরায় উত্তোলন করতে পারবেন।
এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই আমাদের ভোটার এলাকা পরিবর্তন করার পরে অনেকদিন অপেক্ষা করি এরপরে আমাদের ভোটার এলাকা পরিবর্তন হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য ভোটার এলাকার নাম ও নম্বর যাচাই করার পদক্ষেপ গ্রহণ করি। আর এই জন্যই ভোটার এলাকার নাম ও নাম্বার বের করা অত্যন্ত জরুরি।
আপনার জন্য গুরুত্বপূর্ণঃ ভোটার লিস্ট বের করার নিয়ম
প্রত্যেকটি উপজেলা নির্বাচন কমিশনের কাছে উক্ত অঞ্চলের ভোটারদের ভোটার এলাকার নাম ও নাম্বার সংরক্ষিত থাকে সেখান থেকে আপনি খুব সহজে ভোটার এলাকার নাম ও নাম্বার জানতে পারবেন। এজন্য তাদের অনলাইন ওয়েবসাইট প্রবেশ করে আপনার ভোটার এলাকা বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেক অনেক উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনের ভোটার এলাকার নাম ও নাম্বার অনলাইন করা থাকে এজন্য আপনারা উক্ত উপজেলার নাম লিখে গুগলে সার্চ করতে পারেন এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ভোটার এলাকার নাম ও নাম্বার দেখতে পারেন।
ভোটার তালিকা থেকে ভোটার এলাকার নাম ও নাম্বার সংগ্র
আপনি যখন কোনো নির্দিষ্ট এলাকার ভোটার তখন নির্বাচনের সময় উক্ত এলাকায় ভোটার তালিকা প্রদান করা হয়। উক্ত ভোটার তালিকা থেকে আপনি আপনার ওয়ার্ড বাছাই করে আপনার ভোটার নাম্বার বের করতে পারেন।
ভোটার সিরিয়াল নম্বর বের করার নিয়ম
পূর্বের মত যেভাবে ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার পদক্ষেপ দেখানো হয়েছে উক্ত পদক্ষেপ গ্রহণ করে আপনারা আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার দেখতে পারবেন।
ভোট দেওয়ার সময় সময় ভোটার সিরিয়াল নাম্বার টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।ভুটান সিরিয়াল নাম্বার জানা না থাকলে আপনি ভোট দিতে পারবেন না কারণ আপনার যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনি ভোট দিতে বৈধভাবে পারবেন না। আর ভোটার লিস্টে নাম থাকলেই আপনার একটি ভোটার সিরিয়াল নাম্বার হয়ে থাকবে অবশ্যই উক্ত সিরিয়াল নাম্বার সংগ্রহ করে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে হবে।
এই বিষয় আরো যা লিখে সার্চ করা হয়
ভোটার এলাকার নাম ও নাম্বার খুলনা
ভোটার এলাকার নাম ও নাম্বার বগুড়া
ভোটার এলাকার নাম ও নাম্বার যশোর
ভোটার এলাকার নাম ও নাম্বার গাজীপুর
ভোটার এলাকার নাম ও নাম্বার কুমিল্লা
ভোটার এলাকার নাম ও নাম্বার বরিশাল
ভোটার এলাকার নাম ও নাম্বার ঢাকা
ভোটার এলাকার নাম ও নাম্বার নোয়াখালী
ভোটার এলাকার নাম ও নাম্বার চট্টগ্রাম
ভোটার এলাকার নাম ও নাম্বার কুষ্টিয়া
ইত্যাদি
আলী পুর আই কার্ড
বর্তমানে সার্ভিস টি বন্ধ আছে
বর্তমানে বন্ধ আছে। এখন কি করা যাবে?
বিকল্প উপায় হলো সরাসরি নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে