ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার নিয়ম

Voter Number And Voter Area name

আপনি কি নতুন ভোটার নিবন্ধন হয়েছেন? ভোটার এলাকার নাম ও নাম্বার জানতে চাচ্ছেন?  মূলত আপনার ভোটার এলাকার নাম  এবং ভোটার নাম্বার কোনটি সেটি কীভাবে জানবেন তা আজকে আমি আপনাদেরকে বলবো। ডি কার্ড যদি থাকে তাহলে সেই ভোটার আইডি কার্ড নাম্বার অথবা যদি আপনি নতুন ভোটার নিবন্ধন হয়ে থাকেন তাহলে আপনার কাছে  ভোটার স্লিপ থাকে সেটার নাম্বার

ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার নিয়ম

ভোটার নাম্বার একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন  চলাকালীন সময় ভোটার নাম্বারটি অত্যন্ত জরুরী।  ভোটার নাম্বার টি একটি ইউনিক নাম্বার যা প্রত্যেকটি ভোটাধিকার  নাগরিকদের জন্য নির্ধারিত একটি ইউনিক নাম্বার।  আপনার যদি ভোটার আইডি কার্ড হারিয়ে যায় তাহলে আপনি ভোটার নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি কার্ড পুনরায় উত্তোলন করতে পারবেন।

এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই আমাদের ভোটার এলাকা পরিবর্তন করার পরে অনেকদিন অপেক্ষা করি এরপরে আমাদের ভোটার এলাকা পরিবর্তন হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য ভোটার এলাকার নাম ও নম্বর যাচাই  করার পদক্ষেপ গ্রহণ করি।

আপনার জন্য গুরুত্বপূর্ণঃ ভোটার লিস্ট বের করার নিয়ম

প্রত্যেকটি উপজেলা নির্বাচন কমিশনের কাছে  উক্ত অঞ্চলের ভোটারদের ভোটার এলাকার নাম ও নাম্বার সংরক্ষিত থাকে সেখান থেকে আপনি খুব সহজে তথ্য গুলো জানতে পারবেন। এজন্য তাদের অনলাইন ওয়েবসাইট প্রবেশ করে আপনার ভোটার এলাকা বাছাই করে পরবর্তী পদক্ষেপ  গ্রহণ করতে হবে। অনেক অনেক উপজেলা পর্যায়ে নির্বাচন কমিশনের ভোটার তথ্য অনলাইন করা থাকে এজন্য আপনারা উক্ত উপজেলার নাম লিখে গুগলে সার্চ করতে পারেন এবং সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ভোটার এলাকার তথ্য দেখতে পারেন।

আপনি যখন কোনো নির্দিষ্ট এলাকার ভোটার তখন নির্বাচনের সময় উক্ত এলাকায় ভোটার তালিকা প্রদান করা হয়। উক্ত ভোটার তালিকা থেকে আপনি আপনার ওয়ার্ড বাছাই করে আপনার ভোটার নাম্বার বের করতে পারেন।

ভোটার লিস্ট

ভোটার সিরিয়াল নম্বর বের করার নিয়ম

পূর্বের মত যেভাবে দেখানো হয়েছে উক্ত পদক্ষেপ গ্রহণ করে আপনারা আপনাদের ভোটার সিরিয়াল নাম্বার দেখতে পারবেন।

ভোট দেওয়ার সময় সময় ভোটার সিরিয়াল নাম্বার টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।ভুটান সিরিয়াল নাম্বার জানা না থাকলে আপনি ভোট দিতে পারবেন না কারণ আপনার যদি ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আপনি ভোট দিতে বৈধভাবে পারবেন না। আর ভোটার লিস্টে নাম থাকলেই আপনার একটি ভোটার সিরিয়াল নাম্বার হয়ে থাকবে অবশ্যই উক্ত সিরিয়াল নাম্বার সংগ্রহ করে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে হবে।

4 Comments
  1. Anonymous says

    আলী পুর আই কার্ড

    1. SHAFIQ says

      বর্তমানে সার্ভিস টি বন্ধ আছে

  2. KABIR says

    বর্তমানে বন্ধ আছে। এখন কি করা যাবে?

    1. SHAFIQ says

      বিকল্প উপায় হলো সরাসরি নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে

Leave A Reply

Your email address will not be published.