আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড | PDO Certificate Download

বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিএমইটি থেকে আবেদনকারীদের তিন দিনের একটি প্রশিক্ষণ দেয়া হয়। উক্ত প্রশিক্ষণ শেষে আমি প্রবাসী বা PDO সার্টিফিকেট দেয়া হয়। আপনি যদি আমি প্রবাসী সেবার আওতায় আবেদন করে থাকেন এবং সফলভাবে প্রশিক্ষণ শেষ করে থাকেন তাহলে এই প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আজকের এই লেখায় আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার বিস্তারিত পদ্ধতি আলোচনা করা হয়েছে। এটি অনুসরণ করলে আপনি কোনো রকম সমস্যা ছাড়াই এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। চলুন দেরি না করে জেনে নেই বিস্তারিত।

আমি প্রবাসী মূলত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে সরকারি ভাবে বিদেশ গমনে ইচ্ছুকদের সকল তথ্য ও সেবা প্রদান করা হয়ে থাকে। আমি প্রবাসী সেবার আওতায় আপনি কোনো রকম সুবিধাভোগী দালালের মধ্যস্থতা ছাড়াই স্বচ্ছভাবে বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আমি প্রবাসী সার্টিফিকেট কী?

বিদেশ গমনের পূর্বে বিএমইটি থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ সম্বলিত একটি প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর প্রশিক্ষণার্থীদের আমি প্রবাসী সার্টিফিকেট বা পিডিও (Pre-Departure Orientation) সার্টিফিকেট প্রদান করা হয়। আপনি আমি প্রবাসী অ্যাপ অথবা আমি প্রবাসী ওয়েবসাইট থেকে ঘরে বসেই এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

আমি প্রবাসী রেজিষ্ট্রেশন ওয়েব এপ্লিকেশন বা মোবাইল অ্যাপ ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর আপনি বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর বিএমইটি থেকে পিডিও ট্রেনিং শেষ করলেই তবে আপনি আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

amiprobashi.com ওয়েবসাইট এবং Ami Probashi App  উভয় জায়গা থেকেই ডাউনলোড করা যায়। অ্যাপ ব্যবহার করে প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপ ডাউনলোড করে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর পেমেন্ট সম্পন্ন করে PDO Certificate ডাউনলোড করতে হবে।

এছাড়া আমি প্রবাসী ওয়েবসাইট থেকে প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার জন্য amiprobashi.com সাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার দিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তারপর সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার পদ্ধতি ধাপে ধাপে নিচে বর্ণনা করা হল।

Ami Probashi App দিয়ে সার্টিফিকেট ডাউনলোড

বিএমইটি থেকে পিডিও ট্রেনিং সম্পন্ন করার পর যখন আপনি আমি প্রবাসী অ্যাপ থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যা যা করতে হবে তা হলঃ

আমি প্রবাসী অ্যাপে লগ ইন করুন

আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা আমি প্রবাসী অ্যাপে যান। এরপর রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করুন।

Pre-Departure Orientation অপশনে যান

আমি প্রবাসী অ্যাপে লগ ইন করার পর Pre-Departure Orientation অপশনে ক্লিক করুন। এরপর Download certificate অপশনে ক্লিক করুন।

পেমেন্ট সম্পন্ন করুন

Download certificate অপশনে ক্লিক করার পর পেমেন্ট অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অপশন বাছাই করুন। এরপর নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

সার্টিফিকেট ডাউনলোড করুন

পেমেন্ট সম্পন্ন করার পর Download Certificate অপশনে ক্লিক করুন। এভাবেই আমি প্রবাসী বা পিডিও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

এভাবে আপনি অ্যাপের মাধ্যমে প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

আমি প্রবাসী ওয়েবসাইটের মাধ্যমে সার্টিফিকেট ডাউনলোড

amiprobashi.com ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যা যা করতে হবে বিস্তারিত আলোচনা করা হল।

আমি প্রবাসী ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমে amiprobashi.com ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর মেন্যু থেকে PDO অপশনে ক্লিক করুন। এরপরে download certificate অপশনে ক্লিক করুন। এখন আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে বলা হবে।

পাসপোর্ট নাম্বার দিন

আপনার পিডিও রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত বৈধ পাসপোর্ট নাম্বার এখানে লিখুন। পাসপোর্ট নাম্বার দেয়ার পর ক্যাপচা পূরণ করুন। এরপরে Search অপশনে চাপ দিন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

নির্ধারিত ফি পরিশোধ করুন

Continue Payment অপশনে চাপ দিয়ে বিকাশের মাধ্যমে ১০০ টাকা ফি পরিশোধ করুন। এজন্য প্রথমে বিকাশ একাউন্ট নাম্বার দিন। এরপর বিকাশ থেকে আপনার মোবাইল নাম্বারে একটি ছয় অংকের পিন কোড পাঠাবে। সেই কোডটি লিখে continue বাটনে ক্লিক করুন। এরপর আপনার বিকাশ একাউন্টের ৫ অংকের পিন কোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড

আমি প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করুন

পেমেন্ট সম্পন্ন করার পর আপনাকে পুনরায় ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে চাপ দিতে হবে। তারপর ডাউনলোড অপশন দেখতে পাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

সাধারণ জিজ্ঞাসা

প্রশ্নঃ আমি প্রবাসী সার্টিফিকেটের ফি কত

উত্তরঃ সফলভাবে পিডিও ট্রেনিং সম্পন্ন করার পর সার্টিফিকেট তোলার জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হয়।

প্রশ্নঃ PDO Certificate অনলাইনে কীভাবে চেক করতে হয়?

উত্তরঃ আমি প্রবাসী ওয়েবসাইট বা অ্যাপ থেকে অনলাইনে সার্টিফিকেট চেক করা যায়। এজন্য আপনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

প্রশ্নঃ আমি প্রবাসী এনরোলমেন্ট কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়?

উত্তরঃ আমি প্রবাসী ট্রেনিং ক্লাসে এই এনরোলমেন্ট কার্ড প্রয়োজন হবে। পিডিও সেশন বুক করার পর এটি দেয়া হয়। আপনি চাইলে অনলাইনে আমি প্রবাসী ওয়েবসাইট থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে এই কার্ডটি ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

পিডিও ট্রেনিং বিদেশ গমনেচ্ছুদের জন্য অত্যন্ত জরুরি। আপনি এই ট্রেনিং সম্পন্ন করলেই শুধু মাত্র আমি প্রবাসী বা PDO সার্টিফিকেট টি পাবেন। সার্টিফিকেট ডাউনলোড করার বেশ কিছু নিয়ম রয়েছে।ওয়েবসাইট বা অ্যাপ যেটি আপনার জন্য সুবিধাজনক মনে হয় সেটি ব্যবহার করে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। আশা করি, উপরে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই অনলাইনে কোনো ঝামেলা ছাড়া সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *