NID ফর্ম নম্বর ভুল দেখালে যা করবেন

অনেক ক্ষেত্রে দেখা যায় জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়। আর তখন রেজিস্ট্রেশন করার সময় ফরম নাম্বার প্রদান করলে ফরম নম্বর ভুল  এমন একটি মেসেজ দেখায়। কোন কোন কারনে ঠিক এই সমস্যাটি দেখা যায় চলুন বিস্তারিত জানার চেষ্টা করি এবং কিভাবে এটি সমাধান করবেন?

যেসব ব্যক্তি বা নাগরিকগণ ইতিমধ্যে নতুন ভোটার আইডি কার্ড নিবন্ধন করেছেন তাদের প্রত্যেককে একটি ভোটার স্লিপ প্রদান করা হয়েছে। যেটাকে অনেকে ভোটার ফরম/টোকেন ইত্যাদি নামে অভিহিত করেন। আর আপনি যখন অনলাইন থেকে ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে যাবেন তখন আপনাকে ভোটার স্লিপে থাকা ৮/৯ সংখ্যার নাম্বারটির দরকার পড়বে। এবং সাথে আপনার জন্ম তারিখ অবশ্যই প্রয়োজন হবে।

NID ফর্ম নম্বর ভুল দেখালে

উক্ত ডকুমেন্ট দিয়ে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট nidw থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। আর এই বিষয়টি আমরা কম বেশি অনেক মানুষই জানি। তবে সমস্যার বিষয় হলো বিগত দিনে যারা ভোটার নিবন্ধিত হয়েছেন এবং যাদের কাছে ভোটার স্লিপ রয়েছে তারা অনলাইন থেকে রেজিস্ট্রেশন করার সময় একটি সমস্যা সম্মুখীন হচ্ছে।

nidwings এ রেজিস্ট্রেশন করার সময় ফরম নম্বর এবং জন্ম তারিখ ভুল দেখাচ্ছে অনেকের। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটি হচ্ছে তারা আসলে কিভাবে এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন এবং আপনার অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন চলুন জেনে নেওয়া যাক।

NID ফর্ম নম্বর ভুল দেখালে করনীয়

আপনি যখন services.nidw.gov.bd/nid-pub/ ওয়েব সাইটে গিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন আপনার ফর্ম নাম্বার এর পূর্বে NIDFN যোগ করে নিতে হবে। অর্থাৎ আপনার ফরম নম্বর যদি হয় 123456789 তাহলে আপনাকে টাইপ করতে হবে NIDFN123456789 । এরপরে আপনার সঠিক জন্মদিন তারিখ এবং ব্যক্তিগত তথ্য সাবমিট করলে সফলভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।

আপনি যদি না জানেন কিভাবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করবেন তাহলে দেখে নিতে পারেন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম।

তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই পদ্ধতি ও কাজ করে না। এমনকি আমি নিজেও একজন ব্যক্তির আইডি কার্ড অনলাইন কপি বের করতে গিয়ে সেইম সমস্যার সম্মুখীন হয়েছি। ফরম নম্বরের পূর্বে NIDFN যোগ করার পরে যদি এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে কিছু পরিমাণ টাকা আপনাকে প্রদান করতে হতে পারে তবে সেটা (আনঅফিসিয়াল)

NID রেজিস্ট্রেশনে ফরম নম্বরের বিকল্প

জাতীয় পরিচয় পত্র অনলাইন কপি রেজিস্ট্রেশন করার জন্য ফরম নম্বরের প্রয়োজন হয়। তবে এর বিকল্প হিসেবে এনআইডি কার্ড নাম্বার ব্যবহার করা যায়। নতুন যারা ভোটার নিবন্ধন হয়েছেন তাদের নিবন্ধিত মোবাইল নাম্বারে তাদের এনআইডি নাম্বারটি এসএমএস করা হয়েছে। উক্ত এসএমএস থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সংগ্রহ করবেন এবং রেজিস্ট্রেশন করার সময় ফরম নাম্বারের জায়গায় উক্ত এনআইডি নাম্বারটি টাইপ করবেন এবং আপনার জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে পরবর্তী প্রয়োজনীয় তথ্যগুলো সাবমিট করলে সফলভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *