পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

যেসব ব্যক্তি বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করেছেন , তারা এখন খুব সহজেই পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন। অর্থাৎ আপনার আবেদনটির সর্বশেষ স্ট্যাটাস কিভাবে জানবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া  দেখানো হলো।


আমরা সকলেই জানি বিদেশে যাওয়ার জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার পড়ে।  আর বর্তমানে অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করা যায় এবং ঘরে বসে সেটি পাওয়া যায়।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই বাংলাদেশ পুলিশ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট রেজিস্টার করতে হয় এবং সেটি ভেরিফাই করতে হয়। এরপর সেখানে পাসপোর্ট নাম্বার এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য দিয়ে একটি সার্টিফিকেট এর জন্য এপ্লাই করতে হয়।

পরিশেষে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর কয়েকদিন সেটা পেন্ডিং থাকে এবং সবকিছু ঠিক থাকলে নির্ধারিত থানা থেকে আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রভাল করে দিবে। আর আপনার সার্টিফিকেট আবেদনটি অ্যাপ্রভাল পাবে কিনা এবং আপনার আবেদনটির বর্তমান অবস্থা কি অর্থাৎ কোন থানায় আপনার সার্টিফিকেটে রয়েছে এবং থানার ওসির নাম কি এছারাও ওসির ফোন নাম্বার আপনি চেক করতে পারবেন অনলাইনেই।

পুলিশ ক্লিয়ারেন্স আমরা দুই ভাবে চেক করতে পারি।  প্রথমত হলো অনলাইনে মাধ্যমে এবং দ্বিতীয়ত হলো মোবাইলে এসএমএসের মাধ্যমে

পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস দেখতে যা যা দরকার পড়বে

  • রেফারেন্স নাম্বার
  • পাসপোর্ট নাম্বার
  • রেজিস্টারড মোবাইল নাম্বার

আপনি যখন অনলাইনে মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করেছেন তখন পূর্ণাঙ্গ আবেদন শেষে আপনাকে একটি রেফারেন্স স্লিপ দেখানো হয়েছিল।  আপনি যদি নিজে আবেদন না করে অন্য কাউকে দিয়ে আবেদন করে থাকেন তাহলে তার কাছ থেকে আপনি সে রেফারেন্স সংগ্রহ করতে পারবেন। উক্ত রেফারেন্স স্লিপে আপনার রেফারেন্স নাম্বার এবং পাসপোর্ট নাম্বার ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে যা দরকার পড়বে আপনার পুলিশ ক্লিয়ারেন্স যাচাই করতে।

পুলিশ ক্লিয়ারেন্স রেফারেন্স স্লিপ

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক

পুলিশ ক্লিয়ারেন্স চেক করার জন্য ভিজিট করতে হবে https://pcc.police.gov.bd/ এই লিংকে।  এরপরে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে My Account এ যেতে হবে। এরপরে  Application Information ফর্মে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে Search বাটনে ক্লিক করুন। আপনার পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস দেখতে পাবেন।

বিস্তারিত কাজটি আপনি খুব সহজেই মোবাইল অথবা কম্পিউটার মাধ্যমে করতে পারবেন এজন্য অবশ্যই আপনাকে একটি ব্রাউজার প্রবেশ করতে হবে এবং ইন্টারনেট কানেকশন টা অন করে নিতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস চেক করার জন্য ভিজিট করুন https://pcc.police.gov.bd/ এই লিংকে। এরপর আপনার রেজিস্টার করা একাউন্টে লগইন করুন

পুলিশ ক্লিয়ারেন্স চেক

মেনু থেকে My Account এ যান। এরপরে নিচে Application Information নামে ফর্ম দেখতে পাবেন। সেখানে তিনটি ঘর থাকবে যথাক্রমে Reference number,Passport number, Mobile number। আপনার রেফারেন্স স্লিপ দেখে আপনার রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার এবং মোবাইল নাম্বারটি টাইপ করুন।

পুলিশ ক্লিয়ারেন্স চেক

সব তথ্য সঠিক থাকলে Search বাটনে ক্লিক করলে নিচে আপনার এপলিকেশন স্ট্যাটাসটি দেখানো হবে.।  সেখানে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট  যিনি যাচাই করবেন সেই ওসির নাম ও নাম্বার এবং আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কোন অবস্থায় আছে সেটাও দেখতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স চেক

SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক

পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন  PCC <space>  S <space> Reference Number এবং সেন্ড করুন 26969 নাম্বারে। ফিরতি এসএমএসে আপনার আবেদনের বর্তমানের স্ট্যাটাস জানানো হবে।

উদাহরনঃ  PCC S xxxxxxxx 

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এর বিভিন্ন স্ট্যাটাস

  • Pending For Payment
  • Draft
  • Pending For verification
  • Rejected
  • Ready For Delivery
  • Delivered

পুলিশ ক্লিয়ারেন্স আবেদন স্ট্যাটাসে Ready For Delivery দেখালে তার পাশে ডেলিভারির সম্ভাব্য তারিখ উল্লেখ করা থাকবে অর্থাৎ উক্ত তারিখে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি পাবেন।

Similar Posts

3 Comments

  1. আমি মেসেজ দিলাম কিন্তু কোন আপডেট দেখাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *