ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট

0

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2022 সম্পর্কে আজকে আমরা আলোচনা করব । ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে চালু হবে ? ইন্ডিয়ান টুরিস্ট ভিসায় আমরা কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারি । ইন্ডিয়ান টুরিস্ট ভিসা  হাতে  পেতে আমাদের কত টাকা খরচ হতে পারে ? এবং ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন হবে । এই সকল তথ্য সম্পর্কে জানতে  এই লেখাটি  মনোযোগ দিয়ে পড়ুন

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট

বাংলাদেশী নাগরিক যারা ইন্ডিয়ায় ঘুরতে যাওয়ার জন্য ইচ্ছুক তাদের জন্য  একটা বিশাল সুখবর ।  আবারো  করোনার ঝামেলা পেরিয়ে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু করল । গুত 15 ই নভেম্বর ২০২১ সালে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা  চালু হয়েছে ।ব্যবসা, কনফারেন্স, কর্মসংস্থান, পড়াশোনা ও গবেষণার লক্ষ্যে যারা ইন্ডিয়া যেতে চাচ্ছিলো তারা এখন সহজেই ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পাবেন বলে আশা করা যায়।

করোনাকালীন সময়ে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা বন্ধ থাকলেও চালু ছিল অন্যান্য ক্যাটাগরি সকল  ভিসা ।  তবে বাংলাদেশীদের জন্য ভারতে ঘুরতে যাওয়ার দরজা খুললেও তাদের মানতে হবে বেশ কিছু শর্তাবলী । 

  • বাংলাদেশী নাগরিকদের পুরনো ভিসার মেয়াদ থাকলেও  আবার নতুন ভিসা নিতে হবে ।
  •  আপাতত 30 দিনের জন্য ইন্ডিয়ান  টুরিস্ট ভিসা পাবে বাংলাদেশী নাগরিকরা ।
  • করোনাভাইরাস প্রতিরোধে যাবতীয় নিয়ম কানুন মেনে চলতে হবে নাগরিকদের ।

ব্যক্তিগত ভাবে যে কেউ এই ভিসার জন্য আবেদন করতে পারবে  ।  তবে সে জলপথ এবং সড়কপথে ভ্রমণ করতে পারবে না । তাকে সে ক্ষেত্রে চার্টার্ড বিমানে ভ্রমণ করতে হবে ।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্রভাল এর জন্য আপডেট কাগজপত্র

বিগত কয়েকদিনে প্রচুর সংখ্যক মানুষ ইন্ডিয়ান টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, ওয়ার্ক ভিসা এবং ইত্যাদি ভিসা পেয়েছেন.। এই সাথে অনেক মানুষ ভিসা অ্যাপ্রভাল রিজেক্ট খেয়েছেন।  ইন্ডিয়ান ভিসা রিজেক্ট প্রধানত কয়েকটি কারণ থাকতে পারে প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট না করা।  একটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্রভাল নিতে হলে বর্তমানে আপনার পাসপোর্ট এর সাথে যে সমস্ত কাগজপত্র আপনাকে অবশ্যই জমা দিতে হবে এবং যেসব নিয়মে আপনাকে জমা দিতে হবে নিয়ম নিচে দেওয়া হল। আপডেট ২০ মে ২০২২

  1. ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে 2×2 পাসপোর্ট সাইজের ফটোকপি লাগিয়ে নিবেন
  2. জাতীয় পরিচয় পত্র অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি
  3. Utility Bill এর কপি-  মিনিমাম গত তিন মাসের বিল তথ্য
  4. গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এর কপি-  সুবিধা হিসেবে ব্যাংক একাউন্টে মিনিমাম 20 হাজার টাকা রাখবেন
  5. পেশাগত সার্টিফিকেট- ( যেমনঃ স্টুডেন্ট আইডি কার্ড স্টুডেন্ট দের জন্য, ট্রেড লাইসেন্স ব্যবসায়ীদের জন্য, Noc/ Job certificate চাকরিজীবীর জন্য,  এছাড়া ভারত আলাদা পেশাদার ব্যক্তির জন্য আলাদা আলাদা প্রমাণপত্র)
  6. পাসপোর্ট এর  ফটোকপি ( অপশনাল)
  7. যাদের পূর্ববর্তী পাসপোর্ট হারিয়ে গেছে আবার উত্তোলন করেছে তাদের ক্ষেত্রে অবশ্যই একটি জিডি করে জিডি কপি জমা দিতে হবে

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট নিউজ

আপডেট ১

ইন্ডিয়ার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিল যে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু হলে প্রথমেলাখ বিদেশি ট্যুরিস্টদের ফ্রি ভিসা দেওয়া হবে । যার আবেদনের শেষ তারিখ ৩১মার্চ, ২০২২।

আপডেট ২

গত 30 শে মার্চ 2022 সাল থেকে শুরু হয়েছে বেনাপোল  এবং আগরতলা স্থল বন্দর থেকে সকল ধরনের ভিসা দিয়েই প্রবেশের অনুমতি, তবে সেক্ষেত্রে যাদের ভিসা তে By Air রয়েছে তাদের সকলকে এনডোর্সমেন্ট করতে হবে এক্সটার রোড এর জন্য। বেনাপোল দিয়ে প্রবেশ করার জন্য অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে।

তো অনেকেই বলেছেন যাদের ভিসার মেয়াদ তিন মাস নেই তারা এন্ডোর্সমেন্ট এর আবেদন করতে পারবেন না। আসলে এরকম কোন নির্দেশনা দেওয়া নেই যদিও তবে অনেকেই দেখা যায় এক মাস দুই মাস বা এর থেকেও কম ভিসার মেয়াদ থেকেও এন্ডোর্সমেন্ট  ফরম পূরণ করতে পেরেছে।

আপডেট ৩

প্রত্যেকটি পাসপোর্টে  এনডোর্সমেন্ট করতে হবে অর্থাৎ যারা ভিসা পেয়েছেন প্রত্যেককে আলাদা আলাদা করে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হবে এবং এন্ডোর্সমেন্ট করার ফি হবে 300 টাকা। প্রতিটি IVAC সেন্টারে এই ফি জমা নেওয়া হচ্ছে।

আপডেট ৪

শিলিগুড়ি সহ প্রতিটি বর্ডারে যখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু করা হবে তখনই বাংলাদেশ থেকে ট্রেন চলাচল শুরু হতে পারবে।

আপডেট ৫

যাদের  পুরনো ভিসার মেয়াদ আছে তাদেরকে ও পুনরায় ভিসার জন্য আবেদন করতে হবে । এখন আর আগের মতো দীর্ঘমেয়াদি টুরিস্ট ভিসা পাবেন না ।  এখন থেকে যে টুরিস্ট ভিসা দেয়া হবে তার মেয়াদ হবে 30 দিন ।

আপডেট ৬ IVAC Last Update

  • ঢাকার যমুনা ফিউচার পার্ক ivac সেন্টারে ভিসা প্রদানের আবেদন করলে অতি দ্রুত এপ্রভাল পাওয়া যাচ্ছে। 
  • বেনাপোল স্থলবন্দরে এখন ইন্ডিয়ায় যাওয়ার পথে ভিড় অনেকটাই কম তবে আসার পথে অনেক ভিড় পাওয়া যাবে। 
  • ট্রাভেল ট্যাক্স এখন থেকে অনলাইনে দেয়া গেলে অবশ্যই আপনাকে লাইনে দাড়িয়ে পোর্ট ফি ৪৭ টাকা দিতে হবে

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা 2022 আপডেট বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রবেশের যত প্রশ্ন নিয়ে এই ভিডিওটি দেখতে পারেন


আরো পড়তে পারেন

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করার নিয়ম

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করার নিয়ম কোন পরিবর্তন করা হয়নি ।  আগের মতো একইভাবে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশী নাগরিকরা । তবে এখন থেকে যে ভিসা দেওয়া হবে তার মেয়াদ থাকবে 30 দিন ।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে একটা নির্ধারিত ফি ধারণ করা হয়েছে । ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ফি হলো মাত্র  900 টাকা ।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে আমাদের যে যে কাগজপত্র প্রয়োজন সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো 

  • আসল পাসপোর্ট এবং ভিসা স্ট্যাম্পের জন্য  দুটি খালি পৃষ্ঠা রাখতে হবে  এবং পাসপোর্ট প্রস্থানের তারিখের পর থেকে নিম্নতম ৬ মাসের বৈধতা ।।
  • ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে 
  •  আবেদনকারীর স্বাক্ষর থাকতে হবে ।
  • পাসপোর্ট সাইজের সদ্যতোলা দুটি ছবি ।
  • খেয়াল রাখতে হবে ছবিটি যেন স্ক্যান করা বা পূর্বে কোন ভিসায় ব্যবহার করা না হয় ।

 

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন হবে

আমরা পূর্বে জেনেছি আমাদের যাদের পুরনো ভিসার মেয়াদ আছে তাদেরকেও আবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে । পুরনো ভিসায় কাজ হবে না  আমাদের  নূতন ইন্ডিয়ান টুরিস্ট ভিসার  যে আপডেট দিয়েছে তাতে জানানো হয়েছে যে নতুন ভিসার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে । ইন্ডিয়ান টুরিস্ট ভিসার  মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে মাত্র 30 দিন । 

স্থলপথে টুরিস্ট ভিসায় ইন্ডিয়া যাওয়ার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা নিয়ে বেনাপোল ও আগরতলা স্থল পথ দিয়ে যদি ইন্ডিয়া যেতে চান তাহলে আপনার যে সকল ডকুমেন্ট প্রয়োজন

  • প্রথমে আপনার একটি পাসপোর্ট এবং একটি টুরিস্ট ভিসা থাকতে হবে ।
  • যদি আপনার ডাবল ডেস ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনাকে Rt-pcr  টেস্ট করে 72 ঘন্টার ভিতরে ইন্ডিয়া প্রবেশ করতে হবে  ।
  • সিম্পল দেওয়ার 72 ঘন্টার ভিতরে রিপোর্ট নিয়ে ইন্ডিয়া প্রবেশ করতে হবে ।
  • যারা বুস্টার ডোজ নিয়েছেন  তাদের কোন ধরনের Rt-pcr টেস্ট করাতে হবে না । শুধুমাত্র বুস্টার ডোজ এর সনদ থাকলে হবে।

বিমান পথে টুরিস্ট ভিসা ইন্ডিয়া যাওয়ার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন

 বিমান পথে ইন্ডিয়া যেতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় ।

  • একটি সঠিক পাসপোর্ট ও টুরিস্ট ভিসা থাকতে হবে ।
  • যদি ডাবল ডেস ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে  আপনাকে Rt-pcr  টেস্ট করাতে হবে না । শুধু এয়ার সুবিধার রেজিস্ট্রেশন করে নিতে হবে ।
Leave A Reply

Your email address will not be published.