জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন করার সহয উপায়

আপনি জাতীয় পরিচয় পত্র হাতে পাওয়ার পরে যদি সেখানে দেখেন আপনার নামের তথ্যে ভুল রয়েছে সেটা হতে পারে নিজের নাম কিংবা বাবা মার নাম। তো জাতীয় পরিচয় পত্রের ভুল নাম কিভাবে সংশোধন করবেন বা সংশোধন আবেদন করবেন তার বিস্তারিত

জাতীয় পরিচয়পত্রের নামের ভুল হর হামেশাই দেখা যায়। নামের ভুল সাধারণত যথাযথ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হতে পারে। অথবা নির্বাচন কমিশন অফিসের কর্মরত যথাযথ কর্তৃপক্ষের কাজের উপর গুরুত্ব না দেওয়ার কারণেও হতে পারে। অথবা এমন ভুল হতে পারে প্রিন্ট মিসটেক।

দেশের ছোট থেকে সব বড় বড় কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে। চাকরির আবেদন, নতুন পাসপোর্ট তৈর্‌ ড্রাইভিং লাইসেন্স তৈরি, ভিসা আবেদন, জমি ক্রয় বিক্রয়, ইত্যাদি কাজের জন্য জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়।আর উক্ত কাজে যখন জাতীয় পরিচয়পত্রের দরকার হয় তখন যদি জাতীয় পরিচয়পত্র কোন তথ্য ভুল থাকে বা কোন তথ্য গড়মীল দেখা যায় তাহলে আপনি বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন।

যদি কোন কারনে আপনার জাতীয় পরিচয় পত্রের নামের তথ্য ভুল থাকে তাহলে প্রয়োজনীয় কাজ সম্পাদনের পূর্বেই আপনার জাতীয় পরিচয় পত্রটি সংশোধন করে নেয়া উচিত। আর জাতীয় পরিচয়পত্রর নাম সংশোধন করতে পারবেন অনলাইন এবং অফলাইনে দুইভাবেই।

জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন করার নিয়ম

জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন আবেদন করার জন্য সংশোধন আবেদন ফরম ২ পূরণ করে নিকটস্থ নির্বাচন কমিশন অফিসে অথবা ঢাকার আগারগাওয়ের নির্বাচন অফিসে দাখিল করতে হবে। এবং উপযুক্ত প্রমাণ পত্র হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এবং জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি প্রদান করতে হবে।

প্রথমত হল আপনি সশরীরে গিয়ে নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন আবেদন করতে পারেন। জাতীয় পরিচয়পত্রের যে কোন তথ্য বা উপাত্ত সংশোধন আবেদন করার জন্য সংশোধন আবেদন ফরম ২ পূরণ করতে হয়। উক্ত ফর্মে আপনার প্রয়োজনীয় সংশোধন এর পূর্বের তথ্য এবং সংশোধনযোগ্য তথ্য উল্লেখ করতে হয়।

সংশোধন ২

দ্বিতীয়ত হল আপনি অনলাইনে ন্যাশনাল আইডি কার্ড পোর্টালে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিজেই অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র নাম সংশোধনের আবেদন করতে পারেন। আপনার যদি এনআইডি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে খুব সহজে services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে প্রবেশ করে এন আইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখ ও ভেরিফিকেশনের মাধ্যমে একটি একাউন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে প্রোফাইল থেকে এডিট অপশনে ক্লিক করে সংশোধন আবেদন করতে পারবেন। এবং সেখান থেকেই প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে দাখিল করতে পারবেন। পরবর্তীতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সংশোধন ফি প্রদান করতে হবে,

বিস্তারিত দেখুন জাতীয় পরিচয় পত্র সংশোধন করার নিয়ম। এই পোস্টে জাতীয় পরিচয়পত্রের যেকোনো তথ্য কিভাবে সংশোধন করবেন তা আলোচনা করা হয়েছে।

জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

জাতীয় পরিচয়পত্রের সাধারণত নামের দুই ধরনের ভুল হয়ে থাকে। বানানের ভুল অথবা পদবীর ভুল। আবার অনেকে পুরো নাম পরিবর্তন করার জন্য আবেদন করে থাকেন। দুটি পদ্ধতির জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে এবং আলাদা আলাদা কাগজপত্র প্রয়োজন হয়।

 নামের বানান ভুল সংশোধন কিংবা পদবী যোগ বা বাতিল করার জন্য

  • ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ( বাধ্যতামূলক )
  • শিক্ষা সনদ ( পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি বা সমমান)
  • পিতা বা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে তাদের ডিজিটাল জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অনুরুপে শিক্ষা সনদ না থাকে সেক্ষেত্রে

  • বিবাহের কাবিননামা বা নিকাহনামা ফটোকপি
  • সন্তানদের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/ এমপিও সিট/ সার্ভিস বই/

যদি পুরো নাম পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে

সম্পূর্ণ নাম পরিবর্তন করার জন্য উল্লেখিত কাগজপত্রের মধ্যে যেইসব কাগজগুলো আপনার আছে উক্ত কাগজপত্রের সাথে একটি এ্যাফিডেভিট/হলফনামা জমা দিতে হবে। হলফনামা অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত হতে হবে, নোটারী পাবলিক থেকে না করাই উত্তম।

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।
  • জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রাপ্ত এফিডেভিট।
  • এসএসসি/ পিএসসি/ জেএসসি ও সমমানের পরীক্ষার সার্টিফিকেট ( প্রয়োজনের ক্ষেত্রে)
  • ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট/ নিকাহ-নামা/ এমপিও সিট/ সার্ভিস বই (প্রয়োজনের ক্ষেত্রে)
  • নাগরিক সনদপত্র (প্রয়োজনের ক্ষেত্রে)
  • পিতার অন্যান্য সন্তানের নাম ও অন্যান্য তথ্য প্রমাণের জন্য ওয়ারিশ সার্টিফিকেট।
  • নাম পরিবর্তন এর কারণ সম্পর্কিত লিখিত বক্তব্য।
  • চাকরিজীবীদের ক্ষেত্রে অফিস প্রধান কর্তৃক প্রত্যয়ন।

বিস্তারিত দেখুন জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে কি কি লাগে

সম্পূর্ণ নাম পরিবর্তনের আবেদনের ক্ষেত্রে উপজেলা নির্বাচন অফিসার সরেজমিনে আপনার ব্যাপারে তদন্ত করবেন এবং রিপোর্ট তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন । উর্দ্ধতন কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার আবেদন যাচাই-বাছাই করবেন এবং তদন্ত রিপোর্ট অনুসন্ধান করবেন।

সাধারণত জাতীয় পরিচয়পত্রের নিজের সম্পূর্ণ নাম পরিবর্তনের আবেদনগুলো সহজে অনুমোদন কর্তৃপক্ষ প্রদান করে না । কারণ সেখানে অনেক কিছু বিচার বা বিশ্লেষণ করার থাকে । এবং দেখা যায় এই ধরনের আবেদনগুলো দীর্ঘদিন অপেক্ষমান বা চলমান থাকে।

জাতীয় পরিচয়পত্রের নাম সংশোধন করার প্রয়োজনীয় ফি

পর্যায়  সংশোধন ফি ভ্যাট 
১ম বার ২০০ টাকা ৩০ টাকা
২য় বার ৩০০ টাকা ৪৫ টাকা
৩য় বার ৫০০ টাকা ৭৫ টাকা

নাম সংশোধন হতে কতদিন সময় লাগবে?

সাধারণত জাতীয় পরিচয়পত্রের সংশোধন একটি চলমান প্রক্রিয়া। এটি নির্ভর করবে সিস্টেমের উপর। আপনার আবেদনটি কত দ্রুত অনুমোদন পাবে কতটি আবেদন চলমান রয়েছে। কর্তৃপক্ষ যদি আপনার সংশোধন আবেদন অনুমোদন বা বাতিল করে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে সেই খবর পেয়ে যাবেন।

আপনার আবেদনটি অনুমোদন হলে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের নতুন একটি প্রিন্ট কপি ডাউনলোড করে নিতে পারবেন অথবা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে নতুন জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন।

Similar Posts

4 Comments

  1. আইডি কার্ডের ছবি পরিবর্তন করব কিভাবে, এনিয়ে একটা প্রতিবেদন চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *