বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং পদ্ধতি। বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট

বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং করার সহজ পদ্ধতি আপনাদেরকে জানাবো।  অনলাইনে যারা রেলওয় টিকেট বুকিং করতে চাচ্ছেন তারা এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং করতে পারবেন ঘরে বসে বিকাশের মাধ্যমে। ট্রেনে যাতায়াত করতে যারা পছন্দ করেন অথবা যাদের প্রয়োজনে যাতায়াত ব্যবস্থা হল ট্রেন তারা স্টেশনে না গিয়ে কোন প্রকার ঝামেলা ছাড়াই অনলাইনের মাধ্যমে। ট্রেনের টিকেট অগ্রীম ক্রয় করতে পারবেন।

 

বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং

বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং

বাংলাদেশ রেলওয়ে টিকিট অনলাইন বুকিং করার জন্য কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে ।সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ রেলওয়ে টিকেটিং সিস্টেম ওয়েবসাইট www.esheba.cnsbd.com  এ একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর লগইন করে নেবেন। এরপর

Bangladesh Railway ওয়েবসাইট ড্যাশবোর্ড থেকে আপনার রুট সিলেক্ট করে নিবেন ।বর্তমান ষ্টেশন এবং আপনার গন্তব্য ষ্টেশন সিলেক্ট করে ক্লিক করে আপনার টিকিটের Availability দেখতে পারবেন। যদি টিকেট এভেইএভেল থাকে তাহলে Purchase বাটনে ক্লিক করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে বাংলাদেশ রেলওয়ে টিকেট ক্রয় করতে পারবেন। 

ট্রেনের টিকিট বুকিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া

  • প্রথমে আপনাকে www.esheba.cnsbd.com প্রবেশ করতে হবে
  • এরপর মেনু থেকে Register নামক অপশনটিতে ক্লিক করতে হবে
  •  রেজিস্টার পেজে নিয়ে আসার পরে আপনার নাম,ইমেইল,ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট করে নিবেন। 
  • এরপরে আপনি যে Mobile Number ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি OTP পাঠানো হবে সেই Code নাম্বারটি দিয়ে পরের পেজে Verify করে নিবেন 
  •  ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে আপনার অ্যাকাউন্টে Log In করে নিবেন।

বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং

এরপরে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এবং আপনার প্রোফাইল আপডেট করতে বলবে।

আর প্রোফাইল আপডেট যেমন আপনার নাম আপনার ঠিকানা আপনার পোস্টাল কোড ,আপনার বর্তমান ঠিকানা এবং সবশেষে যেটা জরুরী সেটা হল আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড নাম্বারটি প্রদান করতে হবে ওখানে।  সবকিছু প্রদান করার পরে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। 

মনে রাখবেন প্রোফাইল সম্পূর্ণভাবে আপডেট না করলে আপনি রেলওয়ে টিকিট ক্রয় করতে পারবেন না

রেলওয়ে টিকিট ক্রয় করার পদ্ধতি

সফলভাবে রেলওয়ে  পোর্টাল  সাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কিভাবে রেলওয়ে টিকেট ক্রয় করতে পারবেন অনলাইনে মাধ্যমে সেটি নিচে সম্পূর্ণভাবে বিস্তারিত উল্লেখ করা হলো।

বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং

  • প্রথমে esheba.cnsbd.com ওয়েব সাইটটিতে প্রবেশ করে আপনার রেজিস্টার করা অ্যাকাউন্টটিতে লগইন করে নিবেন।
  • এরপরে  উপরের ছবির মতএকটি পেইজ দেখতে পারবেন।  এখানে আপনার  বর্তমান স্টেশন এবং গন্তব্য স্টেশন ,যাতায়াতের তারিখ সিলেক্ট করবেন। এবং সিট ক্লাস সিলেক্ট করে নেবেন যেমন AC-S/SHOVAN/Snighdha/F-seat/ S-Chair.
  • এরপরে FIND বাটনে ক্লিক করবেন । এর পরের পেইজে আপনার পুরন করা তথ্য অনুযায়ী উক্ত রুটের সবগুলি ট্রেনের তথ্য সময় ও ভাড়াসহ জানিয়ে দেয়া হবে । 
  • এরপরে আপনার পছন্দের ট্রেন বাছাই করে টিকেট অ্যাভেলেবেল আছে কিনা চেক করে নিবেন । এ জন্য Check Availability এ ক্লিক করবেন।
  • টিকেট অ্যাভেলেবল থাকলে Buy Now এ ক্লিক করুন এবং পেমেন্ট মেথড এ গিয়ে আপনার এভেলেবেল পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ, রকেট Nexus Pay, Visa Card ,দিয়ে পেমেন্ট করে নিবেন।

সব পেমেন্ট কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেই আপনার ব্যালেন্স থেকে নির্দিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হবে এবং একাউন্ট তৈরিতে আপনি যে ইমেইল টি ব্যবহার করেছেন সেই ইমেইলটা তে টিকিট টি পাঠিয়ে দেওয়া হবে ।

সব শেষে ই-মেইল থেকে টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকিট সংগ্রহ করুন। প্রিন্ট করা  ই টিকেট দেখিয়ে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন। 

আরো পরুন; ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২

বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট

বিকাশের মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। আপনি আপনার রোড এবং ট্রেনের সময়সূচী সিলক্ট করে নিবেন।  যখন আপনি আপনার টাকা পেমেন্ট করতে যাবেন তখন পেমেন্ট মেথড হিসেবে বিকাশ সিলেক্ট করে নিবেন এবং আপনার বিকাশ নাম্বারটি প্রদান করবেন এবং আপনার পিন নাম্বার দিয়ে পেমেন্ট করে টিকেট ক্রয় করতে পারবেন।

বিকাশ App দিয়ে ট্রেনের টিকেট ক্রয়

  • সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপ টি ওপেন করে নিবেন।
  • আরো অপশন থেকে টিকেট অপশনটি বেছে নিবেন
  • এরপরে  ট্রেন অপশন  সিলেক্ট করে বাংলাদেশ রেলওয়েতে প্রবেশ করবেন।
  • তারপর আপনার বর্তমান অবস্থান  ও গন্তব্য এবং তারিখ অনন্য তথ্য দিয়ে  টিকিটের অ্যাভেলেবল লিটি চেক করে নিবেন।
  • টিকেট অ্যাভেলেবল থাকলে Buy Now ক্লিক করে বিকাশ অপশনটি সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন এভাবেই আপনার টিকিট ক্রয় করতে পারবেন।
  • টিকিট ক্রয় করার পূর্বে অবশ্যই উপরের দেয়া নিয়ম অনুযায়ী একটি একাউন্ট রেজিস্টার করে নিবেন আর যদি একাউন্ট রেজিস্টার না করে থাকেন তাহলে আপনি টিকেট বাছাই করার পরবর্তীতে  রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *