ভিসার জন্য আবেদন – অনলাইনে ভিসা আবেদন( সকল দেশ )

আপনি কি বৈদেশিক ভিসার জন্য আবেদন করতে চান?  সেটা হতে পারে কাজের ভিসা,  স্টুডেন্ট ভিসা,  টুরিস্ট বা ভ্রমণ ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসা।  বাংলাদেশ থেকে কিভাবে বিভিন্ন দেশের অনলাইনে ভিসা আবেদন করবেন তার বিস্তারিত তথ্য জানুন।

একটা মানুষের বৈদেশিক ভ্রমণ করার জন্য অবশ্যই উক্ত দেশের ভিসা পারমিট পাওয়া বাধ্যতামূলক।  ভিসা ছাড়া কোন দেশেই ভ্রমণ করা সম্ভব নয়। ভিসা পাওয়ার জন্য অবশ্যই ভিসা আবেদন করতে হয়। আর বর্তমানে অধিকাংশ আবেদন অনলাইনে মাধ্যমে করা যায়।  আপনি যখন কোন দেশের ভিসা এপ্লাই করবেন তখন আপনাকে একটি  অরিজিনাল পাসপোর্ট (যার মেয়াদ রয়েছে) থাকতে হবে।

কোন দেশে ভ্রমণ করতে হলে সে দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে যে অনুমতি পত্র নিতে হয় তাকে ভিসা বলা হয়।

ভিসার প্রয়োজনীয়তা

বিশ্বের নির্দিষ্ট কিছু দেশ ছাড়া সব দেশের নাগরিকদেরই অন্য দেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন। যেমন যে সমস্ত দেশের পাসপোর্ট শক্তিশালী সেই সমস্ত দেশের নির্দিষ্ট কিছু তালিকাভুক্ত দেশ থাকে যে সমস্ত দেশে ভ্রমণ করতে হলে উক্ত দেশের নাগরিকদের ভিসার প্রয়োজন হয় না। তবে বাংলাদেশ থেকে কোন দেশে ভ্রমণ করার জন্য অবশ্যই ভিসা পেতে হবে।

ভিসার জন্য আবেদন

ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কাঙ্খিত দেশের এম্বাসিতে ভিসার আবেদন করতে হবে। এরপর টার্গেট দেশের এম্বাসি বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়াকরণ শেষে ভিসা এপ্রভাল প্রদান করতে পারে। অনলাইনে ভিসা আবেদন করতে পারবেন খুব সহজেই।

মালয়েশিয়া মালয়েশিয়া ভিসা আবেদন
রোমানিয়া রোমানিয়া ভিসা আবেদন
কানাডা কানাডা ভিসা আবেদন
পর্তুগাল পর্তুগাল ভিসা আবেদন
সৌদি আরব সৌদি আরব ভিসা আবেদন
কাতার কাতার ভিসা আবেদন 
ইন্ডিয়া ইন্ডিয়ান ভিসা আবেদন
ইতালি ইতালি ভিসা আবেদন
অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ভিসা আবেদন
গ্রিস গ্রিস ভিসা আবেদন
কুয়েত কুয়েত ভিসা আবেদন
কোরিয়া কোরিয়া ভিসা আবেদন
জাপান জাপান ভিসা আবেদন

ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট
  • পূরণকৃত আবেদন ফরম
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • নির্ধারিত ফি
  • ইনভাইটেশন লেটার।
  • ব্যাংক সলভেন্সি ও ব্যাংক বিবরনী
  • সম্পদের বিবরনী ( কিছু কিছু ক্ষেত্রে)
  • ব্যাবসায়ীক প্রয়োজনীয় কাগজপত্র
  • চাকুরীর ক্ষেত্রে ছুটির লেটার
  • এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে আরো কিছু কাগজ লাগতে পারে যেটা দেশ ও ভিসার উপর নির্ভর করে।

 

Similar Posts

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *