ভিসা চেক করুন অনলাইনে (সকল দেশের)। Visa Check online

ভিসা চেক করাটা অত্যন্ত জরুরি কেননা আপনার ভিসা বৈধ কিনা, ভিসার মেয়াদ কতদিন  ইত্যাদি জানার জন্য হলেও ভিসা চেক করা দরকার। আজকের এই ব্লগ পোস্টে জানানো হবে কিভাবে খুব সহজে ঘরে বসে ভিসা তথ্য যাচাই করতে পারবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। আপনি যে দেশের এই ভিসা এপ্লাই করে থাকেন না কেন ঘরে বসেই সেটা চেক করতে পারবেন। নিচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হবে এবং বিভিন্ন দেশের ভিসা তথ্য জানার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট এর লিস্ট দেওয়া থাকবে।

সাধারণত বাংলাদেশ থেকে যে সমস্ত সাধারণমানুষ ভিসার জন্য এপ্লাই করেন তাদের মধ্যে প্রধানত বেশ কয়েকটি দেশের নাম হল মালয়েশিয়া , সৌদি আরব,  কাতার , দুবাই ,ওমান্‌, সিঙ্গাপুর, এছাড়াও সাধারন থেকে অতি সাধারণ মানুষজন বিভিন্ন দেশের বিভিন্ন ভিসায় আবেদন করে থাকেন।

আপনি যেই দেশের ভিসার জন্য এপ্লাই করেছেন সেটা হতে পারে ইউরোপ / আমেরিকা / এশিয়া / অথবা আফ্রিকা। এইসব অঞ্চলে প্রত্যেকটা দেশের ইমিগ্রেশনের সিস্টেম অনুযায়ী অনলাইন ভিসা চেকিং সিস্টেম রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি দেশের ইমিগ্রেশনের ইন্ডিভিজুয়াল দেশের ভিসা তথ্য যাচাই-বাছাই করার জন্য নির্ধারিত সার্ভার থাকে। আমরা চাইলে খুব সহজেই সেই সমস্ত সার্ভার দিকে আমাদের পাসপোর্ট ও ভিসা নাম্বার দিয়ে ভিসা তথ্য যাচাই করতে পারব।

ভিসা চেক

ভিসা যাচাই করতে যা প্রয়োজন

আপনার হাতের পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজে অনলাইন থেকে যে কোন দেশের ভিসা চেক করতে পারবেন। এর আগে আপনি সঠিক ভিসা নাম্বারটি সংগ্রহ করে নিবেন অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্লিকেশন এপ্রুভ হওয়ার পরে আপনাকে প্রদত্ত ভিসা নাম্বারটি সংগ্রহ করবেন এবং সেটি ভিসা তথ্য যাচাই করার ওয়েবসাইটে ব্যবহার করবেন।

ভিসা চেক করার নিয়ম

ভিসা চেক করার সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি যে দেশের ভিসা চেক করতে চান সেই দেশটির নাম ইংরেজিতে সাথে VISA Check লিখে গুগলে সার্চ করুন। সবথেকে প্রথম ওয়েবসাইট ভিজিট করে Visa Check নামক অপশন টি খুজুন। এই ফরমটি পাওয়ার পেলে সেখানে আপনার পাসপোর্ট এবং ভিসা নাম্বার দিলেই আপনার ভিসা তথ্য পেয়ে যাবেন।

উদাহরনঃ Dubai Visa Check

ভিসা চেক করার এটি হলো একটি সহজ এবং সরল পদ্ধতি। তবে কিছু কিছু দেশের ইমিগ্রেশনের ওয়েবসাইটগুলো ভিন্ন ভিন্ন ডিজাইনের হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি Visa Check করার অপশনটি খুজে নাও পেতে পারেন।  এজন্য সবথেকে ভালো হবে নিচের লিস্ট থেকে আপনার সঠিক লিংকে প্রবেশ করে ভিসা তথ্য যাচাই করা।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার সঠিক নিয়ম জানতে এখানে ক্লিক করুন।

বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক

দেশের নাম ভিসা যাচাই করার লিংক
বাংলাদেশ  www.moi.gov.bd
সৌদি আরব,  https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
দুবাই https://cutt.ly/zBXRklg
কাতার  https://cutt.ly/dBXRo1b
ওমানের http://www.rop.gov.om/
সিঙ্গাপুর https://www.mom.gov.sg/check-wp
নেপাল  http://www.moic.gov.np/
পাকিস্তান  http://www.moitt.gov.pk/
ভূটান  www.molhr.gov.bt/
ভারত http://labour.nic.in/
ভারতীয় ভিসা আবেদন www.indianvisaonline.gov.in/visa

http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp

শ্রীলংকা  http://www.labourdept.gov.lk/
থাইল্যান্ড  www.mfa.go.th
মালদ্বীপ www.mhrys.gov.mv/
মায়ানমার  www.mol.gov.mm/
সৌদি আরব  http://www.moi.gov.sa/
কুয়েত  www.moi.gov.kw
বাহরাইন  www.mol.gov.bh
আবুধাবী ( দুবাই) http://www.mol.gov/
দুবাই http://www.mol.gov.ae/arabic/newindex.aspx

http://www.mol.gov.ae/english/newindex.aspx

বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/
সংযুক্ত আরবআমিরাত http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
ওমান http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
ইরান  http://www.irimlsa.ir/en
কানাডা http://www.huembwas.org
কানাডা  www.labour.gov.on.ca/english/
কানাডা http://www.cic.gc.ca/english/index.asp
কোরিয়া  www.moel.go.kr/english
জাপান  www.mhlw.go.jp/english/
ইটালী  https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
মালয়েশিয়া  www.mohr.gov.my
ইংল্যান্ড  www.ukba.homeoffice.gov.uk
তানজানিয়া www.tanzania.go.tz
মিশর  http://www.moiegypt.gov.eg/english/
সাইপ্রাস  http://moi.gov.cy/
আলবেনিয়া  http://www.moi.gov.al/
জামবিয়া  http://www.moi.gov.gm/
জর্দান  http://www.moi.gov.jo/
কেনিয়া  www.labour.go.ke/
গ্রীস  http://www.mddsz.gov.si/en
দক্ষিণ আফ্রিকা  www.labour.gov.za/
গানা http://www.ghana.gov.gh/
কলমবিয়া  www.labour.gov.bc.ca/esb/

 www.gov.bc.ca/citz

বারবাডোস  www.labour.gov.bb/
সাইপ্রাস  http://www.mfa.gov.cy/
ভিয়েতনাম english.molisa.gov.vn/
নিউজিল্যান্ড  www.dol.govt.nz/
নামিবিয়া  www.mol.gov.na/
লেবানন  http://www.labor.gov.lb/
পোল্যান্ড  www.mpips.gov.pl/en
বুলগেরিয়া  http://www.mlsp.government.bg/en
আমেরিকা  www.dvlottery.state.gov/ESC

http://www.dol.gov/

স্পেন  www.mtin.es/en
ইউক্রেইন  http://www.mlsp.gov.ua/
উগান্ডা  http://www.mglsd.go.ug/
প্যালেস্টাইন www.mol.gov.ps/
ব্রুনাই  http://www.labour.gov.bn/
ইয়ামেন  http://www.dol.gov/
নেদারল্যান্ড  http://english.szw.nl/
জামবিয়া  www.mlss.gov.zm
অষ্ট্রেলিয়া  http://www.workplace.gov.au/
জিমবাবুয়ে  http://www.dol.gov/
ফিলিফাইন  www.dole.gov.ph/
রাশিয়া  http://www.labour.gov.on.ca/
আমেরিকা https://www.vfs.org.in/UKG-PassportTracking/
Entry Permit http://www.moi.gov.ae/

 

ভিসা তথ্য যাচাই নিয়ে F A Q

উপরের লিস্টে দেওয়া বিভিন্ন দেশের ভিসা চেক করার লিংক থেকে অনেক সময় অনেক লিংক নাও কাজ করতে পারে।  এক্ষেত্রে সরল পদ্ধতিতে দেখানো ভিসা যাচাই করার পদ্ধতিটি অনুসরণ করুন যেমন গুগলে সার্চ করে আপনি যে দেশের ভিসা যাচাই করতে চান সে দেশের নাম এবং Visa Check লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার Visa Check করার মেনু খুঁজুন।

Leave A Reply

Your email address will not be published.