সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

সিম কার্ড এই নামটির সাথে আমরা সবাই পরিচিত সিম কার্ডকে মোবাইল ফোনের কিডনি বলা যায় আমরা যেমন কিডনি ছারা অচল ঠিক তেমনি সিম কার্ড ছারাও মোবাইল ফোন অচল সিম কার্ড এর মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি, এবং বিভিন্ন ধরনের একাউন্ট খুলতে ও ইন্টারনেট ব্যাবহার করতে সিম কার্ড এর ব্যাবহার হয় একভাবে সিম কার্ডকে আমাদের একটা পরিচয় বলা যা।

সিমকার্ড হচ্ছে ছোট একটা মাইক্রো চিপ, সিম কার্ডে আমাদের অনেক গুরুত্বপূর্ন নাম্বার বা ডকুমেন্ট থাকে কোন কারনে যদি সিম কা্র্ডটি হাড়িয়ে যায় বা ভেঙ্গে যায় তখন সিম রিপ্লেসমেন্ট এর মাধ্যমে সিমটি উদ্ধার করতে পারবো সাধারনতঃ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিম রিপ্লেসমেন্ট ব্যাবহার করি সিমটিকে আপগ্রেড করার জন্য

বর্তমান বাজারে ৪জি নেটওয়ার্ক এর দুনিয়ায় মোবাইল কোম্পানিগুলো বাজারে নিয়ে এসেছে ৪জি মোবাইল ফোন যদি ৪জি মোবাইল ফোনের সাথে ৩জি সিম কার্ড ব্যাবহার করি – তাহলে আমরা ইন্টারনেট স্পিড পুরোপুরি পাইনা আমরা যদি ৪জি ফোনের সাথে ৪জি সিম ব্যাবহার করি তাহলে  ইন্টারনেট স্পিড দিগুন বেড়ে যায় তাই আমরা আমাদের পুরোন ৩-২জি সিম কার্ডকে রিপ্লেসমেন্ট করে ৪জি তে রুপান্তর করতে পারি

এখন আপনাদের মনে প্রস্ন জাগতে পারে সিম রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করতে কি কি লাগে ? এবং কত টাকা খরচ হয় ? আপনার জন্যই এই লেখাটি নিচে সবকিছু সুন্দরভাবে সজানো আছে আপনি শুধু মনযোগ দিয়ে পড়তে থাকেন তো চলেন আযাইরা কথা বাদ দিয়ে কাজের কথায় আসি।

সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

যে কোন অপরেটরের সিম রিপ্লেসমেন্ট করতে হলে সেই সিম অপরেটরের নিকটস্থ কাষ্টমার কেয়ার বা অপরেটর অনুমদিত দোকানে যেতে হবে এবং সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মরত ব্যাক্তিকে সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে বলুন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি আপনার কাছে নিন্মে উল্লিখিত কাগজ-পত্র চাইবে, যার নামে সিম কার্ডটি রেজিস্টেশন করা তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং সিম অপরেটর এর নির্ধারিত চার্জ প্রধান করতে হবে।

গ্রামীণ সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

আপনি যদি গ্রামীণসিম কোম্পানির গ্রাহক হয়ে থাকেন এবং আপনার সিমটি যদি রিপ্লেসমেন্ট করতে চান তাহলে আপনা্র যা করতে হবে

  • আপনার এলাকার গ্রামীণসিম অপরেটরের নিকটস্থ কাষ্টমার কেয়ার বা অপরেটর অনুমদিত দোকানে যেতে হবে এবং সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মরত ব্যাক্তিকে সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে বলুন কর্মরত ব্যাক্তি আপনার কাছে ঐ সিমের নাম্বার চাইবে
  • এবং যে NID কা্র্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা ঐ NID কার্ড
  • যার NID কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা তাকে উপস্থিত থাকতে হবে তার আঙুলের ছাপ প্রোয়জন
  • এবং সিম অপরেটরের নির্ধারিত ফি ২০০ টাকা দিতে হবে

গ্রামীণসিম রিপ্লেসমেন্ট নিয়ে আরো জানতে ডায়াল করুন *৪৫৮*৪৪* “আপনার ফোন নাম্বার” # 

বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

আপনি যদি বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট করতে চান তাহলে আপনার যা যা করতে হবে বা প্রোয়জন

  • আপনার এলাকার বাংলালিংক সিম অপরেটরের নিকটস্থ কাষ্টমার কেয়ার বা অপরেটর অনুমদিত দোকানে যেতে হবে এবং সেই জায়গায় কর্মরত ব্যাক্তিকে সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে বলুন এবং কর্মরত ব্যাক্তি আপনার কাছে যে সিম কার্ডটি রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করবেন সেই সিমের নাম্বার চাইবে
  • এবং যে NID কা্র্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা ঐ NID কার্ড
  • যার NID কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা তাকে উপস্থিত থাকতে হবে তার আঙুলের ছাপ প্রোয়জন
  • এবং সিম অপরেটরের নির্ধারিত ফি ২০০ টাকা রিপ্লেসমেন্ট পয়েন্টে জমা দিতে হবে

বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে আরো জানতে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *৫০০০*৪০#  

অখবা মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন free4G এবং পাঠিয়ে দিন ২৫০০ নাম্বারে

এয়ারটেল সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

আপনি যদি এয়ারটেল সিম কোম্পানির গ্রাহক হয়ে থাকেন এবং আপনার সিমটি যদি রিপ্লেসমেন্ট করতে চান তাহলে আপনা্র যা করতে হবে

  • আপনার এলাকার এয়ারটেল সিম অপরেটরের নিকটস্থ কাষ্টমার কেয়ার বা অপরেটর অনুমদিত দোকানে যেতে হবে এবং সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মরত ব্যাক্তিকে সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে বলুন কর্মরত ব্যাক্তি আপনার কাছে যে সিম কার্ডটি রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করবেন সেই সিমের নাম্বার চাইবে
  • এবং যে NID কা্র্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা সেই NID কার্ড
  • যার NID কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে তার আঙুলের ছাপ প্রোয়জন
  • এবং এয়ারটেল সিম অপরেটরের নির্ধারিত ফি ২০০ টাকা জমা দিতে হবে

রবি সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম বা প্রতিস্থাপন করার পদ্ধতি

রবি সিম রিপ্লেসমেন্ট করতে আপনা্র যা করতে হবে   

  • রবি সিমকার্ডের নিকটস্থ কাষ্টমার কেয়ার বা অপরেটর অনুমদিত দোকানে যেতে হবে এবং সেই জায়গায় কর্মরত ব্যাক্তিকে সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে বলুন কর্মরত ব্যাক্তি আপনার কাছে যে সিম কার্ডটি রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করবেন সেই সিমের নাম্বার চাইবে
  • এবং যে NID কা্র্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা সেই NID কার্ড চাইবে
  • যার NID কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা তাকে অবশ্যই রিপ্লেসমেন্ট পয়েন্টে উপস্থিত থাকতে হবে তার আঙুলের ছাপ প্রোয়জন
  • এবং রবি সিম অপরেটরের নির্ধারিত ফি ২০০ টাকা জমা দিতে হবে

টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার পদ্ধতি

আপনার টেলিটক সিমটি রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করতে যা প্রোয়জন  

  • টেলিটক সিমের নিকটস্থ কাষ্টমার কেয়ার বা অপরেটর অনুমদিত দোকানে গিয়ে সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে বলুন কর্মরত ব্যাক্তি আপনার কাছে যে সিম কার্ডটি রিপ্লেসমেন্ট করবেন সেই সিমের নাম্বার চাইবে
  • এবং যে NID কা্র্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা সেই NID কার্ড চাইবে
  • যার NID কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা তাকে অবশ্যই রিপ্লেসমেন্ট পয়েন্টে উপস্থিত থাকতে হবে
  •  টেলিটক সিম অপরেটরের নির্ধারিত ফি ১৫০-২০০ টাকা জমা দিতে হবে

বিঃ দ্রঃ সিম রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করার পর যদি বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি একাউন্ট বন্ধ হয়ে যায় তাহলে চিন্তা করার কোন কারন নাই ! ২৪ ঘন্টা পরে অটোমেটিক চালু হয়ে যাবে ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *