ট্রেনের অবস্থান জানার উপায়

আমরা যারা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করি কিংবা বিভিন্ন সময়ে ট্রেনে যাতায়াত করি আমাদের অবশ্যই আমাদের গন্তব্যস্থলে ট্রেনের অবস্থান জানার দরকার হয়, ট্রেনটি বর্তমানে কোন জায়গার অবস্থান করছে এটি জানার পরে আমরা ট্রেন স্টেশনে যেতে পারি। বর্তমান রেল মন্ত্রণালয়ের একটি অসাধারণ উদ্যোগের মাধ্যমে ট্রেনের বর্তমান লোকেশন জানা যায়। চলুন বিস্তারিত জেনে নেই ট্রেনের অবস্থান জানার উপায় সম্পর্কে।

বর্তমানে ট্রেনের অবস্থান জানা যায় কয়েকটি পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে। যেমন সরাসরি আপনি অনলাইনে কয়েকটি অ্যাপ্লিকেশন এর মাধ্যমে জানতে পারবেন, এছাড়াও রেল মন্ত্রণালয়ের হট লাইনে এসএমএস এর মাধ্যমে ট্রেনের লোকেশন জানা যায়। এছাড়াও বিকল্প পদ্ধতিতে গুগল ম্যাপ ব্যবহার করে ট্রেনের বর্তমান অবস্থান শনাক্ত করা যায়। বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং গুগল ম্যাপ ব্যবহার করার মাধ্যমে ট্রেনের লোকেশন সনাক্ত করা একটু কঠিন, সবথেকে সহজ পদ্ধতি হলো এসএমএসের মাধ্যমে ট্রেনের অবস্থান জানা।

ট্রেনের বর্তমান অবস্থান জানার জন্য যা যা দরকার

এসএমএস কিংবা থার্ড পার্টি মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থা জানার জন্য যে জিনিসটি দরকার পড়বে সেটি হল Train Code অথবা Train No.

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রদত্ত ট্রেনের অভিমুখ যাত্রা এবং Stopage, real time সনাক্ত করার জন্য প্রতিটি রুটে আলাদা আলাদা ট্রেনের জন্য একটি করে ভিন্ন ভিন্ন কোড থাকে, যেগুলো ব্যবহার করে রেলের কর্তৃপক্ষ ট্রেনের অবস্থান শনাক্ত করতে পারে, এছাড়াও কোডের পাশাপাশি ট্রেনের নাম দিয়েও ট্রেনের অবস্থান শনাক্ত করা যায়।

তো আপনি যদি ট্রেনের বর্তমান অবস্থান জানতে চান সে ক্ষেত্রে আপনাকে কোড নাম্বার অথবা ট্রেনের নাম্বার  সঠিকভাবে টাইপ করতে হবে। কোন ট্রেনের কি কোড নাম্বার এটি আপনি জানতে পারবেন রেলওয়ে ওয়েবসাইট থেকে।


বিভিন্ন ট্রেন নাম্বার ও কোড দেখুন


ট্রেনের অবস্থান জানার উপায়

ট্রেনের বর্তমান অবস্থা জানার জন্য আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন tr <space> train code /Train number ,  এবং মেসেজটি সেন্ড করুন 16318 নাম্বারে।

উধাহরনঃ tr <space> 705 : অথবা Ekota এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। 

এসএমএসটি করার জন্য অবশ্যই আপনার ফোনে অথবা সিমে ব্যালেন্স থাকতে হবে। ৳২+ চার্জ প্রযোজ্য হতে পারে, তবে আপনি যদি চান এসএমএস ছাড়াই ট্রেনে বর্তমানে অবস্থান দেখবেন তাহলে অবশ্যই আপনাকে google ম্যাপ এর সহায়তা নিতে হবে। google ম্যাপ দিয়ে ট্রেনের অবস্থান করা একদম সহজ। তবে আপনাকে বুঝে নিতে হবে google ম্যাপ এর ফাংশনালিটি।

গুগল ম্যাপের সহায়তায় ট্রেনের অবস্থান জানুন

চলাচল কিংবা যাতায়াতের সুবিধার্থে গুগল মাপ একটি অনন্ত উদ্ভাবনী মাধ্যম, গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই ট্রেনের লোকেশন জানা যায় এবং ট্রেনটি স্টেশন থেকে কখন ছাড়বে, পরবর্তী স্টেশনে কখন পৌঁছাবে, এবং বর্তমানে কোন স্টেশনে আছে এটি দেখা যায়।

গুগল ম্যাপ অ্যাপে প্রবেশ করুন

গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন আমাদের প্রত্যেকেরই স্মার্টফোন ইন্সটল করা থাকে ডিফল্টভাবে, প্লে স্টোর থেকে সর্বশেষ আপডেট ডাউনলোড করে নিবেন। এর পরে একটি আপনাকে ওপেন করে নিতে হবে। অবশ্যই আপনার ডিভাইসের লোকেশন চালু করে নিবেন।

সার্চ বক্সে কাঙ্ক্ষিত ট্রেনের নাম সার্চ করুন

গুগল ম্যাপের উপর একটি সার্চ বক্স দেখতে পাবেন। এখানে আপনার কাঙ্ক্ষিত ট্রেনটির নাম লিখে সার্চ করবেন। যেমন Chitra Express, । এটি লিখে সার্চ করার পর ওপরেই সাজেশনে ট্রেনের লোগো সম্বলিত ট্রেনের নাম দেখতে পাবেন এবং আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

ট্রেনের অবস্থান জানার উপায় ১

ট্রেনের অবস্থান নির্ণয় করুন

অনেক ট্রেন আছে যেগুলো মাল্টি রুটে চলাচল করে। আপনার কাঙ্খিত ট্রেনটি যদি কয়েকটি লাইনে চলাচল করে থাকে তাহলে সেই রুট গুলো দেখতে পাবেন, এরপরে আপনি যে রুটে চলাচল করতে চান বা যেই রুটে যেতে চান আপনি সেই রুটে ক্লিক করতে হবে,।

ট্রেনের অবস্থান জানার উপায়,

 

এখানে আপনার রুট সিলেকশন করে নিবেন। উপরের চিত্র দেখা যায় যে চিত্রা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা যায় এবং একটি ঢাকা থেকে খুলনা যায়। এখানে শুধু গন্তব্যের নাম লেখা আছে। আপনি যদি ঢাকা যেতে চান তাহলে ঢাকাতে ক্লিক করুন।

এখন পরবর্তী ধাপগুলো আপনি উপরের চিত্রে দেখতে পাবেন, এখানে স্টেশনের নাম, এবং স্টেশন ছেড়ে যাওয়ার সময় এবং স্টেশনে পৌঁছানোর সময় দেওয়া থাকবে। Departed অর্থ হল পৌঁছেছে কিংবা পৌঁছেছিল. এবং Scheduled লেখা স্টেশন গুলোতে ট্রেনটির পরবর্তী গন্তব্য, অর্থাৎ এই সমস্ত সিডিউল করা স্টেশনগুলোতে ট্রেনটি পৌঁছাবে, এবং কখন পৌঁছাবে সেটির টাইমও দেওয়া রয়েছে। চিত্রের লাল দাগের মধ্যে থাকার ট্রেনের লোগো যেখানে থাকবে অর্থাৎ যে স্টেশনের বাম পাশে লোগো থাকবে বুঝতে হবে ট্রেনটির বর্তমান অবস্থান সেই স্টেশনে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *