নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার নিয়ম ২০২৩

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়া এবং কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ আবেদন ফরম পূরণ করবেন ও নতুন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন জানুন। 

নতুন শিশুর জন্মগ্রহণ করার পরে ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত দেশের সকল নাগরিক সেবা ভোগ করার জন্য জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। এছাড়াও ১৮ বছর হবার পরে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ এর গুরুত্ব অপরিসীম।

প্রযুক্তির উন্নয়নের ফলে বর্তমানে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে করা সম্ভব। অথবা আপনারা চাইলে পৌরসভা/ইউনিয়ন অফিসে গিয়ে নতুন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবেন। আপনার কাছে যদি হাতে লেখা পুরনো জন্ম নিবন্ধন সনদ থাকে তাহলে জন্ম নিবন্ধন অনলাইন করতে পারবেন একই প্রক্রিয়ায়।

এই পোস্টের সার সংক্ষেপ

নতুন জন্ম নিবন্ধন এর জন্য আবেদনে কি কি প্রয়োজন?

অনলাইনে নুতন জন্ম নিবন্ধন সনদ পত্রের জন্য আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস লাগবে। সাধারণত এটা নির্ভর করবে যার জন্য জন্ম নিবন্ধন সনদ পেতে চাচ্ছেন তার বয়সের উপরে।

জন্ম নিবন্ধন সনদ অনলাইনে আবেদন করার পূর্বে পিতা-মাতার জন্ম নিবন্ধন ডিজিটাল করা বাধ্যতামূলক। 

০ থেকে ৪৫ দিনের মধ্যে শিশুর বয়স হলে

জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদনকৃত শিশুর বয়স যদি ০ থেকে ৪৫ দিনের মধ্যে হয় সেক্ষেত্রে  যে সকল ডকুমেন্টস প্রয়োজনঃ

  • টিকা কার্ড বা হাসপাতালের ছাড়পত্র।
  • বাসার হোল্ডিং নাম্বার এবং ট্যাক্সের রশিদ।
  • পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্র (ক্ষেত্র বিশেষ দুটোই প্রয়োজন হতে পারে)
  • আবেদনকারীর পিতা/মাতার (অভিভাবক) মোবাইল নাম্বার।

৪৬ দিন থেকে ৫ বছরের মধ্যে শিশুর বয়স হলে

নতুন জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদনকৃত শিশুর বয়স যদি ৪৬ দিন থেকে ৫ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে যেসকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলোঃ

  • EPI টিকা কার্ড অথবা স্বাস্থ্যকর্মীর স্বাক্ষর ও সীল সহ প্রত্যয়ন।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি।
  • বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়ন (প্রয়োজন হতে পারে)
  • আবেদনকারীর অভিভাবক পিতা ও মাতার মোবাইল নাম্বার।
  • পাসপোর্ট সাইজের ১ কপি সদ্যতোলা রঙিন ছবি।
  • বাসার হোল্ডিং নাম্বার অথবা ট্যাক্স এর রশিদ।
  • ২৫ টাকা জন্ম নিবন্ধন আবেদন ফি।

৫ বছরের বেশি বয়স হলে

আবেদনকে তো ব্যক্তি/ শিশুর বয়স যদি ৫ বছরের বেশি হয় সেক্ষেত্রে যেসকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হবেঃ

  • সরকার কর্তৃক প্রদত্ত বিদ্যালয়ের সার্টিফিকেট।
  • বয়স প্রমাণের জন্য রেজিস্টার্ডকৃত মেডিকেল চিকিৎসক দ্বারা প্রদত্ত সার্টিফিকেট।
  • পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্র এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি।
  • স্থায়ী ঠিকানা ও জন্মস্থান প্রমাণের জন্য খাজনা ও করার আদায়ের রশিদ অথবা বাড়ি/জমি ক্রয়ের দলিল ইত্যাদি।
  • পিতা-মাতার সচল মোবাইল নাম্বার।
  • ৫০ টাকা জন্ম নিবন্ধন আবেদন ফি।

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরন করতে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে “জন্ম নিবন্ধন” মেনু থেকে “জন্ম নিবন্ধন আবেদন” ফরমে প্রবেশ করুন। পরবর্তীতে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন ও সংগ্রহ করতে চান সেটি সিলেক্ট করে যথাক্রমে ফরমটি পূরণ করে তথ্যগুলো সাবমিট করুন।

নতুন জন্ম নিবন্ধন এর জন্য অনলাইনে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া নিচে ধাপ অনুসারে দেখানো হলো। উক্ত প্রক্রিয়া ফলো করে খুব সহজেই আপনি অনলাইনের মাধ্যমেজন্ম নিবন্ধন সনদ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারেন। একই প্রক্রিয়া জন্ম নিবন্ধন ইংরেজি করতে পারবেন।

ধাপ – ১: ওয়েবসাইটে প্রবেশ এবং জন্মস্থান সিলেক্ট

সর্বপ্রথম bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখান থেকে জন্ম নিবন্ধন মেনু সিলেক্ট করে জন্ম নিবন্ধন আবেদন ফরমে প্রবেশ করুন। অথবা সরাসরি https://bdris.gov.bd/br/application  এই লিংকে ভিজিট করে আবেদন ফরমে প্রবেশ করতে পারেন।

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধন সনদ করাতে চান। যে ঠিকানা জন্ম নিবন্ধন সনদ করাতে চান সেটি সিলেট করুন। যদি আপনার জন্মস্থান এর ঠিকানা জন্ম নিবন্ধন সনদ করাতে চান সেক্ষেত্রে “জন্মস্থান” সিলেক্ট করে দিন।

ধাপ – ২: নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি ও জন্মস্থানের ঠিকানা সিলেক্ট

যেই ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ করাতে চাচ্ছেন তার সকল পরিচিতি নাম্বার যথাক্রমে সিলেক্ট করতে হবে।

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন 2

  • আবেদনকৃত শিশু/ ব্যক্তির নামের প্রথম অংশ (বাংলায়)
  • নামের শেষ অংশ (বাংলায়)
  • নামের প্রথম অংশ (ইংরেজিতে)
  • নামের শেষ অংশ (ইংরেজিতে)
  • জন্ম তারিখ এবং পিতা ও মাতার কততম সন্তান।
  • আবেদনকৃত শিশু/ ব্যক্তির লিঙ্গ।
  • এরপরে আবেদনকৃত ব্যক্তির সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • দেশ ও বিভাগ।
  • ডাকঘর (বাংলায় ও ইংরেজিতে)
  • গ্রাম/ মহল্লা/ পাড়া (বাংলায় ও ইংরেজিতে)
  • বাসা ও সড়ক নাম এবং নাম্বার  (বাংলায় ও ইংরেজিতে)

উক্ত তথ্যগুলো সঠিকভাবে প্রদান করে পুনরায় একবার চেক করে নিবেন এরপরে “পরবর্তী”  বাটনে ক্লিক করুন।

ধাপ – ৩: পিতা ও মাতার তথ্য প্রদান

এই পেইজ থেকে আবেদনকৃত ব্যক্তির পিতা ও মাতার যাবতীয় তথ্যগুলো প্রদান করতে হবে।

পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করতে হবে। নাম্বার প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে পিতা মাতার নাম চলে আসবে, এটি এডিট করার কোন অপশন নেই। যাদের জন্য ২০০০ সালের পূর্বে তারা নাম দিতে পারবেন। তথ্য সঠিক থাকলে জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে। সকল তথ্য সঠিক থাকলে পুনরায “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

ধাপ – ৪: বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট।

এই পেজ থেকে আপনাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে হবে। এই পেইজে প্রবেশের পরে “আপনি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান” এমন একটি লেখা দেখতে পাবেন এখান থেকে “কোনোটিই নয়” সিলেট করে দিন।

আপনার জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে টিকমার্ক করে দিন। তাহলে অটোমেটিক ভাবে পূর্বে প্রদত্ত জন্মস্থানে ঠিকানা অনুযায়ী আপনার স্থায়ী ঠিকানা সিলেক্ট হয়ে যাবে। যদি আপনার স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে উক্ত অপশনের টিকমার্ক না দিয়ে পুনরায় আপনার সঠিক স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিবেন।

ঠিকানা সিলেক্ট হলে একটু স্কল করে নিচে গেলে ঠিক একই ভাবে “আপনি নিম্নলিখিত কোন ঠিকানা বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান” এরকম একটি লেখা দেখতে পাবেন এখান থেক পূর্বের ন্যায় যদি আপনার জন্মস্থানের ঠিকানা ও বর্তমান ঠিকানা এক হয় সেক্ষেত্র টিকমার্ক দিতে পারেন অন্যথায় আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। এরপরে “পরবর্তী”  বাটনে ক্লিক করুন।

ধাপ – ৫: আবেদনকারীর তথ্য প্রদান

সাধারণত শিশুর পিতা মাতা ও অভিভাবকরা জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করেন। যদি আপনার নিজের জন্ম নিবন্ধন সনদের জন্য নিজে আবেদন করেন সেক্ষেত্রে “নিজ” সিলেক্ট করে দিন। অথবা যদি আবেদনকৃত ব্যক্তির পিতা বা মাতা জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করেন তাহলে অটোমেটিক ভাবে তার নাম চলে আসবে এবং ফোন নাম্বার ও ইমেইল(Optional) বসাতে হবে।

পিতা ও মাতা ব্যতীত যদি অন্য কেহ আবেদন করে সেক্ষেত্রে তারঃ

  • জন্ম নিবন্ধন নাম্বার।
  • জাতীয় পরিচয় পত্র নাম্বার।
  • আবেদনকারীর নাম (Optional)
  • মোবাইল নাম্বার।
  • ইমেইল এড্রেস (Optional)

উক্ত তথ্যগুলো বসাতে হবে এবং নিচে থাকা নীতিমালা গুলো ভালোভাবে পড়ে নিবেন।

ধাপ – ৬: সংযুক্ত ডকুমেন্টস প্রদান

আবেদনকারীর তথ্য প্রদান করার পরে একটু নিচে  সংযুক্ত ডকুমেন্টস প্রদান নামক একটি পেইজ দেখতে পাবেন এখান থেকে ব্যক্তির (যার জন্মনিবন্ধন করতে চাচ্ছি) টিকাট ও তার পিতা/ মাতার ভোটার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। আপলোডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই ছবিগুলো ১০০ কিলোবাইট (100KB) এর মধ্যে হতে হবে।

এখান থেকে “সংযোজন” বাটনে ক্লিক করে প্রথমে টিকাকার্ড সিলেক্ট করুন। এরপরে File Type থেকে “চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র” সিলেক্ট করে দিন। পরবর্তীতে Start বাটনে ক্লিক করে এই ডকুমেন্টটি সাবমিট করুন।

পুনরায় সংযোজন বাটনে ক্লিক করে পিতা/মাতার ভোটার আইডি কার্ড একই পদ্ধতিতে আপলোড দিয়ে File Type সিলেক্ট করে Start বাটনে ক্লিক করে ডকুমেন্টটি সাবমিট করুন।

ডকুমেন্টস গুলো সংযুক্ত সফল হলে “পরবর্তী” বাটনে ক্লিক করুন। এরপরে আপনাদেরকে নতুন একটি পেইজে নিয়ে আসা হবে এখানে এত সময় প্রদত্ত সকল তথ্যগুলো দেখতে পারবেন। সকল তথ্য ঠিক থাকলে “সাবমিট” বাটনে ক্লিক করুন। এখন

ধাপ – ৭: আবেদনপত্র প্রিন্ট করুন

তথ্যগুলো সাবমিট করার পরে আপনাদের সামনে Success লেখা একটি পেইজ আসবে। এবং এখান থেকে আপনারা আবেদনপত্র নাম্বার দেখতে পাবেন। এবং নির্দেশনা দেয়া থাকবে: ১৫ দিনের মধ্যে আবেদন পত্র প্রিন্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিবন্ধকের নিকট দাখিল করুন।

এখান থেকে আপনার আবেদনপত্র প্রিন্ট করার জন্য “আবেদনপত্র প্রিন্ট করুন” বাটনে ক্লিক করুন। যদি আপনার কম্পিউটারে প্রিন্টার না থাকে সেক্ষেত্রে উক্ত বাটনে ক্লিক করে এটিকে পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন পরবর্তীতে প্রিন্টারের দোকান থেকে পিডিএফ ফাইল প্রিন্ট করে নিবেন।

আবেদন পত্রের প্রিন্ট কপি সংগ্রহ করে এবং শিশুর বয়স অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে ১৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন অফিসে নিবন্ধনকের সংশ্লিষ্ট কার্যালয় যোগাযোগ করবেন। নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার সব থেকে সহজ প্রক্রিয়া এটি।

আপনার আবেদনটি সম্পূর্ণ হওয়ার পরে অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন আবেদনের ফুল ভিডিও টিউটোরিয়াল

 

জন্ম নিবন্ধন নিয়ে বিভিন্ন প্রশ্ন

আপনার জন্ম নিবন্ধন আবেদন বা জন্ম নিবন্ধন সনদ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেতে পারেন জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে। সচরাচর বিভিন্ন সমস্যা বা কৌতূহল বসত বিভিন্ন প্রশ্ন জাগতে পারে মনে আর এসব প্রশ্নের উত্তর কর্তৃপক্ষ অলরেডি দিয়ে রেখেছে আপনার শুধু দেখতে পারেন। দেখুন জন্ম নিবন্ধন নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন


জন্ম নিবন্ধন নিয়ে আরো কিছু পোস্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *