রিলিজ হল বিকাশের নতুন ফিচার সমূহ , যা সবার জন্য উন্মুক্ত

এই ডিসেম্বর মাসে রিলিজ হল বিকাশের নতুন ফিচার, যা সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এখন থেকে বিকাশ ব্যবহারকারীরা পূর্বের তুলনায় আরো অনেক আধুনিক ও নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবে। আপনার বিকাশ অ্যাপসটি আপডেট দিয়ে এই ফিচারগুলো উপভোগ করতে পারেন।

তার আগে চলুন জেনে নেই বিকাশের নতুন ফিচারসমূহ সম্পর্কে। এবং এই ফিচারগুলো আমাদের কি কি উপকারে আসবে? চলুন আজকের লেখাটি শুরু করি।

বিকাশের নতুন ফিচার সমূহ

বর্তমান সময়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিকাশ অন্যতম। ডিসেম্বর মাসের প্রথম দিকে বিকাশ গ্রাহকদের জন্য আরো অনেক আধুনিক ও সুযোগ-সুবিধা সম্পন্ন ফিচার রিলিজ করেছে।

এই ফিচারগুলো কারা ব্যবহার করতে পারবে? এবং এই ফিচারগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন? বিস্তারিত জানতে পারবেন আজকের আর্টিকেলটির মাধ্যমে। চলুন জেনে নেই বিকাশের নতুন ফিচার সম্পর্কে।

১.রিকোয়েস্ট মানি সিস্টেম

প্রতিদিন সর্বোচ্চ ১০ জন বিকাশ ব্যবহারকারীর কাছে রিকোয়েস্ট মানি পাঠাতে পারবেন। এই ফিচারের ফলে জরুরী মুহূর্তে অন্য বিকাশ ব্যবহারকারীর কাছে টাকা সেন্ড মানি করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন।

রিকোয়েস্ট মানি অপশনটি আপনারা বিকাশ অ্যাপে প্রবেশ করলে হোম স্ক্রিনে দেখতে পারবেন। প্রয়োজনীয় মুহূর্তে আপনার পরিচিত বন্ধুবান্ধব ও প্রিয়জনদের কাছ থেকে রিকোয়েস্ট মানি ফিচার ব্যবহার করে, টাকা সেন্ড মানি করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন।

বিকাশের এই ফিচারটি এড করার ফলে এখন থেকে আমরা প্রয়োজনীয় জরুরী মুহূর্তে, আমাদের প্রিয়জন কিংবা বন্ধুদের থেকে রিকোয়েস্ট মানির মাধ্যমে টাকা সেন্ড মানি করার জন্য রিকোয়েস্ট করতে পারব।

২.বায়োমেট্রিক লগইন সিস্টেম

এই ফিচারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের জন্য। পূর্বে প্রতিবার বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হলে বিকাশ একাউন্টের পিন নাম্বার প্রদান করা বাধ্যতামূলক ছিল। তবে এই আপডেটের পরে শুধুমাত্র প্রথমবার পিন নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট লগইন করে,

অন্যান্য সময়ে ব্যবহারের জন্য বায়োমেটিক সিস্টেম তথা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবো। তথা শুধুমাত্র একবার পিন নাম্বার ওটিপি ভেরিফিকেশন করে বিকাশ অ্যাপসে লগইন করলে, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেট করলে। পরবর্তীতে পিন নাম্বার ব্যতীত শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগইন করতে পারবেন।

এই সুবিধাটি উপভোগের জন্য বিকাশ অ্যাপে লগইনের সময় প্রোফাইল অপশনে থাকা ফিঙ্গারপ্রিন্ট অপশনে ক্লিক করে, অ্যাপসের নির্দেশনা অনুযায়ী পিন নাম্বার দিয়ে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট সেট করুন।

৩.গ্রুপ সেন্ড মানি সিস্টেম

একাধিক ব্যক্তিকে একসাথে একই এমাউন্টের টাকা সেন্ড মানি করতে এই ফিচারটি খুবই উপকারী। একই সাথে একাধিক ব্যক্তিকে যুক্ত করে গ্রুপ তৈরি করে সেন্ড মানি করা যাবে। একই গ্রুপের সর্বোচ্চ ৭ জন ব্যবহারকারী এড করা যাবে।

এই ফিচারটি উপভোগের জন্য বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে থাকা “Group Send Money” অপশনে প্রবেশ করে, ব্যবহারকারীর নাম অথবা নাম্বার বসিয়ে গ্রুপ তৈরি করতে হবে। তারপরে গ্রুপ সেভ করে স্ক্রিনে টাকার অ্যামাউন্ট বসিয়ে, বিকাশ একাউন্টের পিন নাম্বার প্রদান করে ট্যাপ করুন।

এই ফিচারটির ফলে খুব সহজেই আপনারা একসাথে একাধিক ব্যক্তিকে টাকা সেন্ড মানি করতে পারবেন। যদি আপনার বিকাশ অ্যাপসে “Group Send Money” অপশনটি খুঁজে না পান তাহলে, প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি আপডেট করুন।

৪.বাংলালিংক গ্রাহকদের জন্য সুবিধা

এই ফিচারটি শুধুমাত্র যারা বাংলালিংক সিম ব্যবহার করেন তাদের জন্য। ওয়ান ক্লিক সলিউশন ফিচার, তথা এক ক্লিক এর মাধ্যমে MyBL অ্যাপের মাধ্যমে বিকাশ ব্যবহার করে যেকোনো ধরনের লেনদেন করা যাবে।

এক ক্লিকের মাধ্যমে MyBL অ্যাপের থেকে সরাসরি যেকোনো ধরনের অফার তথা মিনিট অফার, ইন্টারনেট অফার, টকটাইম অফার ইত্যাদি, বিকাশ একাউন্টের ব্যালেন্স থেকে ক্রয় করতে পারবেন। যাকে ওয়ান ক্লিক সলিউশন ফিচার বলা হয়।

৫.ভিসা কার্ডের ক্ষেত্রে নতুন আপডেট

কিছুদিন আগে বিকাশ সরাসরি ভিসা কার্ড থেকে অ্যাড মানি করার সিস্টেম চালু করেছে। আমাদের ভিসা কার্ডে থাকা ব্যালেন্স সরাসরি বিকাশ একাউন্টে এড করা যাবে। সম্প্রতি রিসেন্ট আপডেটে এই ফিচারটিকে আরও উন্নত করা হয়েছে।

তথা পূর্বে অ্যাড মানি করার ক্ষেত্রে প্রতিবার ভিসা কার্ডের সম্পূর্ণ তথ্য দিয়ে অ্যাড মানি করতে হতো। তবে এখন থেকে আমরা চাইলে যে কোন একটি কার্ডকে ডিফল্ট কার্ড হিসেবে সেভ করে রাখতে পারব। যা পরবর্তীতে কোন ধরনের তথ্য প্রদান ছাড়াই আমাদের বিকাশ একাউন্টে অ্যাড মানি করা যাবে।

জানতে পারেনঃ বিকাশ থেকে ১০ হাজার টাকা লোন

শেষকথা

সম্মানিত পাঠকবৃন্দ, আপনাদের কাছে বিকাশের এই নতুন ৫টি ফিচার কেমন লেগেছে? এবং এর মধ্য থেকে কোন ফিচারটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আজকের লেখাটি এখানেই শেষ করছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *