বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র নমুনা

আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বেতন বৃদ্ধি করার জন্য আবেদন পত্র জমা দেয়ার প্রয়োজন হয়। এই লেখাটিতে বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আপনার বেতন বৃদ্ধির জন্য কোম্পানিতে/অফিসে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র হলো একটি লিখিত নথি যার মাধ্যমে আপনার উচ্চপদস্থ কর্মকর্তার কাছে আপনার মনের ভাব বা আবেদন প্রকাশ করতে পারেন।

আপনার বেতন বৃদ্ধির জন্য অফিস প্রদান/ ম্যানেজারের কাছে আবেদন করতে হবে। বেতন বৃদ্ধি করার জন্য আবেদন করার সম্পূর্ণ নিয়ম সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হবে এবং আবেদনপত্র লেখার ফর্মুলা দেখানো হবে।

বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র লেখার পদ্ধতি অন্যান্য দরখাস্ত লেখার পদ্ধতির মতোই। এখানে শুধুমাত্র আংশিক কিছু পরিবর্তন করতে হবে যেমন আপনার বিষয়বস্তু এবং মূল কথা। তথা দরখাস্ত বা আবেদন পত্র আলাদা বিষয়ের উপরে হয় তবে নিয়ম একই থাকে।

ঠিক তেমনি বেতন বাড়ানোর জন্য আবেদন পত্র লেখার সময় প্রথমে তারিখ দিয়ে এরপরে বরাবর লিখে যার কাছে দরখাস্তটি প্রেরণ করতে চান তার পদবী উল্লেখ করুন। এর নিচে আপনার কোম্পানি/ অফিসের নাম উল্লেখ করুন।

তারপরে কোম্পানির সংক্ষিপ্ত ঠিকানা দিয়ে বিষয় লিখুন। এরপরে জনাব, দিয়ে কোন কারনে আপনার বেতন বৃদ্ধি করা প্রয়োজন, আপনার কাজের উন্নতি এবং কোম্পানি সাথে আপনার সম্পর্ক কেমন এই বিষয়ে বিশদ বর্ণনা করুন।

নিচে বিনীত নিবেদক দিয়ে আপনার নাম এবং উক্ত কোম্পানিতে পদের নাম উল্লেখ করুন। আবেদনপত্র লেখার সময় অবশ্যই সুন্দর মার্জিত ভাষায় লিখবেন এবং লেখার মধ্যে কোন ধরনের ভুল করা যাবে না। আরেকটি বিষয় খেয়াল রাখবেন লেখার সময় অযথা কোন শব্দ উল্লেখ করবেন না।


বেতন বৃদ্ধির জন্য আবেদনপত্র লেখার নমুনাঃ

তারিখ: ০১/০৩/২০২৩

বরাবর,

পরিচালক/ ব্যবস্থাপক/ মহাব্যবস্থাপক

আপনার কোম্পানির নাম লিখুন:

কোম্পানির ঠিকানা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করুন:

বিষয়ঃ বেতন বৃদ্ধির জন্য আবেদন

জনাব, 

বিনীত নিবেদন এই যে, আমি (আপনার নাম) (কোম্পানির নাম) (পদবীর নাম) হিসেবে গত (আপনার চাকরির বয়স) যাবত চাকরি করছি। চাকরিতে জয়েন হওয়ার পর (উক্ত কোম্পানিতে চাকরিতে জয়েন হওয়ার পরে আপনার কত টাকা বেতন ধরা হয়েছিল তা উল্লেখ করুন) এত টাকা আমার বেতন ছিল, বর্তমানে আমার কাজের অনেক উন্নতি হয়েছে এবং আমি আপনার (পদের নাম) এই পদের পরিপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছি। আমার কাজের অভিজ্ঞতা এবং কাজের প্রতি মনোযোগ, এবং বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসারে যাবতীয় খরচ অনেক বেশি হওয়ায় এই বেতনে আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমার পরিবারের ব্যয় বহন করা আমার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে।

অতএব, জনাবের কাছে বিনীত নিবেদন এই যে অনুগ্রহ করে আমার বেতন বৃদ্ধি করার জন্য জনাবের নিকট মর্জি হই।

বিনীত নিবেদক,

আপনার নাম উল্লেখ করুন:

উক্ত কোম্পানিতে আপনার পদবী উল্লেখ করুন:


বেতন বৃদ্ধির জন্য একটি পূর্ণাঙ্গ আবেদন পত্রঃ

২৭-৩-২০২৩

বরাবর,

পরিচালক

বসুন্ধরা গ্রুপ লিমিটেড

ঢাকা, বাংলাদেশ

বিষয়ঃ বেতন বৃদ্ধির জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি শফিকুল ইসলাম। বসুন্ধরা গ্রুপ লিমিটেডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় গত ৭ বছর যাবত চাকরি করছি। চাকরিতে জয়েন হওয়ার পর আমার মূল বেতন ১৫,০০০ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে আমার কাজের অনেক উন্নতি হয়েছে, এবং বসুন্ধরা গ্রুপ লিমিটেডে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি শতভাগ সফল। বর্তমানের পরিপ্রেক্ষিতে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির ফলে ১৫,০০০ টাকা বেতনে আমার পরিবার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। এই বেতনে আমার পরিবারের ব্যয়বহন করা অসম্ভব হয়ে যাচ্ছে।

অতএব, জনাবের কাছে বিনীত নিবেদন অনুগ্রহ করে আমার বেতন বৃদ্ধি করার জন্য জনাবের নিকট মর্জি হই।

বিনীত নিবেদক,

শফিকুল ইসলাম

আইডি নাম্বার: ৪৫৬৯০৮

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বসুন্ধরা গ্রুপ লিমিটেড


অন্যান্য আবেদন পত্র লেখার নিয়ম

বেতন বৃদ্ধি অথবা পদোন্নিত সম্পর্কিত যেকোনো আবেদন পত্র লেখার পদ্ধতি একই, শুধুমাত্র বিষয়ের মধ্যে সামান্য কিছু পরিবর্তন আনতে হবে। এছাড়া আপনার নাম এবং আইডি নাম্বার কোম্পানি/ অফিসের নাম আলাদা ভাবে উল্লেখ করবেন।

কি কারনে আপনার বেতন বৃদ্ধি করা প্রয়োজন, আপনি এই কোম্পানিতে কত বছর যাবত কত টাকা বেতনে চাকরি করছেন। আপনার পদোন্নতিতে কোম্পানির কি লাভ হবে, এছাড়াও আপনার পদে আপনি কতটুকু সফল এই তথ্যগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *