কারো নামে মামলা আছে কিনা জানার উপায়

আমাদের সাথে অনেকের ঘনিষ্ঠতা গড়ে উঠতে পারে তাছাড়া নানা বিরোধ বা ঝগড়া হতেও পারে, আর এই ঝগড়া বিবাদ থেকে মামলা পর্যন্ত গড়াতে পারে। কেউ কেউ গোপনে মামলা করেন, আবার কেউ প্রকাশ্যে করেন। প্রকাশ্যে মামলার কথা জানা গেলেও গোপনে মামলা হলে সেটি বোঝায় একপ্রকারে অসম্ভব হয়ে পড়ে, তবে এটা কিভাবে জানা যাবে? আজকের আলোচনায় আমরা জানব, কারো নামে মামলা আছে কিনা জানার উপায়

বর্তমানে সমাজে বসবাস করতে হলে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ কিংবা চলাচল করতে হয়, অনেকের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তবে কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পূর্বেই ওই ব্যক্তি সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত, তার ব্যক্তিগত ব্যাপার, পূর্বের যুগ সূত্র এবং অবশ্যই জেনে রাখা ভালো, হতে পারে উক্ত ব্যক্তির পেছনে অনেক খারাপ রয়েছে, সেটা হতে পারে প্রকাশ্যে কিংবা গোপনে। ধরে নিন হয়তো সেই ব্যক্তির নামে পেছনে মামলা রয়েছে, হতে পারে সেটা চলমান কিংবা খারিজ, তো কারো নামে কোন মামলা রয়েছে কিনা এটা আমরা জানতে পারবো কয়েকটি উপায় এর মাধ্যমে।

কারো নামে মামলা আছে কিনা জানার উপায়

কারো নামে মামলা আছে কিনা জানার জন্য সন্দেহ ভাজন ব্যক্তির স্থানীয় কিংবা পূর্বের ঠিকানার সংশ্লিষ্ট থানায় খোঁজ নিয়ে দেখতে হবে, এছাড়াও উক্ত ব্যক্তির নামে কোর্টে মামলা আছে কিনা এটা জানতে হলে জেলার ক্ষেত্রে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা সি.জে.এম কোর্টে এবং মহানগরের ক্ষেত্রে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একজন উকিলের সাহায্য নিয়ে তলব করতে হবে।

থানার মামলা দেখার উপায়

আপনি যদি কারো নামে মামলা আছে কিনা তা জানতে চান, তাহলে প্রথমেই আপনার এলাকার থানায় যোগাযোগ করুন। যদি মনে করেন যে, আপনার কিংবা সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হতে পারে, তাহলে সংশ্লিষ্ট থানায় খোঁজ নিতে হবে। এক্ষেত্রে দুটি থানায় মামলা হতে পারে। যথা:

  • বিরোধ বা ঘটনা যে থানার আওতায় সংঘটিত হয়েছে সেই থানায়।
  • যে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে বলে আপনার সন্দেহ তার বসবাসের থানায়।

আপনি এই দুই থানায় যেকোনো একটিতে নিচের উপায়ে খোঁজ নিতে পারেন:

  • সরাসরি নিজে গিয়ে থানার মুন্সির সাথে যোগাযোগ করুন।
  • পরিচিত কোন পুলিশ কনস্টেবল বা এসআই এর মাধ্যমে খোঁজ নিন।
  • আপনার কোন আত্মীয় বা স্থানীয় কোন প্রভাবশালীর সহযোগিতা নিন।

আপনি যদি থানায় গিয়ে খোঁজ নিতে ভয় পান, তাহলে আপনার আত্মীয় বা স্থানীয় কোন প্রভাবশালীর সহযোগিতা নেওয়াই ভালো। তারা আপনার নাম, বাবার নাম এবং সংশ্লিষ্ট ঘটনার সম্ভব্য তারিখসহ থানায় ব্যবহৃত FIR (First Information Report) রেজিস্ট্রারের মামলা তালিকা থেকে দেখতে পারবেন।

আদালতে মামলা আছে কিনা জানার উপায়

কারো বিরুদ্ধে যদি কোন মামলা দায়ের করা হয়ে থাকে, তাহলে সেই মামলাটি উক্ত থানার অধীনে স্থানীয় আদালতে স্থানান্তরিত করা হবে। জেলার ক্ষেত্রে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বা সি.জে.এম কোর্টে এবং মহানগরের ক্ষেত্রে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

প্রত্যেকটি মামলা প্রথমে নালিশী দরখাস্ত বা Complaint Petition এর মাধ্যমে আদালতের পেসকার বা বেঞ্চ সহকারীর নিকট জমা দেয়া হয়। এই মামলা তালিকাভুক্ত করার জন্য একটি রেজিস্টার থাকে , আপনি যদি আদালতে যোগাযোগ করে মামলার তথ্য জানতে চান, তাহলে আদালতের রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করুন।

একজন পরিচিত অভিজ্ঞ আইনজীবীকে ব্যাক্তির নাম, বাবার নাম এবং সংশ্লিষ্ট ঘটনার সম্ভব্য তারিখ জানান। এই তথ্যগুলো আপনি আইনজীবীর সহায়তা এর মাধ্যমে কারণ এর মামলা আছে কিনা জানতে পারবেন কিংবা সরাসরি  রেজিস্ট্রার আপনার কাছ থেকে তথ্য নিয়ে মামলার রেজিস্টার চেক করে আপনাকে মামলার তথ্য জানাবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *