ভোটার লিস্ট বের করার নিয়ম ২০২৩

15

কিভাবে ভোটার লিস্ট খুঁজে পাওয়া যায় বা বের করা যায় এটা আপনার অজানা থাকলে চলুন জানি ভোটার লিস্ট বের করার নিয়ম। 

ভোটার তালিকা একটি নির্বাচনী এলাকার জন্য নির্বাচনের সময়কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। একটি ইউনিয়ন/ পৌরসভা জন্য নির্বাচনের মোট ভোটার সংখ্যা এই ভোটার লিস্টে লিপিবদ্ধ থাকে। ভোটার লিস্টের প্রধান প্রয়োজনীয়তা পরে নির্বাচনের তারিখ। ঐদিন এলাকায় যারা ভোটার রয়েছে তারা ভোটার লিস্টের আওতায় থেকে ভোট প্রদান করে। ভোট প্রদান করার পূর্বে ভোটার লিস্টে নাম ও ভোটার নাম্বার চেক করা হয়।

ভোটার লিস্ট বের করার নিয়ম- ভোটার তালিকা ডাউনলোড করার উপায়

 

মূলত একজন প্রার্থী নির্বাচনের জন্য ভোটার তালিকা বের করাটা অত্যাবশ্যক। তো কিভাবে ভোটার লিস্ট পাবেন এবং ভোটার লিস্ট ডাউনলোড করবেন সে বিষয়ে আলোচনা করব।

আরো পড়ুনঃ

  1.  জন্ম নিবন্ধন সনদ যাচাই, ও সনদ ডাউনলোড প্রক্রিয়া
  2. টিন সার্টিফিকেট তৈরি ও টিন সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

ভোটার লিস্ট বের করার নিয়ম | চুড়ান্ত ভোটার তালিকা

ভোটার লিস্ট বের করতে হলে আপনাকে উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি CD ডিস্ক ড্রাইভ সংগ্রহ করতে হবে। উক্ত সিডিতে/CD  আপনার এলাকার ভোটার লিস্ট pdf ফাইল থাকবে।

প্রথমত ভোটার লিস্ট তালিকা সবার জন্য উন্মুক্ত নয় এটি শুধু নির্বাচনের প্রার্থীরা সংগ্রহ করতে পারবে

নির্বাচন যিনি করে অর্থাৎ যিনি প্রার্থী হোক মেম্বার/ কাউন্সিলর/ সংরক্ষিত আসনের মহিলা মেম্বার অথবা চেয়ারম্যান, প্রত্যেককে নির্বাচন করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি ও নির্ধারিত পরিমাণ ফি দাখিল করতে হয় উপজেলা নির্বাচন অফিসএ। আর সমস্ত কিছু দাখিল করার পর অন্যান্য ডকুমেন্টেশন এর সাথে ভোটার লিস্ট সম্বলিত একটি CD দেওয়া হয়।  উক্ত cd থেকে আপনি যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে ভোটার লিস্টের পিডিএফ ফাইল বের করে প্রিন্ট করতে পারবেন। দেখে নিন ভোটার তালিকায় সিডিতে যা যা থাকে ।

ফি জমা দেয়া লাগবে ৳৫০০-/
যা যা পাবেন
পুরুষ সদস্য প্রার্থী হলে নির্ধারিত ওয়ার্ড পিডিএফ (মহিলা ও পুরুষ ভোটার)
মহিলা সদস্য প্রার্থী হলে ৩ টি ওয়ার্ড পিডিএফ (মহিলা ও পুরুষ ভোটার)
চেয়ারম্যান প্রার্থী হলে সব ওয়ার্ড এর লিস্ট পিডিএফ (মহিলা ও পুরুষ ভোটার)

 

ফ্রি টুলসঃ ফেইক আইডি কার্ড বানান এখানে গিয়ে

ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড pdf | ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা

 

কিছু কিছু ইউনিয়ন পরিষদ তাদের নিজস্ব সার্ভারে তাদের হালনাগাদকৃত ভোটার তালিকা আপলোড দিয়ে থাকে। কিন্তু সব এলাকার ভিত্তিতে নাও হতে পারে।  প্রত্যেক ইউনিয়ন বা পৌরসভার পারসোনাল ওয়েব সাইট বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন থেকে খুঁজে পাওয়া সম্ভব। আর সেখান থেকে স্বল্প কয়েকটা ইউনিয়নের ভোটার তালিকা ডাউনলোড করার সুযোগ রয়েছে।

ভোটার তালিকা যেহেতু সবার জন্য উন্মুক্ত নয় তাই অনলাইন থেকে ভোটার তালিকা ডাউনলোড করার নির্দিষ্ট সার্ভার নেই

 

 

ডাউনলোড করতে প্রথমে জাতীয় তথ্য বাতায়ন অফিস ওয়েবসাইট প্রবেশ করুন পরবর্তী তথ্যগুলো উপরের ভিডিও অনুযায়ী ফলো করুন।

নতুন ভোটার তালিকা | ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা

সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকা আপনি  CD ডিস্ক এ পেয়ে যাবেন। আর যদি আপনার সংরক্ষিত সিডিতে সর্বশেষ আপডেট কৃত ভোটার লিস্ট না থাকে তাহলে অতিসত্বর আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন, কারণ ভোটার লিস্ট হালনাগাদ না থাকলে আপনার নির্বাচনী এলাকায় কতজন ভোটার বেড়েছে বা কতজন ভোটার কমেছে বুঝতে পারবেন না। হতে পারে আপনার প্রত্যাশিত সম্ভাব্য ভোটারের নাম পুরনো ভোটার লিস্টেনা থাকতে পারে। এ ক্ষেত্রে একটি ভোটার হারাতে পারেন। তাই নতুন ভোটার তালিকা সংগ্রহ করে নিবেন

15 Comments
  1. MD.ABU SAEF says

    ভোটার লিস্ট পাওয়া জাবেকি?

    1. SHAFIQ says

      জি, আগে সম্পূর্ণ পোস্ট টি পরুন , বিস্তারিত জানতে পারবেন

  2. MD.ABU SAEF says

    Chokjhogru.palsa.chapi nawabganj

    1. SHAFIQ says

      দুঃখিত , এই এলাকার ভোটার লিস্ট ওই উপজেলা নিরবাচন অফিস থেকে নিতে পারবেন

  3. Md Alamgir Hossain says

    Votar List

    1. SHAFIQ says

      আপনার মন্তব্যটি ঠিক বুঝলাম, না।

    2. Mosaddek Hossain says

      Vote list

      1. Elias says

        ভাই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রাখালিয়ার চালা এলাকার ভোটার লিস্ট পাওয়া যাবে কি

  4. Mosaddek Hossain says

    Mosaddek Hossain

  5. Anonymous says

    কুমিল্লা সদর দক্ষিনের এর পৌরসভার এলাকা ভিতিক ভোটার তালিকা পাওয়া যাবে কি?? খুব প্রয়োজন

    1. SHAFIQ says

      ভোটার তালিকা পাওয়ার জন্য নির্দিষ্ট কোন সারভার নেই, তবে উপজেলা নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করতে পারবেন। আরো বিস্ত্যারিত জানুন, ভোটার তালিকা দেখার উপায়

  6. RIFAT AHAMED YEAMIN says

    স্যার আমার উপজেলার ভোটার তালিকা টা ডিলিট করে ফেলছি। এখন কি উপজেলা ছাড়া ভোটার তালিকা পাওয়া সম্ভব
    উপজেলাঃ আড়াইহাজার
    জেলাঃ নারায়নগঞ্জ
    বিভাগঃ ঢাকা
    rifatahamedyeamin@gmail.com

    1. SHAFIQ says

      উপজেলা ছাড়া ভোটার তালিকা আর কোথাও পাওয়া যাবে না। নিকটস্থ ইউনিয়ন পরিষদ এ দেখতে পারেন

  7. Hamim says

    Amar Meroto Votar Talika Lagbe Dite Parben

    1. SHAFIQ says

      দুঃখিত আমরা এরকম কোন পরিষেবা প্রদান করি না। এ সমস্ত সুবিধা আপনি উপজেলা নির্বাচন কমিশনার অফিস থেকে পেতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.