জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই করতে পারবেন এখন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। খুব সহজেই একটি নিয়ম এর মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে পারবেন।

আমরা যখন নতুন ভোটার নিবন্ধন হই তখন আমাদেরকে আমাদের ভোটার আইডি কার্ড নাম্বার জানার প্রয়োজন হতে পারে। অথবা ভোটার আইডি কার্ড বিতরণের পূর্বে আমাদের বিভিন্ন কাজে ভোটার আইডি কার্ডের দরকার হতে পারে।  আর অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করার জন্য জাতীয় পরিচয় পত্র নাম্বার টি জানার প্রয়োজন।

বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রমে যারা নতুন ভোটার নিবন্ধন হয়েছে তাদের বয়স যখন 18  পূর্ণ হচ্ছে তখন তাদের দেওয়া মোবাইল নাম্বারটিতে তাদের এনআইডি নাম্বার সহ বিস্তারিত তথ্য এসএমএস করা হয়েছে। তবে অনেকেই এসএমএস না পাওয়ায় হতাশ তাই যারা এখন পর্যন্ত এসএমএস পাননি কিংবা বিভিন্ন কারনে জাতীয় পরিচয় পত্র নম্বর জানার প্রয়োজন।  সেজন্য আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এ প্রক্রিয়ার মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার যাচাই করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই

নির্বাচন কমিশন বাংলাদেশ এর তথ্য অনুযায়ী জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন nid <Space> Form Number <Space> dd-mm-yyyy , এবং পাঠিয়ে দিন 105 নম্বরে। ফিরতি এসএমএসে জাতীয় পরিচয় পত্র নম্বর জানিয়ে দেওয়া হবে।

এছাড়া আপনি যদি চান কারো আইডি কার্ড নাম্বার সঠিক কিনা বা জাতীয় পরিচয় পত্র নম্বর সঠিক কিনা যাচাই করবেন তাহলে সেটাই করতে পারবেন। এটি করার জন্য প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে https://ldtax.gov.bd/citizen/register এই ওয়েবসাইটে এখান থেকে প্রথমে আপনাকে যেকোনো একটি মোবাইল নাম্বার ব্যবহার করে যার এন আইডি ভেরিফিকেশন করতে চান তারা এই নাম্বারটি দিবেন এবং পরবর্তী পদক্ষেপ অনুসরণ করলে এই নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তাহলে উক্ত ব্যক্তির ছবি এবং নাম তথ্য দেখতে পাওয়া যাবে

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

 

এছাড়াও দৈনিক যুগান্তরে প্রকাশিত তথ্য অনুযায়ী এখন সহজে এবং দ্রুত পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র নাম্বার যাচাই করা যাবে। সব ধরনের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ‘পরিচয়’ নামের অ্যাপ ব্যবহার করে সহজেই এনআইডি সঠিক কিনা নিশ্চিত হতে পারবে। পরিচয় অ্যাপ ও ওয়েবসাইটের (www.porichoy.gov.bd) মাধ্যমে মূলত এনআইডি কার্ডের নম্বরটি থেকে গ্রাহকদের তথ্য যাচাই-বাছাই করা হবে।

NID Number Check SMS Format

জাতীয় পরিচয় পত্র নম্বর যাচাই
image from ec bd

আপনাকে ভোটার স্লিপ নাম্বার এবং জন্মতারিখ উল্লেখ করে 105 নাম্বার এসএমএস করতে হবে,  এখানে FORM NUMBER হলো একটি নাম্বার যখন আপনি ভোটার আইডি কার্ড নিবন্ধন করেছিলেন তখন আপনাকে একটি ফর্ম এর অংশ কেটে দেওয়া হয়েছিল সেই ফরম এর উপরে একটি আট সংখ্যার নাম্বার রয়েছে সেটি।

DD-MM-YYYY হওয়া হলো জন্ম নিবন্ধন এর উল্লেখ ফরমেট যেমন আপনাকে প্রথমে জন্মতারিখ এরপরে মাস এরপর বছর উল্লেখ করতে হবে।

উদাহরণ. nid 12345678 01-12-2001 , এটি লিখে পাঠিয়ে দিতে হবে 105 নাম্বারে। 

পূর্বে জাতীয় পরিচয় পত্রের নাম্বার টি নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভোটার স্লিপ ব্যবহার করে বের করা যেতো তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে সেই পদ্ধতিটি বর্তমানে বন্ধ থাকায় এসএমএস সেবাটি আমরা ব্যবহার করে আমাদের  এনআইডি নাম্বারটি বের করতে পারবো।

যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি তারা উক্ত প্রকৃতি অবলম্বন করে ভোটার আইডি কার্ড নাম্বারটি বের করতে পারবেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড

এবার জানা যাক জাতীয় পরিচয় পত্রের নাম্বার অথবা ভোটার স্লিপ দিয়ে কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়। আপনি যদি চান যে অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড সংগ্রহ  করতে তাহলে আপনি সেটি করতে পারবেন।

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে ভোটার স্লিপ নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার যেকোনো একটি জানতে হবে সাথে আপনার জন্ম তারিখ দরকার হবে।

উক্ত তথ্যগুলো নিয়ে আপনি nidw এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলেই আপনার ভোটার আইডি কার্ড টি ডাউনলোড করতে পারবেন। কিভাবে ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করতে হয় এবং ডাউনলোড করতে হয় এটি জানার জন্য দেখুন আমাদের লেখা ভোটার আইডি কার্ড ডাউনলোড বিস্তারিত পোস্ট।

Similar Posts

6 Comments

  1. হ্যালো স্যার,
    আসসালামু আলাইকুম, আমি ভোটার তালিকা হালানাগাগাদ 2022 এ ভোটের ছবি তুলেছি। আমার ভোটার হালানাগাদে ছবি তোলার তারিখ: 18/09/2022। আমি ভোটার ফরম পূরণ করার সময় আমাকে একটি ভোটার স্লিপ দেওয়া হয় । এই স্লিপ নম্বর এবং আমার জন্ম তারিখ দিয়ে অনলাইনে আমার ভোটার আইডি বের জন্য চেষ্টা করছি কিন্তু আমার ফরম নম্বর এবং জন্ম তারিখ ভুল দিয়েছেন এই লেখা আসে।আমি জানতে পারি, আমার সাথে যারা ভোটের ছবি তুলেছে অনেকেরই ১০৫ থেকে এসএমএস আসছে। সেই এসএম দিয়ে দিয়ে তারা অনলাইন থেকে ভোটার আইডি ডাউনলোড করেছে। কিন্তু আমার এখনো এসএমএস আসছে না।আমার স্লিপ নম্বর 150251560 এবং জন্ম তারিখ: 20/05/2002। আমার এন আইডি কার্ডটি খুব জরুরী প্রয়োজন। আমার ভোটার আইডি যদি রেডি থাকে তাহলে তাদের মতো এসএমএস দিলে আমি খুবই উপকৃত হব।

    1. জি ধন্যবাদ আপনার মতামতের জন্য, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভোটার স্লিপ নম্বর টি ৯ সংখ্যার, সাধারনত ভোটার স্লিপে ৮ টি সংখ্যার নাম্বার দেয়া থাকে, আপনি একটু দয়া করে নাম্বার টা চেক করবেন, আর যদি নাম্বার আর জন্ম তারিখ ভুল থাকে তাহলে সার্ভার সেটি ভুল ই বলবে। দয়া করে সঠিক ইনফর্মেশন উল্লেখ করুন, আর আপনার যদি সম্পূর্ন ১৮ বছর পূর্ন না হয় তাহলে অনলাইনে আপনার আইডি কার্ড আসবে না৷ যেকোন সহায়তায় কল করুন ১০৫ নম্বরে

  2. ভাই যখন ভোটার তালিকা নিতে আসে তখন আমি আমার সব কাগজপত্র জমা দিয়েছি কিন্তু ছবি তোলার কয়েকদিন আগে আমি ঢাকা চলে আসি ছবি তুলতে পারি নাই তাই এখন আমি কি করবো

    1. প্রথমে আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে কথা বলুন। আর যেকোন সহায়তায় ১০৫ নম্বরে কল করুন।

  3. ভায়া একটা সমস্যা হইছে,,,,,আমার বড় ভাইয়ের আইডি কাট আমি দাদার অজান্তে হারিয়ে ফেলছি,,,,আইডি কাট টা অবর্স্য আমার ফোনে ছবি তুলা আছে,,, এখন আমি এই কার্টটা কিভাবে ডাউনলোড করব?

    1. প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন nidw ওয়েবসাইটে। ৷ এরপরে প্রোফাইলে লগইন করে ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাবেন হারানো বাবদ ফি প্রদান করতে করতে বলা হবে। ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে ফি প্রদান করতে পারবেন এবং প্রদান করা হয়ে গেলে সেখানে দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার অপশন খুজে পাবেন সেখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। এছাড়া বিকল্প পদ্ধতিতে উপজেলা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করতে পারেন এর পূর্বেই আপনাকে থানায় একটি সাধারণ ডায়েরি করতে হবে এবং উক্ত জিডি কপি নিয়ে নির্বাচন কমিশন অফিসে দাখিল করতে হবে এবং ফি প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *