নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আপনারা অনেকেই আছেন ঘরে বসেই নগদে বিদ্যুৎ বিল দেওয়ার কথা ভাবছেন। আর তাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম অনেকেই খুঁজে বেড়ান। আসলে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম টা একেবারে সহজ অনেকের কাছে তবে, যারা এখন পর্যন্ত নগদ এর মাধ্যমে বিদ্যুৎ বিল সহ পূর্বে কোন বিল প্রদান করেননি তাদের কাছে এই বিষয়টি একদম নতুন হতে পারে এবং একটু কঠিন হতে পারে। যেহেতু ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দেয়ার ঝামেলা সবাই এড়াতে চায় তাই মোবাইল ব্যাংকিং এর উপর বর্তমানে অনেকেই নির্ভর করে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য। আজকে আমরা জানবো মোবাইল থেকে কোড ডায়াল করে নগদ বিদ্যুৎ বিল দেওয়া যায় কিনা কিংবা দেয়া গেলেও সেটার নিয়ম এবং নগদ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম।

আপনি যদি ব্যাংকে গিয়ে এক ঘন্টা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল সহ আপনার আশেপাশের আত্মীয়-স্বজনের বিদ্যুৎ বিল আপনার নগদ একাউন্টের মাধ্যমে প্রদান করতে চান তাহলে এটি খুব সহজেই পারবেন। কেননা দেখা যায় যদি আপনি ব্যাংকে গিয়েছিলে লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে অনেকটা সময় আপনাকে ভোগান্তি পোহাতে হবে। আর এটি যদি আপনি না করতে চান তাহলে আপনি চাইলে আপনার নগদ একাউন্ট থেকে খুব সহজে বিদ্যুৎ বিল প্রদান করতে পারেন তবে অনেকটা সময় বিদ্যুৎ বিল প্রদান করার ক্ষেত্রে নগদ থেকে চার্জ কাটা হয়। সার্চ কাটলেও একটা আলাদা শান্তি কারণ আপনাকে আর ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে না।

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার সুবিধা অসুবিধা

আমরা জানি নগদ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। এর মাধ্যমে আমরা যেকোনো ধরনের অনলাইন পেমেন্ট সেবা পেতে পারি। বিভিন্ন অনলাইন ই কমার্স পেমেন্ট করতে পারি এছাড়াও বিল-পে , মানি ট্রান্সফার সহ নানান ধরনের সেবা পেতে পারি। তেমন একটি সেবা হলো বিদ্যুৎ বিল। আপনার নগদ একাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই নগদ এর সাথে সংযুক্ত কয়েকটি বিদ্যুৎ প্রতিষ্ঠান বিদ্যুৎ বিল দিতে পারবেনঘরে বসেই। অনেক ক্ষেত্রে নগদে বিদ্যুৎ বিল দেওয়ার কারণে চার্জ কাটে না আবার অনেক সময় চার্জ কাটে সেটা নির্ভর করবে আপনি কয়টা বিদ্যুৎ বিল প্রদান করেছেন নগদ এর উপর।

নগদে বিদ্যুৎ বিল দেওয়ার সবচাইতে বড় অসুবিধা হলো এটি দিয়ে আপনি পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন না । কারণ পল্লী বিদ্যুৎ সমিতি কোন প্রতিষ্ঠান নগদ মোবাইল ব্যাংকিং এর সাথে এখন পর্যন্ত কলাবরেশন করেনি যার কারণে নগদ সিস্টেমে এখন পর্যন্ত পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার সিস্টেম আসেনি। তাছাড়া আপনি ঢাকা শহরের বিভিন্ন বিদ্যুৎ সাপ্লাই প্রতিষ্ঠান যেমন, DPDC, NESCO , DESCO, West Zone, BREB এই ধরনের প্রতিষ্ঠান বিদ্যুৎ বিল নগদ এর মাধ্যমে প্রদান করতে পারবেন অনায়াসে।

আরোঃ নগদ কল সেন্টার নাম্বার

নগদ অ্যাপ দিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • নগদ অ্যাপে লগইন করুন
  • পেমেন্ট থেকে পে-বিল অপশনটি সিলেক্ট করুন
  • এরপরে বিদ্যুৎ বিল বাছাই করতে হবে
  • আপনি যে কোম্পানির বিদ্যুৎ বিল দিতে চান সেটি নির্ধারণ করুন।
  • আপনার কাস্টমার / বিলার / মিটার / কঞ্জিউমার নাম্বার টি উল্লেখ করুন এবং কোন মাসের বিল প্রদান করতে চান সেটি নির্ধারণ করে
  • সবার শেষে নগদ একাউন্ট এর পিন নাম্বারটি দিয়ে প্রেস করুন।

 নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

আপনি যখন নগদে বিদ্যুৎ বিল প্রদান করবেন এর আগে শিউর হয়ে নিন আপনার নগদ একাউন্টে বিল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রয়েছে। যদি ব্যালেন্স না থেকে থাকে তাহলে নগদ একাউন্টে ব্যালেন্স লোড করে নিতে হবে। নগদ একাউন্টে ব্যালেন্স না থাকলে বিল পে করা যাবেনা।

নগদ কোড ডায়াল করে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

  • *167# ডায়াল করুন
  • Bill Pay করতে 5 নম্বর অপশন চাপুন
  • এরপরে Electricity বাছাই করুন
  • আপনি যেই কোম্পানির বিদ্যুৎ বিল দিতে চান সেটির নাম্বার চাপুন
  • বিদ্যুৎ বিলে থাকা আপনার কাস্টমার নাম্বার টি প্রদান করুন
  • বিদ্যুৎ বিলের পরিমান সেট করার পরে নগদ একাউন্টের পিন দিয়ে কাজ সমাপ্ত করুন।

 নগদে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

নগদ এর সাথে সংযুক্ত যে কয়েকটি বিদ্যুৎ বিল প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটি নিজস্ব ইউনিক নাম্বার রয়েছে যেটাকে অনেকে কাস্টমার নাম্বার বলে, অনেকে মিটার নাম্বার বলে, আবার অনেকে কনজ্যুমার নাম্বার বলে, আপনার বিদ্যুৎ বিলের প্রতিষ্ঠান যে নাম্বারটি সমর্থন করে আপনি সেই নাম্বারটি আপনার বিদ্যুৎ বিল থেকে সংগ্রহ করে বিল প্রদান করার সময় টাইপ করবেন।

 

নগদ এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার সময় সতর্ক থাকবেন যেন আপনার আইডি নাম্বার টি ভুল না হয়। যদি আপনার বিদ্যুৎ বিল আইডি নাম্বার টি ভুল হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে এতে আপনার কিছুই করার থাকবেনা। তো এই ছিল নগদ এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার উপায় নিয়ে মোটামুটি। আমরা আশা করি আপনি পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য নগদ কখনোই ব্যবহার করবেন না। কেননা আমরা ইতিপূর্বে বলেছি নগদ এর মাধ্যমে গ্রাম এলাকায় বা গঞ্জ এলাকায় পল্লী বিদ্যুৎ এর বিল প্রিপেইড বা পোষ্টপেইড কোনটি সম্ভব না। যদি ভবিষ্যতে নগদ পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠানের সাথে তাদের কলাবরেশন করে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে নগদ এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল দেওয়া সম্ভব হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *