ইউটিউব শর্টস থেকে ইনকাম করার উপায়, ইনকাম করতে পারবেন আপনিও!

ইতিমধ্যে আমরা কমবেশি সকলেই ইউটিউব শর্ট এর সাথে পরিচিত হয়ে গেছি। ইউটিউবে প্রবেশ করলে আমাদের সামনে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও আসে যেগুলোকে ইউটিউব শর্টস বলা হয়। এই লেখাটিতে আলোচনা করব ইউটিউব শর্টস থেকে ইনকাম করার উপায় সম্পর্কে।

এখন থেকে আপনি চাইলেও ইউটিউবে শর্টস আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারেন। তবে এর জন্য আপনাকে জানতে হবে কিভাবে ইউটিউবে শর্টস আপলোড দিয়ে টাকা ইনকাম করা যায়। চলুন আজকের লেখাটির মূল আলোচনা শুরু করি।

ইউটিউব শর্টস থেকে ইনকাম করার উপায়

বর্তমানে আপনি YouTube Shorts আপলোড করে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন। তবে তার আগে আপনাকে ইউটিউব shorts সম্পর্কে বিস্তারিত জানতে হবে। YouTube Shorts হল ইউটিউবে আপলোড হওয়া শর্ট ভিডিও, যার দৈর্ঘ্য ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে।

সাধারণত ইউটিউব শর্টগুলো টিকটক ভিডিওর মত হয়ে থাকে। এগুলো আপনারা ইউটিউবে apps এর Shorts  অপশনে গেলে দেখতে পাবেন। তাছাড়াও ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচারে ইউটিউব শর্ট ভিডিও দেখানো হয়।

যেকোনো কিউটর চাইলে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিতে পারবে, তবে অবশ্যই ভিডিওগুলো ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের রুলস মান্য করতে হবে। চলুন জেনে নেই ইউটিউব শর্টস থেকে টাকা ইনকাম করার উপায় গুলো।

১.স্পন্সরশিপ বা প্রমোশন

বর্তমানে ইউটিউবারদের মূল ইনকাম সোর্স স্পন্সারশিপ বা প্রমোশনস। আপনি যদি ইউটিউবের শর্টস কনটেন্ট ক্রিকেটার হয়ে থাকেন তাহলেও আপনি বিভিন্ন ধরনের স্পনসারশিপ বা প্রমোশন অফার পাবেন। যেগুলোর মাধ্যমে ব্রান্ডের সাথে ডিল করে নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা উপার্জন করতে পারবেন।

তবে ইউটিউব শর্টস ভিডিও আপলোড দিয়ে বেশি ভিজিটর আনতে পারলেই শুধুমাত্র স্পন্সারশিপ বা প্রমোশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। স্পন্সারশিপ বা প্রমোশনস এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্যই ইউটিউব এর কোন ধরনের শর্ত পূরণ করতে হবে না।

২.ইউটিউব পার্টনার প্রোগ্রাম

ক্রিয়েটর দের জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম সুবিধা চালু আছে। যেখানে আপনি ইউটিউবে শর্ত একমত পোষণ করে, আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত করে, ইউটিউবে এর সাথে এড রেভিনিউ শেয়ার করতে পারেন।

তথা ইউটিউব আপনার ভিডিওতে বিভিন্ন ব্রান্ড বা কোম্পানির এড দেখাবে, এবং সেই অনুযায়ী আপনাকে রেভিনিউ প্রদান করবে। সাধারণত ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউটিউব মনিটাইজ নামে পরিচিত। শর্ট ভিডিওর ক্ষেত্রে ইউটিউবে শর্ত হলো ১০০০ সাবস্ক্রাইবার এবং শেষ ৯০ দিনে সর্বনিম্ন ১০ মিলিয়ন Shorts View থাকতে হবে।

সাধারণত আপনার ইউটিউব ভিজিটর ও ভিডিওতে লাইক কমেন্ট এর উপর নির্ভর করে এড দেখানো হবে, এবং ওই অনুযায়ী আপনার youtube এডসেন্সে রেভিনিউ শেয়ার করা হবে। তবে চ্যানেল মনিটাইজ করার জন্য অবশ্যই ইউটিউবে শর্ত পূরণ করতে হবে।

৩.এফিলিয়েট মার্কেটিং করা

আপনার ইউটিউব চ্যানেলে যদি বেশি সাবস্ক্রাইবার থাকে তথা আপনার ইউটিউব চ্যানেলে যদি একটিভ সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি খুব সহজেই এই সাবস্ক্রাইবার বেস ব্যবহার করে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।

সাধারণত এফিলিয়েট মার্কেটিং বলতে বুঝায়, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তাদের এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে, উক্ত কোম্পানির হয়ে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। এর ফলে কোম্পানি আপনাকে লাভের একটা অংশ শেয়ার করবে।

এভাবে করে আপনার ইউটিউব চ্যানেলের অডিয়েন্স বা ভিজিটরদের কাছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে বিনা ইনভেস্টে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে ইউটিউব শর্টস কনটেন্ট ক্রিয়েটরদের কাছে এফিলিয়েট মার্কেটিং অনেক জনপ্রিয়।

৪.সুপার চ্যাট এবং চ্যানেল মেম্বারশিপ

সাধারণত ইউটিউবে লাইভ স্ট্রিম করার সময়, ইউটিউব ব্যবহারকারীরা তাদের কমেন্ট হাইলাইট তথা উপরে দেখানোর জন্য অর্ধ প্রদান করে সুপার চ্যাট বা কমেন্ট হাইলাইট করতে পারবে। এবং প্রদান কৃত অর্থের একটি অংশ আপনার একাউন্টে যুক্ত হবে।

আপনি যদি নিয়মিত ইউটিউব চ্যানেলে লাইভ করেন তাহলে প্রতি মাসে সুপার চ্যাটের মাধ্যমে হ্যান্ডসাম অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন। এবং চ্যানেল মেম্বারশিপ হলো – সাবস্ক্রাইবাররা প্রতিমাসে নির্দিষ্ট অ্যামাউন্ট এর টাকা প্রদান করে আপনার এক্সক্লুসিভ কন্টেন্টগুলো উপভোগ করতে পারবে।

চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে চ্যানেল মেম্বারশীপ সেবাটি চালু থাকতে হবে।

৫.নিজের পণ্য বিক্রয়

আপনার যদি সার্ভিস রিলেটেড কিংবা প্রোডাক্ট রিলেটেড কোন অনলাইন ব্যবসা থাকে তাহলে আপনি খুব সহজেই ইউটিউব শর্টস ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করে তা ইউটিউব অডিয়েন্সদের কাছে বিক্রয় করতে পারবেন।

ফ্রি প্রমোশন করার মাধ্যম হিসেবে Youtube shorts বেশ জনপ্রিয়। কেননা এখানে একটি ভিডিও তৈরি করে সম্পূর্ণ ফ্রিতে লক্ষাধিক Youtube ব্যবহারকারীর মাঝে আপনার ব্রান্ড বা পণ্যের প্রচারণা চালাতে পারবেন। যা আপনাকে প্রতি মাসে বাড়তি ইনকামের সুযোগ করে দিবে।

আমাদের শেষকথা

সম্মানিত পাঠক বৃন্দ আজকের লেখাটি এখানেই শেষ করছি। আশা করি ইউটিউব শর্টস থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আমরা এখানে ইউটিউব শর্টস এর মাধ্যমে ইনকামের সেরা ৫ টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *