ফেসবুক চালু করুন ২ মিনিটে । ফেসবুক ব্যবহার করুন

ফেসবুক চালু কিভাবে করবেন 2 মিনিটে জানতে হলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আপনি যদি  ফেসবুকে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই স্টেপগুলো আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী প্রযুক্তির অন্যতম উদ্বোধন হলো ফেসবুক। সারা বিশ্বের মধ্যে কততম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক ব্যবহার করছে বিশ্বব্যাপী বিভিন্ন বয়সী, শ্রেণী্‌ পেশা জাতি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর সংখ্যক মানুষ । আপনি যদি এই কাতারের ভিতর না থেকে থাকেন তাহলে আপনার উচিত ফেসবুক চালু করে ফেসবুক ব্যবহার করা।

ফেসবুকে মানুষ প্রতিদিনকার সংবাদ, বিনোদন,  খেলাধুলা,  বিভিন্ন আপডেট শেয়ার করে এবং তারা সেগুলো অন্যদের কাছ থেকে পেয়ে থাকে।  তাছাড়া খুব সহজেই একজনের সাথে আরেকজনের যোগাযোগ সহজলভ্য করতে ফেসবুক বহুল জনপ্রিয় একটি মাধ্যম হয়ে উঠেছে। আপনি যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যম টির নিয়মিত ব্যবহার করতে চান তাহলে আপনাকে ফেসবুক একাউন্ট চালু করতে হবে।

ফেসবুকে প্রায় ৩ বিলিয়ন এর কাছাকাছি ব্যবহারকারী রয়েছে বিশ্বব্যাপী।  তো আপনিও ফেসবুক চালু করে সংযুক্ত হয়ে যেতে পারেন বিশাল এই কমিউনিটিতে। চলুন কিভাবে ফেসবুক একাউন্ট খুলবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

ফেসবুক চালু করার নিয়ম

ফেসবুক চালু করার জন্য প্রথমত আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন প্রয়োজন,  এরপরে গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ টি ডাউনলোড করে নিবেন।  ফেসবুক অ্যাপ ওপেন করে Create New Facebook Account ক্লিক করতে হবে।

ফেসবুক চালু

এরপরে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম দিতে হবে অর্থাৎ প্রথমে আপনার নামের একটি অংশ পরে আপনার বংশগত নাম উদাহরণস্বরূপ First Name রনি Last Name তালুকদার । এরপরে Next ক্লিক করুন।

ফেসবুক চালু

এরপরে আপনার জন্মদিন বাছাই করুন।  প্রথমে আপনার জন্ম তারিখ, তারপরে আপনার জন্ম মাস, এরপরে আপনার জন্ম সাল দিয়ে দিবেন। এরপরে নেক্সট ক্লিক করুন।  বলে রাখা ভালো ফেসবুক একাউন্ট চালু করার  জন্য সব সময় আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী নাম ও জন্ম তারিখ ব্যবহার করবেন। এক্ষেত্রে পরবর্তীতে যদি কোন সময় আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট লক হয়ে যায় তাহলে সেটি রিকোভার করতে পারবেন  বা ফিরিয়ে আনতে পারবেন।

ফেসবুক চালু

পরবর্তী পেইজে আপনার লিঙ্গ নির্ধারণ করুন অর্থাৎ আপনি যদি পুরুষ  হন তাহলে Male সিলেক্ট করুন আপনি যদি মহিলা হন তাহলে Female সিলেক্ট করুন এবং Next ক্লিক করুন।

ফেসবুক চালু

পরবর্তী ঘরে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলা হবে সেখানে আপনার এমন একটি মোবাইল নম্বর প্রদান করুন যে মোবাইল নাম্বার দিয়ে আপনি কখনো পূর্বে কোন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেননি। আপনি যদি মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে না চান তাহলে খুব সহজেই ইমেইল ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন এজন্য এই পেইজের একদম নিচে Sign Up with Email লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন।

ফেসবুক চালু

এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে থাকা জিমেইল গুলো দেখাবে আপনি চাইলে সেই  জিমেইল দিয়ে ফেসবুক একাউন্ট তৈরি করতে পারেন অথবা আপনি যদি চান অন্য কোন জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাহলে পূর্ব থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সেই জিমেইল এড্রেস টি এখানে প্রদান করবেন এজন্য use a different email address ক্লিক করুন এবং আপনার সেই জিমেইল এড্রেস প্রদান করবেন। এরপরে Next ক্লিক করুন।

ফেসবুক চালু

এখন আপনাকে একটি ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলা হবে । একটি পাসওয়ার্ড তৈরি করুন যেটি ছয় সংখ্যার হতে হবে সর্বনিম্ন।  এমন একটি পাসওয়ার্ড বাছাই করুন যেটি অন্য কেউ অনুমান করতে পারবেনা। পাসওয়ার্ড বিভিন্ন সংখ্যার মিশ্রণে তৈরি করবেন তবে কখনো বাংলা পাসওয়ার্ড দিবেন না সব সময় পাসওয়ার্ড ইংরেজি অক্ষর গুলো তে দিবেন । কঠিন পাসওয়ার্ড এর স্ট্রাকচার হতে পারে প্রথমে ইংরেজি কোন বড় হাতের অক্ষর এর পরে কয়েকটি নাম্বার এবং তারপরে কয়েকটি সিম্বল ব্যবহার করা সবশেষে আরেকটি ইংরেজি ছোট হাতের অক্ষর উদাহরণস্বরূপ D524@t। যদি এই সমস্ত পাসওয়ার্ড খুব কঠিন তাই সমস্ত পাসওয়ার্ড আপনার মনে নাও থাকতে পারে তাই পাসওয়ার্ড সংরক্ষণ করার জন্য কোন একটি ডায়েরি খাতায় নোট করে রাখতে পারেন।  পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী পেজে যাওয়ার জন্য Next এ ক্লিক করুন

ফেসবুক চালু

সবশেষে ফেসবুক চালু করার জন্য Finish Signing Up পেজ পাবেন সেখান থেকে Sign Up ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে যাবে। এরপর আপনার ফেসবুক অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং আপনি নিয়মিত ফেসবুক ব্যবহার করতে পারবেন

কম্পিউটারে ফেসবুক চালু করার নিয়ম

কম্পিউটার ব্যবহার করে ফেসবুক চালু করার জন্য সর্ব প্রথম আপনাকে যেকোন ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং সার্চবারে টাইপ করতে হবে www.facebook.com । তারপরে Create a new Account ক্লিক করতে হবে।

ফেসবুক একাউন্ট খোলার নিয়ম

এরপর নিচের মত একটি ছবি দেখতে পাবেন এইখানে আগের নিয়ম অনুযায়ী আপনার প্রথম নাম এবং আপনার বংশগত নাম এর পরে আপনার জিমেইল বা ফোন নাম্বার তারপরে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তথা রিতি আপুনার জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ নির্ধারণ করুন । সব শেষে Sign Up ক্লিক করুন । 

আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের কিছু নিয়ম আপনাকে জেনে নিতে হবে চলুন জেনে নেয়া যাক

ফেসবুক ব্যবহার করার নিয়ম

সফলভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি একজন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী হয়ে উঠতে পারবেন কয়েকটি নিয়মে।  আপনি যদি ফেসবুক ব্যবহার করতে চান তাহলে ফেসবুক কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আপনাকে কয়েকটি কাজ করতে হবে তা নিম্নে আলোচনা করা হল

Profile update

প্রথমত আপনাকে আপনার প্রোফাইল ছবি আপলোড করতে হবে এজন্য আপনার প্রোফাইলে গিয়ে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা আপনার ছবিটি আপলোড করে দিবেন

এরপরে আপনার প্রোফাইলের কভার ফটো আপলোড করবেন এজন্য প্রোফাইলের কভার অপশন থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে Upload Photo সিলেক্ট করে কভার ফটো আপলোড দিয়ে দিবেন।

এরপরে এডিট প্রোফাইলে গিয়ে About  সেকশনে যাবেন. এখান থেকে আপনার স্কুল এবং কলেজ এড করে নিবেন আপনার প্রোফাইলে যদি একটি স্কুল এবং কলেজ এবং আপনার প্রোফাইল ছবি এবং কভার ছবি লাগানো থাকে তাহলে আপনাকে একটু প্রফেশনাল দেখতে লাগবে

Privacy protection

প্রায় বিশ্বের ভিতরে সবচাইতে বেশি করে বেশি প্রথমে আছে সেটি হলো আপনার ইমেইল এবং আপনার ফোন নাম্বার লুকানো।  কারণ মানুষ আপনার প্রোফাইলে গিয়ে আপনার ফোন নাম্বারটা নিয়ে অথবা আপনার জিমেইল টা নিয়ে আপনাকে অনেক ফাঁদে ফেলতে পারে। যদিওবা বর্তমান ফেসবুকের নিয়ম অনুযায়ী যারা মোবাইল অথবা জিমেইল দিয়ে ফেসবুক একাউন্ট খুলে তাদের প্রত্যেকের নাম্বার লুকানো থাকে।  আর যদি কোন কারনে আপনার নাম্বার বা জিমেইল লুকানো না থাকে তাহলে ফেসবুকের সেটিং অপশন থেকে Personal Information এ যাবেন তারপর Contact Info থেকে আপনার জিমেইল বা মোবাইল নাম্বার ক্লিক করে only me করে দিবেন।

সিকিউরিটি আপডেট করুন

আপনার ফেসবুক অ্যাকাউন্ট চেক নিরাপত্তার স্বার্থেই আপনাকে দ্বিতীয় স্টেপ ভেরিফিকেশন সিস্টেমটি অন করতে হবে Two Step Verification অন করতে হবে.  এর মাধ্যমে আপনার পাসওয়ার্ড কেউ জেনে গেলেও সে লগইন করতে পারবে না কারণ আপনার ব্যবহার করা দ্বিতীয় স্তরের নিরাপত্তা যে মোবাইল নাম্বার ঘর করা হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড otp পাঠানো হবে সেই পাসওয়ার্ড ছাড়া সে কখনোই লগইন করতে পারবেন না এবং আপনিও লগইন করতে পারবেন না সেই otp পাসওয়ার্ড ছাড়া।

এক সিম দিয়ে কয়টি ফেসবুক চালু করা যায়

এই প্রশ্নের উত্তর খুবই সহজ আপনার যদি একটি সিমকার্ড থাকে তাহলে আপনি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে সমস্যা হলো আপনি যখন একটি সিম দিয়ে প্রথম একটি একাউন্ট করবেন তখন সেই একাউন্ট আপনি লগইন করার সময় ঝামেলা পরতে পারেন।  কারন ওই একই নাম্বার দিয়ে যখন আপনি কিছু অ্যাকাউন্ট খুলবেন তখন প্রথম একাউন্ট এর বদলে আপনার দ্বিতীয় অ্যাকাউন্ট লগইন হয়ে যেতে পারে অথবা আপনি যখন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিসেট করবেন তখন আপনার ব্যবহারকৃত সিম কার্ড নাম্বার প্রদান করা লাগবে তখন আপনি নাম্বার প্রদান করলে আপনার প্রধান একাউন্টের বদলে আপনার অন্য কোন একাউন্ট ফরগেট বা  রিসেট হতে পারে। সবচাইতে ভালো হবে একটি সিম কার্ড দিয়ে একটি ফেসবুক একাউন্ট তৈরী করা এতে করে খুব সহজেই আপনার ফেসবুক একাউন্টটি ম্যানেজ করতে পারবেন এবং কোন ঝামেলা ছাড়াই আপনি ফেসবুকে লগইন এবং লগআউট করতে পারবেন তাদের হাতে কোন ঝামেলা ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন।

ফেসবুক চালু হচ্ছে না কেন

সাময়িকভাবে ফেসবুকের টেকনিক্যাল কত সমস্যার কারণে মাঝে মাঝে ফেসবুক ডাউন থাকে এই । সময়ে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক চালু করতে পারে না।  ফেসবুক প্ল্যাটফর্মের রিলেটেড যে সমস্ত  সোশ্যাল মিডিয়া  রয়েছে যেমন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার সবগুলোই ডাউন থাকে।

আপনি যদি প্রশ্ন করেন আপনার ফেসবুক চালু হচ্ছে না কেন অর্থাৎ আপনি যখন ফেসবুক প্রথম ভাবে একাউন্ট করতে যাবেন তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি চালু না হয় তাহলে ধরে নিতে পারেন আপনি উক্ত জিমেইল ব্যবহার করে পূর্বে কোন অ্যাকাউন্ট তৈরি করেছেন অথবা উক্ত ফোন নাম্বার ব্যবহার করে পূর্বে কোন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন। এ জন্য চেষ্টা করবেন একটি জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট করা অথবা একটি মোবাইল নাম্বার দিয়ে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন এতে করে আপনার খুব সহজে ফেসবুক চালু হয়ে যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *