জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা জানুন

সাধারণত বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এছাড়াও অনেক প্রয়োজনে পাসপোর্ট ব্যবহার করা হয়। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা জানুন এই লেখাটির মাধ্যমে।

১৮ বছর বয়সের নিচে ভোটার আইডি কার্ড প্রদান করা হয় না। এই বয়সে যদি আপনার পাসপোর্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন?

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে কিনা?

হ্যাঁ জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট তৈরি করা যাবে। আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের নিচে হয় তথা আবেদনকারীর NID কার্ড হয়নি সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট তৈরি করতে পারবে। তবে ২০ বছর বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে অবশ্যই ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে।

জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় অনলাইন করা হতে হবে। ২টি ডকুমেন্ট এর উপরে ভিত্তি করে পাসপোর্ট ইস্যু করা হয়ঃ

  • জাতীয় পরিচয় পত্র।
  • জন্ম নিবন্ধন সনদ।

২০ বছর বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করা যাবে না। ২০ বছর বয়স্ক ব্যক্তির জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করতে হবে।

২০ বছরের নিচে বয়স হলেও পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন। তবে ধরেন আপনি যদি ২০ বছরের পূর্বে পাসপোর্ট করেন এবং সেটি যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে এবং আপনার বয়স যদি ২০ বছরের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড করে নিতে হবে। এবং ভোটার আইডি কার্ড দিয়ে এই পাসপোর্ট রিনিউ করার আবেদন করতে হবে হ্যাঁ মিলন হয়ে গেছে কাজ

পাসপোর্ট করার জন্য কি কি প্রয়োজন?

এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে পাসপোর্ট আবেদন করতে কি কি লাগে। সকল বয়সের ব্যক্তির ক্ষেত্রে পাসপোর্ট এর জন্য আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হলঃ

  • জাতীয় পরিচয় পত্র।
  • জন্ম নিবন্ধন কপি অনলাইন ইংরেজি ভার্সন।
  • নাগরিক সনদপত্র।
  • পেশা প্রমানের সনদপত্র (২০ বছরের উপরের আবেদনকারীদের জন্য)
  • অনলাইনে আবেদন করলে ই-পাসপোর্ট আবেদন অনলাইন কপি।
  • পাসপোর্ট এপ্লিকেশন সামারি কপি।
  • পাসপোর্ট ফি প্রদানের স্লিপ।
  • পূর্বে পাসপোর্ট করা থাকলে পাসপোর্ট এর মূল কপি এবং ফটোকপি।
  • অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার নিয়ম

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য অবশ্যই প্রথমে আবেদনকারীর বয়স যাচাই করে নিবেন। যদি তার বয়স ২০ বছরের নিচে হয় তাহলে epassport এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রদান করে Submit বাটনে ক্লিক করুন।

  1. জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার জন্য প্রথমে epassport.gov.bd এই লিংকে ক্লিক করে আপনার জেলা এবং পুলিশ থানা সিলেক্ট করুন।
  2. এরপরে আপনার একটি সচল ইমেইল এড্রেস প্রদান করে I am not a robot টিক মার্ক দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
  3. পরবর্তীতে epassport ওয়েবসাইট থেকে আপনার প্রদানকৃত ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হবে উক্ত লিংকে ক্লিক করে আপনার ইমেইলের মালিকানা ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  4. এরপরে পুনরায় আপনার ইমেইল এড্রেস দিয়ে epassport ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগইন করুন।
    নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে “Apply for New Passport” বাটনে ক্লিক করুন
  5. Passport Type থেকে Ordinary Passport সিলেক্ট করে Save and Continue বাটনে ক্লিক করুন।
    এরপরে আপনার তথা আবেদনকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্যগুলো প্রদান করুন।
  6. ID Documents থেকে আপনার পূর্বে কোন পাসপোর্ট আছে কিনা এবং অন্য কোন দেশের পাসপোর্ট আছে কিনা এগুলো সিলেক্ট করুন।
  7. এরপরে জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা জন্ম নিবন্ধন সনদ নাম্বার প্রদান করুন। যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে জানানো হয়েছে সেহেতু ২য় ফাঁকা বক্সে আপনার জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন।
  8. যারা নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করতে চাচ্ছেন তারা No, I don’t have any previous passport অপশনটি সিলেক্ট করে Save and Continue বাটনে ক্লিক করুন।
  9. এরপরে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা বসিয়ে দিন।
    যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় সেক্ষেত্রে Present address is the same as Permanent অপশনে টিক মার্ক করে দিন।
  10. এরপরে আপনার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয় পত্র অনুসারে আপনার পিতা-মাতার নাম উল্লেখ করুন।
    Emergency Contact এর জন্য আপনার নিকটস্থ কোনো ব্যক্তির তথা আপনার পিতা মাতা অথবা ভাই বোন, স্ত্রী/ স্বামী এর মোবাইল নাম্বার, নাম এবং ঠিকানা প্রদান করুন।
  11. পরবর্তীতে Passport Option থেকে আপনার পাসপোর্ট এর মেয়াদ এবং পাতা ইত্যাদি সিলেক্ট করুন।
  12. Delivery Option থেকে পাসপোর্ট ডেলিভারি ধরন- সাধারণ অথবা জরুরি সিলেক্ট করুন।
  13. পরবর্তীতে আপনার প্রদানকৃত সকল তথ্যগুলো যাচাই করে সঠিক হলে Submit বাটনে ক্লিক করে ফর্মটি জমা করুন।
  14. যথাযথভাবে আবেদন পত্রটি সাবমিট হলে Application Summery এবং Online Registration Form দুটি পিডিএফ পাবে এগুলোকে ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন।
  15. পাসপোর্ট ফি পরিশোধ করার জন্য Application Summery নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন। A Challan এর মাধ্যমে পাসপোর্ট ফি পরিশোধ করতে হবে। এছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,  নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন।

জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া (ভিডিও)

উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন নিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।

ই পাসপোর্ট এর আবেদন ফরম

ই পাসপোর্ট এর আবেদন ফরম ডাউনলোড করার জন্য বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন বাংলাদেশ দূতাবাস  এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা এই লিংকে ক্লিক করে bucharest.mofa.gov.bd ই-পাসপোর্ট আবেদন ফরম ডাউনলোড করে নিন।

ই পাসপোর্ট অনলাইন আবেদনের পদ্ধতি সম্পর্কে ইতিমধ্যে উপরে আলোচনা করা হয়েছে। যদি অনলাইনের মাধ্যমে আবেদন করার পদ্ধতি সম্পর্কে না বুঝে তাহলে অফলাইনে উক্ত ফরমটি ডাউনলোড করে ই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *