নতুন ব্লগসাইট তৈরির পর যা যা করনীয় | Blogging Tricks Bangla- ব্লগিং টিপস
নতুন ব্লগিং শুরু করার জন্য অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট/ ব্লগসাইট তৈরি করতে হবে। এজন্যদ আপনাকে গুগলের ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর সাহায্য নিতে হবে। চাইলে ফ্রিতে একটও ব্লগসাইট তৈরি করে ফেলতে পারেন।তবে সবচেয়ে বেশি সুবিধা পেতে হলে টাকা খরছ করে ব্লগসাইট তৈরি করুন। ব্লগসাইট তৈরি করার পর যা যা করনিয় প্রথমাবস্থায় সেই টিপগুলো দেওয়ার চেষটা করবো আজকে।
আপনি যদি ইচ্ছে করেই এই পোস্টটি ওপেন করে থাকেন তারমানে আপনি খুজছেন ব্লগিং শুরু করার টিপসগুলো। যদি একটা নতুন ব্লগ সাইট থাকে, তাতে যদি একটা ভালো ডোমেইন নাম থাকে তাহলে কিভাবে শুরু থেকে আপনি ব্লগিং করলে আপনার লক্ষ্য সহযেই অর্জিত হবে সেই ব্যাসিক কয়েকটি কাজ নিয়ে আজকে আলোচনা করবো। ব্লগিং করার উপায় নিয়ে ৭ টি টিপস বাংলায়- Blogging Tricks Bangla।
এই পোস্টের সার সংক্ষেপ
সুন্দর ওয়েবডিজাইন টেম্পলেট ব্যাবহারঃ
- দ্রুত লোডিং কিনা।
- মাল্টি কলাম সম্বলিত কিনা।
- এডেসন্স ফ্রেন্ডলি কিনা।
- SEO ফ্রেন্ডলি কিনা৷
- কাস্টম কপিরাইট সেকশন আছে কিনা।
- ক্যানোনিসিয়াল Cannocial ট্যাগ রয়েছে কিনা৷
- Breadcrumb রয়েছে কিনা৷
- ইমেল সাবেস্ক্রিপশন প্লাগইন আছে কিনা৷ [ E;x WordPress ]
ব্লগিং করার বিষয় নির্বাচনঃ
হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি
- আপনার আর্টিকেল সম্পূর্ন ইউনিক হতে হবে।
- আপনি যে বিষয়বস্তু বা ধারনা গুলো নিয়ে আর্টিকেল লিখেছেন আদৌ সেগুলো মানুষের কাজে আসে কিনা সেটা যাচাই করে দেখতে হবে।
- আপনার আর্টিকেল সম্পর্কে মানুষ প্রশ্ন করতে পারবে এবং সহজ ধারনা নিতে পারবে এমন ভাবে তৈরি করতে হবে।
- ব্যাবহার কারিদের সহজলভ্য পাঠ করাতে আপনার আর্টিকেলের মধ্যে আপনার অন্যান্য গুরত্বপূর্ণ ব্লগ লিংকআপ করতে হবে।
- ব্লগ পোস্টে সবসময় আপনার নিজস্ব তৈরি ইমেজ ব্যাবহার করবেন৷
- ইমেজে Alt tag দিতে হবে এটা এস ইওর ক্ষেত্রে গুরত্বপূর্ন।
- গুগল কন্টেন্ট পলিসি ভঙ্গ করে এমন কন্টেন্ট তৈরি করবেন না৷
নিয়মিত আর্টিকেল লিখুন
পরিপূর্ণতার সাথে পোস্ট লিখুনঃ
পোস্ট ফরম্যাট ব্যাবহারঃ
আপনার পোস্ট একটি নির্দিষ্ট সুন্দর ফরম্যাট এ রাখার চেষ্টা করবেন৷ ৭৪% মানুষ অগোছালো পোস্ট পরতে অসম্মতি দেয়, কারন সব কিছুর একটা সৌন্দর্য আছে৷ আপনার কোন বাক্যটি কোনটির সাথে সংযুক্ত তা বুঝাতে Heading / sub-heading ট্যাগ ইত্যাদি ব্যাবহার করুন, এবং সাথে প্রত্যেক সাব হেডিং এর বিপরিতে Paragraph বা টেক্ট লিখুন। যেমনটি আপনি আমার পোস্ট এ দেখতে পাচ্ছেন৷ নাম্বার দিয়ে হেডিং ঠিক রাখুন৷ মুল বিষয়গুলেকে ভাগ করুন, প্রত্যেকটাকে হেডিং করে তার নিচে মুল উপাদান গুলো লেখার চেষ্টা করুন৷ তবে একটা পোস্ট <h1> tag একটার বেশি ব্যাবহার করবেন না। যেমন