অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায়

1

বর্তমান সময়ে অনেকেই অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় এর ব্যাপারে জানতে চাচ্ছেন। কারণ বর্তমানে অনলাইন ইনকাম করাটা অনেকের কাছেই কঠিন মনে হয়। কিন্তু সত্য কথা হল এই যে অনলাইনে ইনকাম করা মোটেই সহজ বিষয় নয় যদি আপনি কোন কাজের উপর পারদর্শী না হয়ে থাকেন এবং অনলাইন সম্পর্কে আপনার কোন আইডিয়াই না থাকে।

তবে আপনি যদি কিছু নিয়ম মেনে আপনার মেধা কাজে লাগিয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যান অনলাইনের উপরে তাহলে আপনি হয়তো অনলাইন থেকে অল্প হলেও কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি অনলাইন সম্পর্কে ঠিকঠাক বুঝেন এই যেমন অনলাইন টাকা ইনকাম করার বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে, তাহলে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং দেখা যাবে মাস শেষে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন।

অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায়

আপনি যদি এই আর্টিকেলটি সম্পন্ন জুড়ে পড়েন তাহলে হয়তো অনলাইনে ইনকাম করার কতটা সহজ এবং কতটা নির্ভরযোগ্য , এই সম্পর্কে একটু হলেও ধারনা পাবেন।

অনলাইনে ইনকামের ধারনা

ইন্টারনেটের এই যুগে বর্তমানে সারা বিশ্বের অধিকাংশ মানুষ অন্যের উপর নির্ভর করে থাকছে। আর মানুষেরই অনলাইন মুখী হওয়ার কারণেই অধিকাংশ মানুষ অনলাইন থেকে ইনকাম করার দ্বারে পৌঁছেছে। সকাল থেকে শুরু করে রাত অব্দি মানুষ যে কোনভাবেই অনলাইনের উপরে ব্যস্ত থাকছে। প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা ইভেন্ট বর্তমানে সবাই অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে। আর তাই এই অনলাইনমুখী মন মানসিকতার জন্য অনেকের কাছেই অনলাইন ইনকাম করাটা সহজ হয়ে গিয়েছে।

ঠিক ১০-১৫ বছর আগে অনলাইনে ইনকাম করার বিষয়টি সম্পর্কে অধিকাংশ মানুষ জানতো না । কারণ তখন দেশে ইন্টারনেট ব্যবস্থা ছিল না এবং অনলাইন কি বা ইন্টারনেট কি এ সম্পর্কে সাধারণ মানুষের কোন জ্ঞান ছিল না। যুগের পরিবর্তনে দেশ ডিজিটাল হচ্ছে আর তাই অনলাইন সম্পর্কে মানুষের ধারণা বাড়ছে এবং মানুষ অনলাইন মুখী হচ্ছে। এই কারণেই অনলাইনে ইনকাম করাটা বর্তমানের অনেকের কাছেই সহজ হয়ে গিয়েছে।

কেউ অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের চাকরি করছে, অফিস টাইম পার করছে অনলাইনের মাধ্যমে, আবার অনেকেই মুক্তভাবে অন্যের কাজ করে দিচ্ছে , আবার অনেকেই বিভিন্ন ধরনের সেবা প্রদান করার মাধ্যমে অনলাইন থেকে ভালো একটা পরিমাণ এর অর্থ উপার্জন করছে। সারা বিশ্বের ন্যায় বর্তমান বাংলাদেশ লাখ লাখ মানুষ এখন অনলাইনে ইনকাম করছে।

আপনি যদি নির্দিষ্ট একটু সময় নিয়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে খুঁজে দেখেন এবং বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে রিসার্চ করে দেখেন তাহলে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় টা আপনার কাছে ধরা দিবে। তবে অনলাইন ইনকাম করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে।

অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায়

আপনি যদি প্রশ্ন করেন অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় কি? এর সঠিক জবাব হলো ফ্রিল্যান্সিং। কারণ বর্তমানে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে ঘরে বসেই অনলাইন থেকে লাখ লাখ মানুষ আনলিমিটেড টাকা ইনকাম করছে।

এছাড়াও ফ্রিল্যান্সিং করার ব্যতীত মানুষ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে অনলাইন থেকে লাখ লাখ টাকা উপার্জন করতে পারছে। তো অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে সেই উপায় গুলো খুজে বের করতে হবে। যে সব উপায়ে আপনি খুঁজে খুঁজে দেখবেন সেইসব উপায় এর উপরে আপনাকে বড়োসড়ো রিসার্চ করতে হবে এবং আপনাকে সেইসব উপায় এর উপরে দক্ষ হয়ে উঠতে হবে।

আপনি হয়তো দেখে থাকবেন অনলাইন থেকে মানুষ এই কাজ করছে সেই কাজ করছে। তো আপনাকেও নির্দিষ্ট পরিমাণ একটি কাজ করতে হবে। আর এই কাজ করার পূর্বে অবশ্যই আপনাকে কাজগুলো শিখে নিতে হবে ।

বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বৈধ উপায়ে মানুষ অনলাইন থেকে যেসব কাজ করে মোটা অংকের টাকা আয় করতে পারতেছে তার কয়েকটি লিস্ট নিচে দেওয়া হল।

ফ্রিল্যান্সিং

সহয কথায় ফ্রিলান্সিং হলো অনলাইনের মাধ্যমে যেকোনো কাজের উপর দক্ষ হয়ে মার্কেটপ্লেসে বিভিন্ন প্লাটফরমে কাজ করে দেওয়া এবং বিনিময়ে পারিশ্রমিক নেয়া। এটি মূলত সাধারণ চাকরির মতোই যদি আপনি অনলাইনে করতে পারবেন। তবে ফ্রিল্যান্সিং এর অর্থ হল মুক্ত পেশা তাই বলা চলে এটির কোন নির্দিষ্ট বা নির্ধারিত সময়সীমা নেই। আপনি যদি কাজের উপর দক্ষ হয়ে থাকেন এবং আপনার হাতে যদি কাজ থাকে আপনি যখন মন চায় তখনই আপনি কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা অনেকেই আগে থেকে জানি। আপনি হয়তো অনেককেই আপনার আশেপাশে দেখেছেন যারা ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা উপার্জন করেছে। তবে তারা ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরে কাজ করছে এবং কোন স্কিল নিয়ে তারা টাকা উপার্জন করছেন এটা আমরা অনেকেই জানিনা। বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফ্রিল্যান্সিংয়ের অনেক সম্ভাবনাময় সেক্টর রয়েছে যেসব কাজের দক্ষতা আপনি অর্জন করতে পারলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অনেক কাজ পাবেন এবং অনেক কাজ করার মাধ্যমে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন।

বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনাময় সেক্টর

  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • গ্রাফিক্স ডিজাইন ( লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, টি-শার্ট ডিজাইন, ভেক্টর আর্ট , UX/UI ডিজাইন ইত্যাদি )
  • সফটওয়্যার ডেভেলপমেন্ট
  • ই-কমার্স
  • ডিজিটাল মার্কেটিং ( ফেসবুক মার্কেটিং, গুগোল এডস মার্কেটিং, কনটেন্ট রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইত্যাদি)
  • ভিডিও এডিটিং
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • ওয়েব অ্যাপ কাস্টমাইজেশন ( ওয়াডপ্রেস, শপি ফাই, উইক্স ইত্যাদি)

এছাড়াও ১২০০+ প্লাস ফ্রীলান্সিং কাজের সেক্টর রয়েছে যেগুলো বর্তমানে মার্কেটপ্লেসে চলমান,এই সব স্কিল অর্জন করে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন মার্কেটপ্লেসে যেমন freelancer.com / fiverr / upwork ইত্যাদিতে কাজ করতে পারবেন।

তবে ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আপনাকে একটি পরিপূর্ণ গাইডলাইন ফলো করতে হবে। এবং যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ফ্রিল্যান্সিং সম্পর্কে পরিপূর্ণ গাইডলাইন পাওয়ার জন্য বাংলাদেশের স্বনামধন্য অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান রবি টেন মিনিট স্কুলের একটি অনলাইন কোর্স রয়েছে

ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং শেখার কোর্স ক্রয় করতে এখানে ক্লিক করুন

ব্লগিং

একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে যেকোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য লেখালেখি করাকে ব্লগিং বলা হয়। মূলত ব্লগ (Blog) একটি ইংরেজী শব্দ। যার আভিধানিক অর্থ হলো ভার্চুয়াল ডায়েরী অথবা ইন্টারনেটে ব্যক্তিগত দিনলিপি।

আপনি যেমন ঠিক আমার এই আর্টিকেলটি পড়ছেন আমার ওয়েবসাইট থেকে , কারন আমি আমার ওয়েবসাইটে এই আর্টিকেলটি প্রকাশ করেছি তাই আপনি পড়তে পারছেন। ঠিক তেমনি হলো ব্লগিং।

তো এই ব্লগিং করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটি বিভিন্ন মাধ্যমে মনিটাইজেশন করে বিজ্ঞাপনের দ্বারা বেশ ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। ব্লগিং করতে হলে অবশ্যই আপনাকে একটি ওয়েবসাইট থাকতে হবে।

ব্লগিং শুরু করতে হলে অবশ্যই আপনাকে যেসব বিষয় জানতে হবে

  • কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়
  • কিভাবে আর্টিকেল লিখতে হয়
  • কিভাবে সার্চ ইন্জিনে সাবমিট করতে হয়
  • এস ই ও
  • কিভাবে ভিজিটর বাড়াতে হয়
  • ব্লগ সাইটে কিভাবে ইনকাম আসে
  • কিভাবে ব্লগ সাইট মনিটাইজেশন করা যায়

ইউটিউবিং

ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে সেখানে একটি ক্যাটাগরির ভিত্তিতে প্রতিনিয়ত হাই কোয়ালিটি তথ্য বা ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করার মাধ্যমে সেই ভিডিওগুলো কে মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে বিজ্ঞাপনের দ্বারা মোটা অংকের টাকা আয় করতে পারবেন।

বাংলাদেশের অধিকাংশ বড়-বড় ইউটিউব এর মাসিক আয় 20 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। ইউটিউব শুরু করতে হলে অবশ্যই আপনাকে পরিপূর্ণভাবে ইউটিউব গাইড ফলো করতে হবে। এবং ইউটিউবিং করার সমস্ত সরঞ্জাম আপনার দরকার পড়বে। সেটা হতে পারে ক্যামেরা কিংবা মোবাইল, মাইক্রোফোন, ভিডিও এডিটিং সফটওয়্যার , ভিডিও এডিট করার দক্ষতা, ক্যামেরার সামনে কথা বলার দক্ষতা, আপনি কোন বিষয়ে ইউটিউবে ভিডিও বানাবেন সবার আগে সেটি ভাবতে হবে।

ফেসবুক মার্কেটিং

ফেসবুকে বিভিন্ন পেইজ বা পোস্ট বা প্রোডাক্ট প্রমোট করে অথবা বুষ্টিং করার মাধ্যমে কোন নির্দিষ্ট পণ্যের নির্ধারিত বিক্রির পরিমাণ বৃদ্ধি করাকে ফেসবুক মার্কেটিং বলে। আপনি এটি নিজের কোম্পানীর জন্য করতে পারেন অথবা অন্যকোন ক্লায়েন্টের জন্য করে দিতে পারেন।

ফেসবুক মার্কেটিং করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক মার্কেটিং টা প্রপার ভাবে শিখতে হবে এই যেমন কিভাবে প্রমোট করতে হয় , কিভাবে টার্গেট করতে হয়, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয়, কিভাবে বুস্ট করতে হয়, কিভাবে অ্যাড একাউন্ট তৈরি করতে হয় বা অ্যাড চালু করতে হয়। ফেসবুক মার্কেটিং শেখার জন্য বাংলাদেশের স্বনামধন্য অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান রবি টেন মিনিট স্কুলের একটি কোর্স রয়েছে

ফেসবুক মার্কেটিং

ফেসবুক মার্কেটিং রবি টেন মিনিট স্কুলের কোর্সটি ক্রয় করলে আপনি হয়তো ফেসবুক মার্কেটিং এর প্রভাবে শিখতে পারবেন। কোর্স ক্রয় লিংক

ফটোগ্রাফি / ভিডিওগ্রাফি

আপনার যদি খুব ভাল একটা ক্যামেরা থাকে অথবা ভালো একটা ক্যামেরা ফোন থাকে তাহলে আপনার তোলা বিভিন্ন ছবিগুলো আপনি অনলাইনের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেগুলোতে বিক্রি করতে পারবেন এবং সেখান থেকে যারা আপনার ছবিগুলো ক্রয় করবে তারা আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে।

অনলাইন সার্ভে

Survey যার বাংলা শব্দ হলো জরিপ। অনলাইন সার্ভে বলতে , “ইন্টারনেটের মাধ্যমে বিভন্ন বিষয় নিয়ে লোকেদের প্রশ্ন করা”. এবং, এই প্রশ্ন গুলির উত্তর কিছু নির্ধারিত শ্রোতাদের থেকে ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করাকে বুঝায় ।

ভাবছেন হয়তো অনলাইন সার্ভে করে কিভাবে টাকা আয় করা যায়? জি হ্যাঁ ভাই বাংলাদেশ অনলাইন সার্ভে করার বৈধ কোন পথ না থাকলেও আপনি ভিপিএন বা প্রক্সি ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে ইন্টারন্যাশনাল বিভিন্ন সার্ভে ওয়েবসাইট গিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর করার মাধ্যমে মোটা অংকের টাকা আয় করতে পারবেন। অনলাইনে সার্ভে করে কিভাবে টাকা আয় করা যায় এই বিষয়ে ইউটিউবে বা গুগলে প্রচুর তথ্য পাবেন।

অনলাইনে ট্রেডিং

অনলাইনের মাধ্যমে কোনো সফটওয়্যার এর সাহায্যে ডিজিটাল মুদ্রায় পণ্য বেঁচা কেনা করার পদ্ধতিকে অনলাইন ট্রেডিং (FX) বলা হয়। অনলাইন ট্রেডিং সারাবিশ্বেই অত্যন্ত জনপ্রিয় এবং সম্ভাবনাময় একটি প্ল্যাটফর্ম। বর্তমানে অনলাইন ট্রেডিং এ সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ফরেক্স ।

এখানে মূলত বিভিন্ন দেশের বিভিন্ন মুদ্রাগুলো এক্সচেঞ্জ করা হয় বা ক্রয় বিক্রয় করা হয় যেটা সম্পুর্ণ ভার্চুয়ালি। সহজ কথা হল অনলাইনে ট্রেডিং হল অনলাইনের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে বিভিন্ন ডিজিটাল মুদ্রা ক্রয় বিক্রয় করা বা এক্সচেঞ্জ করা।

ডিজিটাল কারেন্সি ক্রয়-বিক্রয় করা বা এক্সচেঞ্জের মাধ্যমে নির্ধারিত ভাবে প্রফিট পাওয়া যায় এবং অনেক সময় ক্ষতিও হয়। তবে আপনাকে সঠিকভাবে ট্রেডিং টা শিখতে হবে। আপনি যদি সঠিকভাবে ট্রেডিং টা শিখতে পারেন তাহলে সঠিক জায়গায় আপনার অর্থ বিনিয়োগ করতে পারবেন এবং সেখান থেকে কারেন্সি ট্রেডিং করে মোটা অংকের মুনাফা অর্জন করতে পারবেন।

উপসংহারঃ

অনলাইনে কোন কাজ করাই সহজ নয়। আর যেহেতু কাজ করা সহজ নয় তাই অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ নয়। এই কথাটা শুধু তাদের জন্যই যারা অনলাইন সম্পর্কে তেমন একটা বুঝে না বা অন্য সম্পর্কে যাদের কোনো ধারণা নেই।

আপনি যদি নুন্যতম ধারণা নিয়ে অনলাইনে কাজ করতে থাকেন এবং কাজ করার পূর্বে অবশ্যই যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে অনলাইন থেকে আপনি মোটা অংকের টাকা অবশ্যই উপার্জন করতে পারবেন। এবং অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করার সহজ উপায় আপনার কাছে অবশ্যই ধরা দেবে।

1 Comment
  1. Nice post

Leave A Reply

Your email address will not be published.