বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

0

অনেক সময় আমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার প্রয়োজন হয়। বিশেষ করে ক্লাইন্ট এর সাথে অনলাইন চ্যাটিং অথবা কোন প্রজেক্ট সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন দরকারি কাজে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার প্রয়োজন হয়। আমরা জানবো বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম সম্পর্কে।

বর্তমান সময়ে সকল ক্ষেত্রে ইংরেজির প্রচলন অনেক বেশি। ভাষা হিসেবে সবথেকে বেশি ইংরেজি ব্যবহৃত হয়। আমরা যারা ইংরেজিতে একটু দুর্বল আছি বা ইংরেজি সম্পর্কে তেমন ধারণা নেই তাদের অনেকের অনুবাদ নিয়ে সমস্যা হয়।

বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

কিভাবে ইংরেজিতে চ্যাটিং করব বা প্রতিবেদন লিখব?

সহজ উত্তর – আমরা G-Board এপ ব্যবহার করার মাধ্যমে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে চ্যাটিং করতে পারব বা প্রতিবেদন লিখতে পারবো। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য অনেক অ্যাপস আছে যেগুলো ব্যবহার করতে সাবস্ক্রিপশন ক্রয়ের প্রয়োজন হয়। সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনারা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার প্রয়োজনীয়তা

বিভিন্ন প্রয়োজনে আমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার দরকার হয়। বিদেশি কোন ক্লাইন্ট এর সাথে অনলাইনে চ্যাটিং অথবা অনলাইনে কোন প্রতিবেদন লেখার ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। আমরা যদি ইংরেজি ভাষায় তেমন পারদর্শী না থাকি সেক্ষেত্রে ট্রান্সলেট করে উক্ত কাজগুলো সম্পন্ন করতে পারব।

বিভিন্ন পদ্ধতিতে আপনারা বাংলা থেকে ইংরেজি অনুবাদ পড়তে পারবেন। সাধারণত সব থেকে বেশি ব্যবহৃত হয় গুগল ট্রান্সলেট। এছাড়াও প্লে স্টোরে অনেক অ্যাপস আছে যেগুলো ব্যবহার করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা যায়।

বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য প্রথমে Google-এ গিয়ে সার্চ করুন Bangla To English Translation লিখে। সর্বপ্রথম যে ফাঁকা বক্স চলে আসবে উক্ত বক্সে প্রথমে আপনাদের বাংলা শব্দটি লিখে সার্চ করলে ইংরেজি অনুবাদ চলে আসবে।

এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে আপনারা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। বাংলা থেকে ইংরেজি/ ট্রান্সলেট এর পদ্ধতি সম্পর্কে নিজে বিস্তারিত বর্ণনা করা হলো।

বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার কয়েকটি মাধ্যম

আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন এবং আপনার যদি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা  মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে নিতে পারবেন। সাধারণত যে সকল পদ্ধতিতে ট্রান্সলেট করা যায়ঃ

  • Google translate এর মাধ্যমে।
  • ট্রান্সলেট অ্যাপস ডাউনলোড করে।

Google translate এর মাধ্যমে বাংলা থেকে ইংরেজি অনুবাদ

Google translate ব্যবহার করে খুব সহজে আপনারা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। “গুগলের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন” এখানে ক্লিক করে Google translate (বাংলা থেকে ইংরেজি) পেইজে প্রবেশ করতে পারবেন।

বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

অথবা সরাসরি গুগল এ গিয়ে সার্চ করুন Bangla To English Translation অথবা Ban to Eng লিখে। আপনাদের সামনে একটি পেজ চলে আসবে এখানে প্রথমে আপনার বাংলা বাক্যটি বসিয়ে  সার্চ বাটনে ক্লিক করলে ওই বাক্যর ইংরেজি অনুবাদ চলে আসবে। এছাড়াও google translation এর মাধ্যমে অনুবাদ করলে ৯৫% গ্রামার ঠিক থাকে।

বাংলা থেকে ইংরেজি অনুবাদ apps

প্লেস্টোরে Bangla To English ট্রান্সলেটর অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই আপনারা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করে নিতে পারবেন। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে এই সকল সাধারন বিষয়গুলো আর্টিফিশিয়াল ভাবে করে নেওয়া সম্ভব। আপনাদের সুবিধার্থে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার কিছু অ্যাপস উল্লেখ করা হলো যেগুলো প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

Google translate ‍Apps

Google LLC তৈরিকৃত একটি মোবাইল অ্যাপ্লিকেশন হলো Google translate, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা যেকোন ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। যদি আপনারা ব্রাউজারের মাধ্যমে গুগল ট্রান্সলেশন করতে ঝামেলা মনে করেন সেক্ষেত্রে Google translate অ্যাপস ডাউনলোড করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন।

Hi Translate – Chat translator

এই অ্যাপসটি Translasion team  দ্বারা পরিচালিত হয়। গুগল প্লেস্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত ১০০ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে। প্লেস্টোরে এর রিভিউ আছে 4.6 স্টার। এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা ভাষায় ট্রান্সলেট করতে পারবেন।

এই অ্যাপসটির সব থেকে সুবিধা জনক একটি দিক হলো অ্যাপসটি আপনার মোবাইলে ইন্সটল করার পরে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ যেকোনো চ্যাট হিস্টরি থেকে সরাসরি ট্রান্সলেট করতে পারবেন। ইংরেজিতে চ্যাটিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অ্যাপসটি। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য Hi Translate – Chat translator অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

English to Bangla translator

English to Bangla translator অ্যাপসটি ব্যবহার করে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। এই অ্যাপসটি গুগল প্লেস্টোরে ২০১৬ সালে রিলিজ হয় এখন পর্যন্ত এর ডাউনলোডের সংখ্যা ১ মিলিয়নের বেশি এবং এর দর্শক রেটিং 4.4 স্টার। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য English to Bangla translator অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

Bengal-English translator

বর্তমানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার ক্ষেত্রে Bengal-English translator অ্যাপসটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে।  ২০১৬ সালে Klays-Development অ্যাকাউন্ট থেকে প্লেস্টোরে প্রথম রিলিজ করা হয়। বর্তমানে প্লেস্টোরে এই অ্যাপসটির রেটিং রয়েছে 4.5 স্টার এবং এটিকে ডাউনলোড করা হয়েছে  ১ মিলিয়নের বেশি বার। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

All Languages Translator

ভাষা ট্রান্সলেট করার ক্ষেত্রে All Languages Translator অ্যাপসটি অনেক জনপ্রিয়। এই অ্যাপসটি ব্যবহার করে যেকোনো ভাষা ট্রান্সলেট/ অনুবাদ করতে পারবেন। ২০১৯ সালে সর্বপ্রথম Mobile Translator Apps এই অ্যাকাউন্ট থেকে All Languages Translator অ্যাপসটি রিলিজ করা হয়।

বর্তমানে প্লে স্টোরে এই অ্যাপসটির ডাউনলোড সংখ্যা আছে ১০ মিলিয়নের বেশি এবং এর দর্শক রিভিউ/রেটিং 4.5 স্টার। এই অ্যাপসটির সব থেকে সুবিধার দিক হল All Languages Translator ব্যবহার করে যেকোন ভাষা অনুবাদ করতে পারবেন।

প্রিয় পাঠকবৃন্দ, বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং উপরে উল্লেখিত অ্যাপস গুলো সম্পন্ন ফ্রিতে google প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

 

Leave A Reply

Your email address will not be published.