টিকটক লাইভ করে টাকা ইনকাম করুন

জনপ্রিয় সর্ট  ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি নতুন একটি আপডেট নিয়ে এসেছে । আমরা যারা টিকটকের ভিডিও ক্রিয়েট করি এবং টিক টক অ্যাপ এর মাধ্যমে লাইভ করি আমরা অবশ্যই জানি টিকটক থেকে অফিশিয়াল ভাবে টাকা ইনকাম করা না গেলেও খুঁটিনাটি ভাবে স্পন্সরনিয়ে ইনকাম করা যায় । সম্প্রতি টিকটক এই ইনকামের উপায় নতুন একটি আপডেট এনেছে সেটি হল লাইভ করে টাকা ইনকাম ।

টিকটক ‘লাইভ সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করছে, যার মাধ্যমে ভিডিও নির্মাতারা বড় অঙ্কের আয়ের সুযোগ পাবেন। ২৬ মে থেকে প্রাথমিকভাবে নতুন এই ফিচার চালু হয়েছে । প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ -একটি ব্লক বার্তায় জানিয়েছেন। টিক টক অ্যাপ এ লাইভ করার মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যাবে আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ।

টিকটক থেকে টাকা ইনকাম

টিকটক সামাজিক বিনোদন প্লাটফর্ম এর সাথে আমরা সবাই পরিচিত । টিকটক হল একটি  শর্ট ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ।  এখানে আপনি সর্বোচ্চ তিন মিনিট ভিডিও আপলোড দিতে পারবে ।  টিক টক এর জনপ্রিয়তা ব্যাপক । করোনাকালীন সময়ে এই শর্ট ভিডিও প্লাটফর্ম টিক টক অ্যাপ টি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে । ওই সময়ে মানুষ ঘরে বসে সময় কাটানোর জন্য বিনোদনের মাধ্যম হিসেবে টিকটক ব্যবহার শুরু করে ।  অনেকে টিকটকে ভিডিও মেক  করে ,  এবং অনেকে টিক টক এ শুধুমাত্র ভিডিও দেখে ।

টিকটক লাইভ এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক কোম্পানি গত 26 মে 2022 সালে বড় একটি আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইভ সাবস্ক্রিপশন সুবিধা অর্থাৎ আপনার পছন্দের তারকা’র লাইভ ভিডিও দেখতে হলে আপনাকে  প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে হবে। যেমনটি ফেসবুক লাইভে মানুষ Star সেন্ড করতে পারে , ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন করে। আর এই প্রিমিও সাবস্ক্রিপশনের একটি অংশ টিকটক কোম্পানি কন্টেন্ট ক্রিয়েটরদের প্রদান করবে। এতে করে টিকটক থেকে ভালো একটা পরিমাণ ইনকামের সুযোগ থাকবে বলে আশা করা যায়।

প্রথমত এই সুবিধাগুলো পাবেন টিকটক থেকে নির্দিষ্ট কিছু 18 বছরের বেশি বয়স্ক কনটেন্ট নির্মাতারা । এবং অতি দ্রুতই টিকটকের সকল কনটেন্ট নির্মাতারা এই ফিচারটি পেয়ে যাবেন । টিক টক এ যারা ভিডিও তৈরি করে এবং যাদের ভাল একটি ফ্যান  বেজ আছে তারা টিকটক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে লাইভ করে তাদের দর্শকদের কাছ থেকে সরাসরি অর্থ বা টাকা সংগ্রহ করতে পারবেন ।  সম্প্রতি টিকটক ইনকামের উপরে এই আপডেট টি  নিয়ে আসছে ।

যখন আপনি টিকটকের রেগুলার একজন কনটেন্ট নির্মাতা তখন আপনি টিক টক এর মাধ্যমে কোন লাইভ ভিডিও করলে আপনার ভিউয়ার্স দ্বারা অর্থ উপার্জন করতে পারবেন। যেহেতু টিকটক লাইভ সাবস্ক্রিপশনের একটি নতুন অপশন চালু করেছে সেহেতু অনেককেই টিক টক লাইভ ভিডিও দেখতে হলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে।  আর আপনি যখন আপনার ভিউয়ারস দের মাধ্যমে বড় একটি কমিউনিটি তৈরি করতে পারবেন তখন আপনাকে টিকটক থেকে বড় একটি রিপোর্ট প্রদান করা হবে  যা উক্ত সাবস্ক্রিপশন একটি অংশ।

তবে এখানে আপনি যত ভাল ভাল কনটেন্ট আপলোড দিবেন  এবং আপনার ভিডিও যত ভাইরাল হবে আপনার বড় বড় কমিউনিটি তৈরি হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে।  আপনার টিকটক লাইভে যদি অসংখ্য দর্শক হয়ে থাকে  তাহলে আপনার আয়ের পরিমান বেশি থাকবে।

আরো জানুনঃ

টিকটক লাইভ সাবস্ক্রিপশন এর মাধ্যমে যে যে সুবিধা পাওয়া যাবে

টিকটক লাইভ সাবস্ক্রিপশন এর মাধ্যমে  সবচাইতে বড় সুবিধা হলো উপার্জন। তবে সাবস্ক্রিপশন কিনতে হলে দর্শকদের গুনতে হবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা। দর্শকরা যদি তাদের প্রিয় তারকাদের লাইভ ভিডিও দেখতে চাই তাহলে  প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করে সেটা দেখতে হবে। টিকটক লাইভ সাবস্ক্রিপশন ক্রয় করলে দর্শকরা যেই সবিধা উপভোগ করবে সেটা হলঃ

Subscriber Badges

যখন কোন দর্শক প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করবে তখন তারা তাদের প্রোফাইলের জন্য একটি সাবস্ক্রাইবার ব্যাজ পাবে। যেটা তাদের নামের পাশে থাকবে।  যখন কোন মানুষ ও সমস্ত দর্শকদের প্রোফাইলে প্রবেশ করবে তখন তারা একটি নতুন বিষয় উপলব্ধি করতে পারবেন সেটি হল সাবস্ক্রাইবার হয়েছে।  এর দ্বারা এটা প্রকাশ পায় যে উক্ত ব্যক্তি টিকটকের একজন প্রিমিয়াম মেম্বার।

Custom Emotes

টিকটকের  প্রিমিয়াম সদস্যরা তাদের নিজের ইচ্ছা মত তৈরী করে যেকোনো স্টিকার , ইমোজি  তৈরি করতে পারবে এবং তাদের পছন্দের তারকা’র লাইভ এ কমেন্ট করতে পারবে।

Subscriber-Only Chat

যখন কেউ  প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করবে তখন সে এমন একটা সুযোগ পাবে যেখানে তাদের পছন্দের কারো কার সাথে পার্সোনালি চ্যাটিং করার সুবিধা পাবে।  অর্থাৎ পছন্দের  কনটেন্ট ক্রিয়েটর দের সাথে তাদের লাইভে প্রাইভেট ভাবে কমেন্ট করা যাবে এবং চ্যাটিং করা যাবে। আর কনটেন্ট ক্রিয়েটর গন খুব সহজেই আপনার প্রাইভেট মেসেজ এবং কমেন্ট গুলো দেখতে বাধ্য হবে। কারন আপনার একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এর মাধ্যমে সে আয়ের সুযোগ পাচ্ছে।

টিকটক থেকে টাকা ইনকাম করার অন্যান্যা উপায়

টিক টক এর মাধ্যমে আপনি খুব সহজেই আয় করতে পারবেন যার বড় একটি উপায় হলো স্পনসর। এছাড়াও পূর্বে টিকটক তাদের ব্যবহারকারীদের কে রেফার করার মাধ্যমে আয় করার সুযোগ প্রদান করেছিল যারা বর্তমানে বন্ধ রয়েছে।

টিকটকের স্পন্সার নিতে হলে আপনাকে অবশ্যই একজন বড় মাপের  কনটেন্ট ক্রিয়েটর হতে হবে।  যখন আপনি টিকটকের একজন রেগুলার  কনটেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন , আপনার ভিডিওগুলো যখন কত সংখ্যক মানুষ দেখবে,  যখন আপনার ফলোয়ারের সংখ্যা অধিক পরিমাণ হবে তখন বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে তাদের কোম্পানির প্রমোশন করতে বলবে এর বাবদ আপনাকে নির্দিষ্ট পরিমাণে তারা টাকা প্রদান করবেন।

 

Leave A Reply

Your email address will not be published.