সৌদি আরবের ভিসার নিয়মে নতুন কি পরিবর্তন হলো দেখুন

0

সম্প্রতি সৌদি আরবের ভিসার নিয়মে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে। যারা সৌদি আরবে অবস্থানরত আছেন কিংবা সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করতেছেন তাদের জন্য এই পরিবর্তন সম্পর্কে জানা জরুরি। সৌদি আরবের ভিসার নিয়মে নতুন কি পরিবর্তন হলো দেখুন।

বাংলাদেশের অনেক মানুষ জীবিকা নির্বাহের জন্য সৌদি আরব ভ্রমণ করে। সৌদি আরবের বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশী নাগরিকদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করে। বাংলাদেশে রেমিটেন্সের অনেক অংশ আসে সৌদি আরব থেকে।

হঠাৎ করে সৌদি আরবের ভিসার নিয়মে নতুন পরিবর্তন আনা হলো। কেন এই পরিবর্তন আনা হলো? এবং কি কি পরিবর্তন আনা হয়েছে? এ সম্পর্কে বিস্তারিত জানুন।

সৌদি আরবের ভিসার নিয়মে নতুন পরিবর্তন

সৌদি আরবের জিসিসির সকল পেশার বাসিন্দাদের বর্তমানে পর্যটক ভিসার জন্য আবেদন করার অনুমতি দেবে। জিসিসির বাসিন্দারা সকল পেশার নির্বিশেষে সৌদি আরবের টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ঘোষণা দেন কিংডমের পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব।

জিসিসি দেশগুলোর সকল বাসিন্দারা যেকোনো পেশায় অবস্থানরত করুক, সকল পেশা নির্বিশেষে পর্যটক ভিসার জন্য আবেদন সম্পন্ন করতে পারবে। একক এন্ট্রি কিংবা একাধিক এন্ট্রি ফর্মে উল্লেখিত আছে এই ভিসা পর্যটন ও ওমরা পালনের জন্য বৈধ হবে।

পূর্বে শুধুমাত্র কিছু পেশার জন্য পর্যটক ভিসা অনুমোদিত ছিল। এই পেশায় নিয়োজিত বাসিন্দারা শুধুমাত্র পর্যটক ভিসা গ্রহণ করতে পারত। সম্প্রতিক এই আপডেটের পর থেকে জিসিসি দেশগুলির সকল বাসিন্দারা পর্যটক ভিসার জন্য আবেদন করতে পারবে।

জিসিসি বাসিন্দাদের জন্য পর্যটক ভিসার খরচ

জিসিসি বাসিন্দাদের জন্য নতুন আপডেটের পর থেকে পর্যটক ভিসার খরচ ৩০০ এসআর তথা (৮০ ডলার) এছাড়াও কিছু শর্ত মেনে এই ভিসা পাওয়ার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশী টাকায় বাসিন্দাদের জন্য পর্যটক ভিসার খরচ ৮,৫০০ টাকা।

পর্যটক ভিসা চালুর সব থেকে উপযুক্ত কারণ হলো, প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে এবং পর্যটন খাতের উন্নয়নের জন্য ২০১৯ সালে টুরিস্ট ভিসা চালু করা হয়। তবে এই সময় শুধুমাত্র জিসিসির কিছু নির্দিষ্ট পেশার বাসিন্দারা এই ভিসার জন্য আবেদন করতে পারত।

সর্বশেষ আপডেট এরপর থেকে জিসিসির সকল পেশার বাসিন্দারা পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবে এবং এই ভিসা ওমরা পালনের জন্য বৈধ হবে।

পর্যটক ভিসা পাওয়ার আবেদনের শর্তগুলো

পর্যটক ভিসা পাওয়ার জন্য নিম্নলিখিত আবেদনের শর্তে প্রদান করতে হবে।

  • জিসিসি রেসিডেন্সি ডকুমেন্টগুলো কমপক্ষে তিন মাসের জন্য বৈধ থাকতে হবে।
  • পাসপোর্ট সর্বনিম্ন ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে।

এই তথ্য আহমেদ আল-খতিব সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানিয়েছেন এবং তিনি আরো জানান বর্তমানে সৌদি আরব ভিসার আবেদন অনেক সহজ, সুবিধাজনক এবং জিসিসি রাজ্যের বাসিন্দাদের জন্য যেকোনো পেশার বাসিন্দারা আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ণ আর্টিকেলঃ সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম।

পর্যটক ভিসা সবার জন্য চালু করার কারণ

প্রথমে ২০১৯ সালে পর্যটন খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলার জন্য টুরিস্ট ভিসা চালু করা হয়। এই আপডেটের পরে জিসিসির সকল বাসিন্দারা খুব সহজেই ওমরা পালনের জন্য ভিসা/ অনুমতি পেতে পারে।

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সৌদি আরবের ভিসার নিয়মে নতুন কি পরিবর্তন হলো এ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এই ছিল জিসিসির দেশগুলো থেকে টুরিস্ট ভিসার সর্বশেষ আপডেট।

সৌদি আরবের সাপ্তাহিক ছুটিতে নতুন আপডেট

সৌদি আরবের সাপ্তাহিক ছুটি আরও একদিন বৃদ্ধি করা হলো। বর্তমানে সৌদি আরবে সাপ্তাহিক ছুটি থাকবে মোট ৩ দিন। বিশ্বের অনেক দেশের বড় বড় কোম্পানিগুলো সাধারণত সপ্তাহে তিন দিন ছুটি এবং চার দিন অফিস সিস্টেম ব্যবহার করে।

সংযুক্ত আরব আমিরিয়াত এবং ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এই নিয়ম মানা হয়। বর্তমানে সংযুক্ত আরব আমিরিয়াত সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে এই নিয়মটি চালু করা হয়েছে।

এবার সৌদি আরবেও সপ্তাহে চার দিন অফিস এবং তিন দিন ছুটি দেয়ার পরিকল্পনা করছে। এটি বাস্তবায়িত হলে সৌদি আরবের সপ্তাহের তিন দিন অফিস বন্ধ থাকবে এবং চারদিন অফিস চালু থাকবে।

Leave A Reply

Your email address will not be published.