পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনার নিয়ম
পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনার নিয়ম এবং কিভাবে উপায় একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করাবেন এই সম্পর্কে বিস্তারিত জানুন।
বর্তমানে ফ্রিল্যান্সারদের কাছে পেওনিয়ার খুব পরিচিত একটা পেমেন্ট গেটওয়ে মাধ্যম। পেওনিয়ার এর টাকা উপায় একাউন্ট এর মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবেন। পূর্বে পেওনিয়ার থেকে টাকা উইথড্র করার জন্য ব্যাংক একাউন্ট ব্যবহার করা হতো।
এই প্রসেস সম্পূর্ণ হতে ২ থেকে ৩ দিনের মতো সময় অপচয় হতো। কিন্তু বর্তমানে আপনারা উপায় অ্যাকাউন্ট এর মাধ্যমে খুব অল্প সময়ে পেউনিয়ার থেকে উপায়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। চলুন পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের সার সংক্ষেপ
পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনার নিয়ম
পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনার জন্য প্রথমে Upay অ্যাপস ডাউনলোড করে Payoneer মেনুতে প্রবেশ করুন, এর পরে আপনাদের Payoneer অ্যাকাউন্ট লিংক করুন অথবা নতুন একাউন্ট খুলে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগইন করে টাকা ট্রান্সফার করুন।
Payoneer থেকে উপায় একাউন্টে টাকা আনার সম্পূর্ণ পদ্ধতি নিচে বিস্তারিত আকারে বর্ণনা করা হলো।
ধাপ-১ঃ Upay অ্যাপস ডাউনলোড
পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে Upay অ্যাপস ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে Upay লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অথবা “Upay” এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এরপরে অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিন।
ধাপ-২ঃ উপায় অ্যাকাউন্ট লগইন ও Payoneer মেনুতে প্রবেশ
অ্যাপস ইনস্টল সম্পূর্ণ হলে আপনার উপায় অ্যাকাউন্ট লগইন করুন। যদি আপনার পূর্বের একাউন্ট থাকে সেক্ষেত্রে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন, এছাড়াও যদি একাউন্ট না থাকে তাহলে সরাসরি উপায় এর মাধ্যমে Payoneer অ্যাকাউন্ট খুলতে পারবেন।
উপায় অ্যাকাউন্ট লগইন করার পরে See More (আরো দেখুন) বাটনে ক্লিক করে Payoneer অপশনের ওপরে ক্লিক করুন।
ধাপ-৩ঃ Payoneer অ্যাকাউন্ট লগইন
আপনার যদি পূর্বে পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে Connect Existing Payoneer Account বাটনে ক্লিক করে প্রিয় নিয়ার একাউন্টের email ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন। তবে উপায় একাউন্টে পেওনিয়ার একাউন্ট এড করার জন্য অবশ্যই মালিকানা এক হতে হবে।
তথা যে ব্যক্তির নামে উপায় একাউন্ট খোলা উক্ত ব্যক্তির নামে Payoneer একাউন্ট খোলা থাকলে অ্যাড করতে পারবেন।
যাদের Payoneer একাউন্ট খোলা নেই তারা Create New Payoneer Account বাটনে ক্লিক করে নতুন Payoneer একাউন্ট খুলতে পারবেন।
ধাপ- ৪.পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম
উপায় অ্যাপস থেকে পেওনিয়ার একাউন্ট খোলার জন্য Create New Payoneer Account বাটনে ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল অথবা কম্পানি সিলেক্ট করে, উপায় একাউন্ট এর তথ্য অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, ইমেইল ও পাসওয়ার্ড এভাবে সকল তথ্য প্রদান করে সঠিকভাবে ফরমটি পূরণ করুন।
উপায় একাউন্ট এর মাধ্যমে Payoneer একাউন্ট খোলার জন্য তেমন ভেরিফিকেশনের প্রয়োজন হয় না, তবে আপনাকে উপায় একাউন্ট এর তথ্য তথা আপনার এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী Payoneer একাউন্টের সকল তথ্য প্রদান করতে হবে।
যথাযথভাবে ফরমটি পূরণ করে সাবমিট করার ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার Payoneer অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। ইউনিয়ন একাউন্টের ইউজার নেইম, পাসওয়ার্ড ও ইমেইল এড্রেস অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে।
ধাপ-৫ঃ উপায় অ্যাপসে Payoneer অ্যাকাউন্ট যোগ করুন
পুনরায় উপায় অ্যাপসে প্রবেশ করে Payoneer অপশন থেকে Connect Existing Payoneer Account বাটনে ক্লিক করুন।
- এরপরে আপনার পেওনিয়ার একাউন্টের ইমেইল অথবা ইউজার-নেইম এবং পাসওয়ার্ড দিয়ে SING IN বাটনে ক্লিক করুন।
- তারপরে যদি কোন ধরনের পারমিশন চায় সেক্ষেত্রে AGREE করে দিবেন। উপায় একাউন্টে Payoneer লগইন করতে পারমিশন দেওয়ার প্রয়োজন হতে পারে।
- অভিনন্দন সফলভাবে আপনার উপায় একাউন্ট এর সাথে Payoneer অ্যাকাউন্ট Connected হয়েছে।
ধাপ-৬ঃ Payoneer থেকে টাকা উইথড্র
Payoneer অ্যাকাউন্ট থেকে টাকা উপায় একাউন্টে আনার জন্য প্রথমে উপায় একাউন্ট এর সাথে Payoneer অ্যাকাউন্ট লিঙ্কিং করতে হবে। এরপরে Payoneer মেনুতে প্রবেশ করলে আপনার পেউনিয়ার একাউন্টটি দেখাবে।
এখান থেকে আপনাদের Payoneer একাউন্টে প্রবেশ করে উইড্রো এমাউন্ট সিলেক্ট করে দিন। তারপরে রেফারেন্স নাম্বার দিয়ে Withdrew Now বাটনে ক্লিক করুন। উপায় একাউন্ট এর সবথেকে ভালো ফিচার হল এখানে আপনারা এক্সচেঞ্জ রেট দেখতে পাবেন।
এরপরে আপনাদের উপায় একাউন্টের পাসওয়ার্ড বসিয়ে দিন, পরবর্তীতে আপনাদের সামনে একটি স্লাইডার আসবে হিউম্যান ভেরিফিকেশন এর জন্য স্লাইডারটি (Slide to Confirm) টেনে দিন
পরবর্তীতে প্রসেসিং এর জন্য Proceed বাটনে ক্লিক করুন। আপনার পেওনিয়ার একাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু থাকলে মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে। পাসওয়ার্ডটি বসিয়ে VERIFY বাটনে ক্লিক করুন।
অভিনন্দন, আপনাদের পেওনিয়ার একাউন্ট থেকে উপায় অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই আপনারা পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনতে পারবেন।
পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনার সুবিধা
পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনা সুবিধা গুলো হল
- অল্প সময়ের মধ্যে টাকা উইথড্র করতে পারবেন।
- ঘরে বসে মাত্র ২ মিনিটে পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনতে পারবেন।
- কোন ঝামেলা ছাড়াই মাত্র ২% ফি প্রদান করে টাকা উইথড্র করতে পারবেন।
- পেওনিয়ার থেকে টাকা উইথড্র করার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই।
- উপায় এর মাধ্যমে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- বিশেষ করে এই সার্ভিসটির কারণে ফ্রিল্যান্সারদের সবথেকে বেশি সুবিধা হয়েছে। ফাইবার, আপ ওয়ার্ক, ফ্রিল্যান্সার
- ডটকম থেকে ইনকাম করা সকল টাকা/ডলার পেওনিয়ার এর মাধ্যমে হাতে পেতে পারেন।
পূর্বে পেওনিয়ার থেকে টাকা উইথড্র করার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন হতো এবং সম্পূর্ণ পদ্ধতিটি প্রসেসিংএ মিনিমাম ২-৩ দিন সময় প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে মাত্র ২ মিনিটে পেওনিয়ার থেকে উপায় একাউন্টে টাকা আনতে পারবেন।