নতুন ভোটারদের জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে এই লেখাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নতুন ভোটার কিংবা পুরাতন ভোটার সবাই এই পদ্ধতি অনুসরণ করে nidw এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।
বর্তমানে nidw থেকে নতুন ভোটারদের SMS এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেওয়া হচ্ছে। নেটওয়ার্ক ত্রুটির কারণে অনেক সময় এসএমএস পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করুন এবং যারা এসএমএস পেয়েছেন তারা নিম্নোক্ত পদ্ধতিতে আপনাদের জাতীয় পরিচয় পত্র টি ডাউনলোড করতে পারবেন।
এবং পুরাতন ভোটার যারা আছেন তারাও চাইলে অনলাইন থেকে আপনাদের ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করে নিতে পারেন।
এই পোস্টের সার সংক্ষেপ
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার প্রক্রিয়া
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করে একাউন্ট রেজিস্টার করে নিন। এরপরে ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা স্লিপ নাম্বার এবং প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে Nid Wallet এপ্লিকেশন ইন্সটল করে Face ভেরিফিকেশন সম্পন্ন করলে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার হালনাগাদ কর্মসূচিতে আপনার নাম লিখিয়েছিলেন সম্প্রতি তাদের ফোনে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেওয়া হয়েছে। অথবা আপনি যদি এসএমএস পেয়ে না থাকেন তাহলে এসএমএস এর মাধ্যমে আপনার ফর্ম নাম্বারটি দিয়ে আইডি কার্ড নাম্বারটি বের করতে পারবেন।
আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন।
ইন্টারনেট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে স্লিপ নাম্বার কিংবা ভোটার নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড প্রক্রিয়া নিচে ধাপ অনুসারে দেখানো হলো। যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি আপনারা স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
ধাপ – ১: nidw ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার জন্য সর্বপ্রথম nidw এর অফিসিয়াল ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। পূর্বে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের এই ধাপে একাউন্ট রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই শুধুমাত্র ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।
Nidw ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ প্রথমে এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করুন। এরপরে “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করে যথাক্রমেঃ
- জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার বসিয়ে দিবেন। (যারা ভোটার আইডি কার্ডের নাম্বার জানেননা তারা ভোটার হওয়ার জন্য আবেদন করার পরে একটা স্লিপ দেওয়া হয়েছিল ওই স্লিপে থাকা নাম্বারটি বসিয়ে দিবেন)
- ভোটার আইডি কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী জন্ম তারিখ (দিন- মাস- বছর) ফরমেটে।
- ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে “সাবমিট” বাটনে ক্লিক করুন।
- এরপরে যথাক্রমে ভোটার আইডি কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান ঠিকানা (বিভাগ, জেলা ও উপজেলা) এবং স্থায়ী ঠিকানা (বিভাগ, জেলা ও উপজেলা) বসিয়ে দিয়ে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
ধাপ – ২: মোবাইল নাম্বার ভেরিফিকেশন
এই ধাপ থেকে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি অটোমেটিকভাবে এখানে সেইভ থাকবে যদি আপনারা এই মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে “মোবাইল পরিবর্তন” বাটনে ক্লিক করে নতুন নাম্বার বসিয়ে দিতে পারবেন।
যদি এখানে কোন মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে আবেদনের সময় দেওয়া মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। এবং ভেরিফিকেশনের জন্য “বার্তা পাঠান” বাটনে ক্লিক করবেন। nidw থেকে এসএমএস এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে। কোডএ থাকা ৬ ডিজিটাল নাম্বারটি বসিয়ে “বহাল” বাটনে ক্লিক করুন।
ধাপ – ৩: Nid Wallet অ্যাপস ডাউনলোড
গুগল প্লে স্টোর থেকে প্রথমে Nid Wallet অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্লেস্টোরে গিয়ে সার্চ করুন Nid Wallet লিখে অথবা “Nid Wallet” এখানে ক্লিক করুন।
nidw ওয়েবসাইটে একটি QR কোড দেখাবে Nid Wallet অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে উক্ত কোডটি স্ক্যান করতে হবে। সঠিকভাবে ইসকান প্রক্রিয়া শেষ হলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসা হবে এখান থেকে ফেইস ভেরিফিকেশন করতে হবে।
ধাপ – ৪: ফেইস ভেরিফিকেশন
Nid Wallet অ্যাপ্লিকেশনে কোড স্ক্যান করার পরে ফেইস ভেরিফিকেশন করার জন্য আপনার মোবাইল ফোনের ক্যামেরা ওপেন হবে। এবং যেই ব্যক্তির ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন তার মুখমন্ডল ভালোভাবে স্ক্যান করতে হবে।

ফেইস ভেরিফিকেশনের জন্য প্রথমে ব্যক্তির মুখমন্ডল সোজা রাখবেন এবং পরবর্তীতে একবার ডানে এবং একবার বামে ঘুরিয়ে ফেইস ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপরে পুনরায় আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের ব্রাউজারে nidw পেইজে চলে যাবেন।
ধাপ – ৫: পাসওয়ার্ড সেট
পুনরায় nidw এর ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই একটি পাসওয়ার্ড সেট করতে হবে। যদি আপনারা পাসওয়ার্ড সেট করতে না চান সেক্ষেত্রে “এড়িয়ে যান” বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ড সেট করা থাকলে পরবর্তীতে nidw ওয়েবসাইটে লগইন করতে এই সকল ঝামেলা পোহাতে হবে না।
পাসওয়ার্ড সেট করার জন্য “সেট পাসওয়ার্ড” বাটনে ক্লিক করুন। সঠিকভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। এবং পরবর্তীতে লগইন করার জন্য অবশ্যই পাসওয়ার্ড জানা থাকতে হবে।
ধাপ – ৬: জাতীয় পরিচয়পত্র ডাউনলোড
এই পর্যায়ে এসে পাসওয়ার্ড সেট করার পরে আপনাদের প্রোফাইল এর কিছু তথ্য দেখাবে। এখান থেকে সরাসরি “ডাউনলোড” নামে একটি অপশন দেখতে পাবেন।
“ডাউনলোড” অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইল আকারে। পরবর্তীতে কোন প্রিন্টার এর দোকান থেকে এই পিডিএফ ফাইল টিকে প্রিন্ট করে নিতে পারবেন।
নতুন ভোটাররা উত্তর পদ্ধতিতে খুব সহজেই আপনাদের ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার প্রক্রিয়া সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই পদ্ধতিতে খুব সহজে বাংলাদেশ সরকার এর nidw অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
আরো দেখুন | ভোটার আইডি কার্ড সংশোধন করার প্রক্রিয়া |
কি ভাবে
পোষ্ট টি পরুন