NID Card Check বাংলাদেশ থেকে

0

nid card check বাংলাদেশ থেকে কিভাবে করবেন খুব সহজে আপনার মোবাইল দিয়ে চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। 


নতুন ভোটার আইডি কার্ড আবেদন করার পরে আমাদের সকলের মনেই একটা প্রশ্ন থাকে আমাদের ভোটার আইডি কার্ড তৈরি হল কিনা। আর এই প্রেক্ষিতে আমরা nid card check করতে চাই।

এন আই ডি কার্ড চেক করার জন্য মূলত পূর্বে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে “  ভোটার তথ্য “  নামক একটি ওয়েব পেজ ছিল যেখানে সাধারণ নতুন নিবন্ধিত ভোটাররা তাদের টোকেন নাম্বার বা ফর্ম নাম্বার  এবং জন্ম তারিখ টাইপ করে  তাদের ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানতে পারতো।

সাইবার নিরাপত্তার স্বার্থে নির্বাচন কমিশনের উক্ত সেবাটি ২০২২ সালে স্থগিত করেছে।  আর এই কারণে ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক অনলাইন থেকে করা যাচ্ছে না।  তবে আপনি চাইলে বিকল্পভাবে আপনার মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমেও আপনার এনআইডি নাম্বারটি জানতে পারবেন। আর আপনি যদি আপনার এনআইডি নাম্বারটি এসএমএস এ পেয়ে থাকেন তাহলে খুব সহজেই নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে একটি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

এসএমএসের মাধ্যমে nid card check

  1. প্রথমে আপনার মোবাইলের মেসেজের অপশনে যান এবং টাইপ করুন
  2. NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন।

উদাহরনঃ NID 12345678 01-01-2001

ফিরতি মেসেজে আপনার ভোটার আইডি কার্ড এর তথ্য জানিয়ে দেয়া হবে। বর্তমানে এন আইডি কার্ড নাম্বার জানার এটিই একমাত্র পদ্ধতি।

এই পদ্ধতিটি আপনি ব্যবহার করতে পারেন যদি ভোটার নিবন্ধন কার্যক্রমের পরে এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ড নম্বর না পেয়ে থাকেন। অথবা এন আই ডি বিষয়ক যেকোনো অভিযোগ বা সেবা গ্রহণ করতে নির্বাচন  কমিশন অফিসিয়াল হট লাইন নাম্বার ১০৫ কল করতে পারেন।

যাচাই করুন এনআইডি কার্ড আসল নাকি নকল | NID Card Check in Bangladesh

আপনার এনআইডি কার্ড নাম্বারটি সঠিক কিনা, অথবা  ছবিসহ ভোটার আইডি কার্ড চেক করতে চাইলে আপনাকে এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে। আর এই পদ্ধতিটি আপনি খুব সহজেই অনুসরণ করতে পারবেন সরকারি ওয়েবসাইট থেকে।

nid card check বাংলাদেশ থেকে করার জন্য প্রথমে ভিজিট করুন https://ldtax.gov.bd/citizen/register উক্ত ওয়েবসাইটে। এরপরে আপনার যেকোনো একটি মোবাইল নম্বর , আপনার nid number এবং আপনার জন্ম তারিখ টাইপ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন।

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান

পরবর্তী পদক্ষেপে যখন যাবেন সেখানে উক্ত এন আই ডির নাম্বারের ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন যেমন যদি এনআইডি কার্ডটি আসল হয়ে থাকে তাহলে উক্ত এন আই ডি নাম্বার এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি,  নাম,  ঠিকানা দেখতে পাবেন।

জাতীয় পরিচয় পত্র যাচাই

এন আইডি কার্ড ডাউনলোড করবেন কিভাবে

এনআইডি কার্ড চেক করার পরে আপনার যদি মনে হয় আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তাহলে আপনি সেটাও করতে পারবেন। এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে services.nidw.gov.bd গিয়ে  আপনার এনআইডি কার্ড নাম্বার ও জন্মতারিখ এবং ক্যাপচা পূরণ করে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।

একাউন্ট রেজিস্টার করার সময় আপনাকে আপনার স্থায়ী ও অস্থায়ী ঠিকানা প্রদান করতে হবে। এর পরে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন, এবং nid wallet অ্যাপ এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আপনার চেহারা স্ক্যান করে ভেরিফিকেশন করে নিতে হবে। এই কার্যক্রমটি সম্পন্ন হওয়ার পরে একাউন্ট প্রোফাইলে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

এন আই ডি হোম পেজ ভিজিট
এন আই ডি কার্ড ডাউনলোড করার নিয়ম ভিজিট
Leave A Reply

Your email address will not be published.