অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করুন

0

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করুন সহজে। নতুন ভোটারদের আইডি কার্ড ডাউনলোড কিংবা পুরাতন ভোটারদের হারিয়ে যাওয়া আইডি কার্ড উত্তোলনের বিষয় সম্পর্কে আজকে আলোচনা করা হবে। 

যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে খুব সহজেই অনলাইন থেকে একটি মাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তাও মাত্র ৫ মিনিটে। নতুন ভোটাররা এখন পর্যন্ত অনেকেই স্মার্ট কার্ড হাতে পাননি আর তাই তাদেরকে লিমিনেটিং ভোটার আইডি কার্ড ব্যবহার করতে হবে। বর্তমানে অনলাইন থেকে লেমিনিটিং ভোটার আইডি কার্ড সংগ্রহ করা যায়।

আবার অন্যদিকে যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়েছে তারাও অনলাইনে ভোটার আইডি কার্ড পুনরায় উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে যারা নতুন ভোটার অর্থাৎ একবার অনলাইন থেকে আইডি কার্ড ডাউনলোড করার পরেও আইডি কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে ফ্রিতেই উক্ত অ্যাকাউন্ট থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

তবে যদি আপনি পুরাতন ভোটার হয়ে থাকেন এবং আপনার ভোটার আইডি কার্ডটি যদি হারিয়ে যায় তাহলে অনলাইন থেকে একাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে ভোটার আইডি কার্ড  রি ইস্যু করতে হবে। যার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করতে হবে।

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড

যারা নতুন ভোটার হয়েছেন তাদের নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট services.nidw.gov.bd ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে। একাউন্ট করার জন্য উক্ত ওয়েবসাইটে ভিজিট করে ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ ও ব্যক্তিগত তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রোফাইল থেকে ডাউনলোড ক্লিক করলেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে। নিচের প্রক্রিয়া অনুসরণ করুন।

একাউন্ট রেজিস্ট্রেশন > নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/

ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড

ফরম নাম্বার ও সঠিক জন্ম তারিখ উল্লেখ > ( ফরম নাম্বারের বক্সে আপনার ভোটার স্লিপে থাকা ৮ কিংবা ৯ সংখ্যার ফরম নম্বরের পূর্বে আপনাকে NIDN যোগ করে নিতে হবে, অর্থাৎ ফরম নম্বর যদি হয় 123456789 তাহলে আপনাকে উল্লেখ করতে হবে NIDFN123456789 ) সবার শেষে ক্যাপচা পূরণ করে নিতে হবে।

বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রদান >( পরবর্তী ধাপে আপনাকে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে নিতে হবে)

মোবাইল নাম্বার ভেরিফিকেশন > ( ঠিকানা প্রদানের পরবর্তী ধাপে আপনাকে আপনার রেজিস্টার কৃত মোবাইল নাম্বারটির শেষ ডিজিট দেখানো হবে আপনি চাইলে উক্ত মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠাতে পারেন অথবা মোবাইল নাম্বার পরিবর্তন করেও পাঠাতে পারেন এরপর আপনাকে পাঠানো ভেরিফিকেশন কোডটি উল্লেখ করে ভেরিফাই সম্পন্ন করতে হবে)

ফেইস ভেরিফিকেশন > ( মোবাইল নাম্বার ভেরিফিকেশনের পরবর্তী ধাপ হল ফেস ভেরিফিকেশন। মোবাইল ভেরিফিকেশন করার পরে আপনাকে একটি কিউআর কোড দেখানো হবে যেটি NID Wallet অ্যাপস এর মাধ্যমে স্ক্যান করতে পারবেন। QR স্ক্যান করে যার আইডি কার্ড তার চেহারা স্ক্যান করে নিতে হবে ক্যামেরার মাধ্যমে)

পাসওয়ার্ড সেট >  ( সবশেষে গুরুত্বপূর্ণ ধাপ পাসওয়ার্ড সেট করা। পরবর্তীতে অ্যাকাউন্টটি সংরক্ষিত রাখার জন্য একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে) এতে করে nid এর সকল সেবা এই একাউন্ট দিয়ে পরবর্তীতে গ্রহণ করতে পারবেন )


নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন


পুরাতন ভোটারদের হারিয়ে যাওয়া আইডি কার্ড উত্তোলন

যদি আপনার আইডি কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে প্রথমেই হারানো আইডি কার্ড বাবদ আপনাকে একটি থানায় জিডি করতে হবে এবং জিডি কপি সংগ্রহ করতে হবে। এর পরে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটে ভিজিট করে একটি একাউন্ট করে নিবেন। এর পরে উক্ত একাউন্টে প্রবেশ করে – রি-ইস্যু – লিংকে যেতে হবে।

 

এই লিঙ্কে যাওয়ার পরে আপনাকে কয়েকটি ধাপে কাজ সম্পন্ন করতে হবে-

  • আবেদনের কারণ ও জিডির তথ্য প্রদান
  • সংশোধন ফি ডিপোজিট করতে হবে –
  1. সাধারণ ২৩০ টাকা
  2. জরুরী ৩৪৫ টাকা
  • কাগজপত্র দাখিল করতে হবে
  • আবেদন নিশ্চিত করতে হবে

ভোটার আইডি কার্ড রি ইস্যু করুন


অনলাইনে Nidw ওয়েবসাইটের মাধ্যমে ভোটার আইডি কার্ড রি-ইস্যু আবেদন সাবমিট করার ১৫ থেকে ২০ দিনের মধ্যে আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে আইডি কার্ড সংক্রান্ত আপডেট জানানো হবে। আপনার আবেদন মঞ্জুর হয়ে গেলে অনলাইন থেকে আপনার একাউন্টে লগইন করে নিবেন। এরপরে প্রোফাইল থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার নতুন ভোটার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.