ট্রেনের টিকিট বিক্রির নতুন নির্দেশনা গুলো দেখুন
সর্বশেষ ১০ই মার্চের আপডেট অনুযায়ী রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী জানান আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে নুতন নির্দেশনা জারি করা হয়েছে। ট্রেনের টিকিট বিক্রির নতুন নির্দেশনা গুলো দেখুন।
পূর্বে আন্তঃনগর ট্রেনের টিকেট বিরয়ের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাত্রা ছিল। সপ্তাহে একজন ব্যক্তি তথা একটা ভোটার আইডি কার্ড দিয়ে শুধুমাত্র ২ বার ট্রেনের টিকিট ক্রয় করতে পারতো। রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালকের বক্তব্য অনুযায়ী বর্তমানে এই নীতিতে পরিবর্তন আনা হয়েছে।
ট্রেনে ভ্রমণকারীদের জন্য এটা নিশ্চয়ই একটি সুখবর। বাংলাদেশের একটি স্বনামধন্য অনলাইন নিউজ পোর্টাল মাধ্যম ডিবিসি নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ট্রেনের টিকিট বিক্রির নতুন নির্দেশনা
আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির নতুন নির্দেশনা হলো, বর্তমানে এনআইডি দেখিয়ে একজন যাত্রী সপ্তাহে যত খুশি তত ট্রেনের টিকিট ক্রয় করতে পারবে। পূর্বে ট্রেনের টিকিট ক্রয়ে লিমিট দেওয়া ছিল, ১০ই মার্চের আপডেটের পর স্বয়ং অতিরিক্ত রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এই তথ্য নিশ্চিত করেছে।
তবে পূর্বের নিয়ম অনুযায়ী যাত্রী এক স্টেশন থেকে দিনে একবারের বেশি টিকিট ক্রয় করতে পারবেনা, এই নির্দেশনা বহাল রয়েছে। একজন যাত্রী একই স্টেশন থেকে দিনে সর্বোচ্চ ১ বার, একসঙ্গে ৪টি টিকিট ক্রয় করতে পারবে।
বিভিন্ন স্টেশন থেকে সপ্তাহে যত খুশি তত টিকিট ক্রয় করা যাবে, একটি স্টেশন থেকে দৈনিক সর্বোচ্চ একবার ৪টি টিকিট ক্রয় করতে পারবে।
মনে করেন কোন যাত্রী ঢাকা কমলাপুর থেকে চট্টগ্রামে ট্রেনের টিকিট ক্রয় করবে, তিনি ওই স্টেশন থেকে একদিনে সর্বোচ্চ ৪টি টিকিট ক্রয় করতে পারবে। তিনি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ওই দিনে আর কোন টিকিট ক্রয় করতে পারবে না, তবে একই দিনের ট্রেনের ফিরতি যাত্রা টিকিট চট্টগ্রাম থেকে ক্রয় করতে পারবে।
ট্রেনের টিকিট কাটার জন্য কি কি প্রয়োজন?
অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটার পূর্বে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করে নিতে হবে। যেমনঃ
- ইন্টারনেট কানেকশন যুক্ত একটি স্মার্টফোন।
- একটি সচল মোবাইল নাম্বার।
- একটি এনআইডি কার্ড তথা জাতীয় পরিচয় পত্র।
- একটি ইমেইল এড্রেস।
- টিকিটের ফি পরিশোধ করার জন্য বিকাশ অথবা ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড।
প্রথমে উপরে উল্লেখিত জিনিসগুলো সংগ্রহ করুন এরপরে নিচে দেখানোর নির্দেশনা অনুসরণ করে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার পছন্দের ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।
ট্রেনের টিকিট কাটার নিয়ম
সরাসরি স্টেশনে উপস্থিত হয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন অথবা আপনারা অনলাইন থেকে ট্রেনের টিকিট কিভাবে করতে পারবেন। যেভাবে ট্রেনের টিকিট ক্রয় করেন অবশ্যই যাত্রীর ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে। একটি ভোটার আইডি কার্ড দিয়ে দিনে সর্বোচ্চ একই স্টেশন থেকে ৪টি টিকিট ক্রয় করা যাবে।
অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার জন্য Bangladesh Railway E-Ticketing Service ওয়েবসাইটে প্রবেশ করে অথবা Rail Sheba App অ্যাপস ডাউনলোড করুন। এরপরে অ্যাপসে অথবা ওয়েবসাইটে প্রবেশ করে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
এরপরে প্রয়োজনীয় তথ্যগুলো যথাক্রমে বসিয়ে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এখানে প্রদত্ত সকল তথ্য আপনার জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে বসাতে হবে।
পরবর্তীতে ট্রেন সিলেক্ট করে, ট্রেনের সিট বাছাই করে, যাত্রীর তথ্য প্রদান করে, ট্রেনের টিকিটের ফি অনলাইনে পেমেন্ট করুন। সবকিছু যথাক্রমে সম্পন্ন হলে অনলাইন থেকে ট্রেনের টিকিটের pdf কপি ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
জনপ্রিয় Mobile Banking (bKash) অথবা Debit ও Credit Card এর মাধ্যমে ট্রেনের টিকিটের ফি প্রদান করতে পারবেন। পরবর্তীতে ট্রেনে ভ্রমণের সময় পিডিএফ প্রিন্ট ও জাতীয় পরিচয় পত্র সঙ্গে করে নিয়ে যাবেন।
বর্তমানে অনলাইন থেকে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি অনেক সহজ। ট্রেনের টিকিট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এই লেখাটি পড়ুন।
গুরুত্বপূর্ণ লেখাঃ অগ্রিম ট্রেনের টিকিট কাটার নিয়ম।