MRP পাসপোর্ট বাতিল হওয়ার সিদ্ধান্ত

0

সম্প্রতি এমআরপি পাসপোর্ট বাতিল নিয়ে গুঞ্জন উঠেছে। এমআরপি পাসপোর্ট সম্পর্কিত নতুন আপডেট গুলো এই লেখাটিতে প্রকাশ করা হলো। এমআরপি পাসপোর্ট কেনো বাতিল হবে জানুন ।

এমআরপি পাসপোর্ট বা মেশিন রিডেবল পাসপোর্ট। এই পাসপোর্ট এর মধ্যে আবেদনকারীর ছবির নিচে জলছাপের মাধ্যমে সকল তথ্য লুকায়িত থাকে। সম্প্রতি এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) উঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

এমআরপি পাসপোর্ট বাতিল হওয়ার কারণ

দেশের সমস্ত নাগরিককে ই পাসপোর্ট সেবার আওতায় আনার জন্য এমআরপি পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত । বাংলাদেশী পাসপোর্টকে আন্তর্জাতিক মানের শীর্ষস্থানে পরিচয় করানোর জন্য হাতেলেখা পাসপোর্ট উঠিয়ে দিয়ে, পাসপোর্ট ডিজিটালকরণ তথা ই পাসপোর্ট সেবা চালু করবে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

বহির্বিশ্বের এয়ারপোর্টগুলোতে দ্রুত ইমিগ্রেশন সুবিধা নেওয়ার জন্য, নাগরিকদের দ্রুত পাসপোর্ট ডেলিভারি, পুলিশ ভেরিফিকেশন দ্রুতকরণ এবং অনলাইনে পাসপোর্ট এর সকল কার্যক্রম বেগমান করার লক্ষ্যে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে বাংলাদেশের নাগরিকদের জীবন যাত্রারমান উন্নত হবে। এছাড়াও অনেক প্রবাসী তাদের সুবিধার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকারের নিকট এমআরপি পাসপোর্ট উঠিয়ে ই পাসপোর্ট করার দাবী জানিয়েছে।

করোনা কালীন সময়ে সব পাসপোর্ট মিলিয়ে প্রায় ১ লক্ষ ৭০ হাজার পাসপোর্ট অধিদপ্তরে আটকা পড়ে। ওই সময় এমআরপি পাসপোর্ট ডেলিভারি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে এখন পর্যন্ত এমআরপি পাসপোর্ট ডেলিভারি চালু করা হয়নি।

তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশের পক্ষে জরুরী ভিত্তিতে কূটনৈতিক ও অসুস্থ রোগীদের এমআরপি পাসপোর্ট বিতরণ করা হয়। এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে নথিপত্র জমা করা লাগে। বর্তমানে প্রায় ৯০% এমআরপি পাসপোর্ট ডেলিভারি বন্ধ রয়েছে।

জানুনঃ

ই- পাসপোর্ট করার নিয়ম

এমআরপি থেকে ই পাসপোর্ট রিনিউ করার নিয়ম

এমআরপি পাসপোর্ট কবে চালু হবে

এমআরপি পাসপোর্ট চালু হওয়ার পরিপেক্ষিতে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এখন পর্যন্ত কোন আপডেট জানায়নি। বর্তমানে অনেক এমআরপি পাসপোর্ট ব্যবহারকারী ই পাসপোর্ট এর জন্য আবেদন করেছে। কর্তৃপক্ষ ই পাসপোর্ট সেবার অন্তর্ভুক্ত হওয়ার জন্য উৎসাহিত করছে।

বর্তমানে নতুন প্রজন্ম সামান্য কিছু লোকজন এমআরপি পাসপোর্ট এর জন্য আবেদন করে, বেশিরভাগ ই পাসপোর্ট এর জন্য আবেদন করে। যারফলে ই পাসপোর্ট এর ডেলিভারি বেড়ে চলেছে। তবে যে সকল নাগরিকের বয়স বর্তমানে ৬৫ বছরের বেশি তাদের এখন পর্যন্ত ই পাসপোর্ট দেওয়া হচ্ছে না।

জানানো হয়েছে এমআরপি পাসপোর্ট সম্পূর্ণরূপে বাতিল হলে তাদেরকে ই পাসপোর্ট এর আওতায় আনা হবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম। তিনি আরো জানিয়েছেন সবাইকে ই পাসপোর্ট এর আওতায় আনার চিন্তা আছে।

 

এমআরপি আর ই-পাসপোর্টের পার্থক্য

অনেকেই এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট এর পার্থক্য জানেন না। এমআরপি পাসপোর্ট তথা মেশিন রিডেবল পাসপোর্ট হল চেক বইয়ের মত এবং ই পাসপোর্ট তথা ইলেকট্রনিক পাসপোর্ট হলো এটিএম কার্ড এর মত।

এমআরপি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন এর সময় লাইনে দাঁড়িয়ে থেকে আলাদাভাবে সই করিয়ে নিতে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু অপরদিকে ই পাসপোর্ট এর সাহায্যে খুব সহজে মেশিনের মাধ্যমে ইমিগ্রেশন কমপ্লিট করে খুব সহজে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

ই পাসপোর্ট এর সুবিধা

এমআরপি পাসপোর্ট এর থেকে ই পাসপোর্টে সুবিধা অনেক বেশি। কারণ ই পাসপোর্ট এর সাহায্যে অতি দ্রুত ই-গেট ব্যবহার করে ভ্রমণকারীরা যাতায়াত করতে পারবে। এর ফলে বিমানবন্দরে বড় লাইনে দাঁড়িয়ে ভিসা যাচাই করার প্রয়োজন হবে না।

Leave A Reply

Your email address will not be published.