১ মার্চ থেকে চালু হচ্ছে মোহাম্মদপুর পাসপোর্ট অফিস
আগামী ১ মার্চ ২০২৩ থেকে মোহাম্মদপুরের নতুন আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হবে। ঢাকায় অবস্থানরত বাসিন্দারা এখন ভোগান্তিবিহীন ই-পাসপোর্ট আবেদন এবং পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
বর্তমানে পাসপোর্ট অধিদপ্তর ঢাকায় অবস্থানরত বাসিন্দাদের জন্য আরো একটি নতুন রিজিওনাল পাসপোর্ট অফিস চালু করবে। যেটা লোকেশন হল মোহাম্মদপুর। আগামী পহেলা মার্চ থেকেই এই রিজিনাল পাসপোর্ট অফিসের কার্যক্রম চালু হবে বলে জানা গেছে।
মোহাম্মদপুর রিজিওনাল পাসপোর্ট অফিস চালু হলে ঢাকায় অবস্থানরত বাসিন্দাদের পাসপোর্ট নিয়ে ভোগান্তি একটু হলেও কমবে।
সরকারি এক বিজ্ঞপ্তিতে গত শুক্রবার জানানো হয়েছে যে , ঢাকার মধ্যে সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম , শাহ আলী, হাজারীবাগ ও নিউমার্কেট থানার বাসিন্দারা তাদের ই পাসপোর্ট সেবা ১লা মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পশ্চিম ( মোহাম্মদপুর) থেকে পাবেন।
আপনি যদি উপরে উল্লিখিত এলাকা/থানার অধীনে থাকেন এবং ইতিমধ্যেই পাসপোর্ট অফিস আগারগাঁওয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৩-এর পরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পেয়ে থাকেন, তাহলে ২৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিবর্তে পাসপোর্ট অফিস ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) গিয়ে আপনার বায়োমেট্রিক নথিভুক্তি সম্পূর্ণ করতে হবে।
দেখতে পারেনঃ
মোহাম্মাদপুর পাসপোর্ট অফিসের ঠিকানা:
Dhaka West (Mohammadpur):
Plot No: 698/4, Bosila Road, Mohammadpur, Dhaka 1207.