৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

0

৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন 2022 সালে যারা খুজতেছেন তাদের জন্য আজকের এই পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।  আপনাদের লো বাজেটের কথা চিন্তা করে সর্বনিম্ন পাঁচ হাজার এবং৬ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন গুলোর তালিকা নিচে দেয়া হবে।  আমরা মোবাইল ফোন গুলো তাদের পারফরম্যান্স,  ব্যাটারি ব্যাকআপ,  ডিসপ্লে, র‍্যাম,  ইত্যাদির উপর নির্ভর করে মোবাইল গুলোর তালিকা সাজিয়েছি আশা করি আপনাদের পছন্দ হবে

বর্তমান সময়ে স্মার্টফোন থাকাটা প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয় । তথ্য প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্মার্টফোন টেকনোলজি ধীরে ধীরে উন্নত হচ্ছে ফোন কোম্পানিগুলোর অল্প দামের মধ্যে ভালো ফোন তৈরি করছে। অনেকে স্মার্টফোন কেনার শখ থাকে কিন্তু টাকা কম  থাকার কারণে স্মার্টফোন কিনতে পারে না বা তাদের  কাছে পাঁচ থেকে ছয় হাজার টাকা থাকে এবং তারা কনফিউশনে পড়ে যায় কোন ফোন ভালো হবে।

আমাদের যাদের বাজেট সাধারণত অনেকটাই কম কিন্তু স্মার্টফোন চালানোর ইচ্ছা রয়েছে। তাদের জন্য ৫ হাজার টাকার নিচো ফোন গুলোর তালিকা দেওয়া হল। মোবাইল ফোন কোম্পানিগুলো সকলের চাহিদা অনুযায়ী ৫ হাজার টাকার মধ্যেও অনেক ভালমানের স্মার্টফোন তৈরি করেছে। তো কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকে আমরা কোনগুলো 5000 টাকা পেতে পারি

৫ হাজার টাকার মধ্যে ৮ টি ভালো মোবাইল ২০২২

Itel A23 pro – ৳4990

৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এর একটি মোবাইল হল এটি। কম দামে ভালো মোবাইলের সব থেকে ভালো ব্র্যান্ড হচ্ছে আইটেল। তাই কমদামের পছন্দের কোন হিসেবে সবাই এই ব্রান্ডকেই বেছে নেয়।

এই ফোনটিতে 4g সাপোর্ট করে। এই ফোনটিতে রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে পিছনের ক্যামেরা 2 মেগাপিক্সেল এবং সামনে পয়েন্ট 3 মেগাপিক্সেল। এবং ২৪০০  মেগাওয়াটের ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 10গো এডিশন। 1 জিবি র‍্যাম ও  8gb রম রয়েছে। ব্যবহার করা হয়েছে Quad-core 1.4 গিগাহার্জ সিপিইউ।

Walton Primo 11&12  – ৳4299 4490

দেশি পণ্য হিসেবে বাজারে ওয়ালটনের অনেক সুনাম রয়েছে। কম দামে অনেক ভালো ভালো মোবাইল ফোন সরবরাহ করে। ওয়ালটন প্রিমিও  11 ও 12 সিরিজের ফোন গুলো খুব সুনাম অর্জন করেছে।

ফোরজি সাপোর্ট সম্পন্ন 5 ইঞ্চির ডিসপ্লে সামনে এবং পিছনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2000 মেগাওয়াটের মিলিয়ন ব্যাটারি রয়েছে এই ফোনে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক কটকট 1.3 গিগাহার্টজ প্রসেসর। 1gb র‍্যাম  16 জিবি রমের  সুবিধা পাওয়া যাবে । এই ফোনে ব্যবহার করা যাবে 64gb পর্যন্ত এক্সটার্নাল মেমোরি।

ওয়ালটন প্রিমো টুয়েলভে 11 থেকে কিছুটা আপডেট আনা হয়েছে। সেখানে ক্যামেরা অ্যাপারচার এর ব্যবহার করা হয়েছে যা তুলনামূলক ভাল ছবি উপহার দেবে। এবং 16gb রম এর পরিবর্তে 8gb রম ব্যবহার করা হয়েছে। সিপিও হিসেবে ব্যবহার করা হয়েছে  Quad-core 1.4 গিগাহার্জ এই ফোন থেকে পাশাপাশি পাওয়া যাবে ফেস আনলক এবং 64 জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করার সুবিধা। ৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল এটি দুর্দান্ত ফিচার দিয়েছে।

Symphony i12 – ৳4390

সিম্ফোনি i20 অ্যাক্টিভ 3g ফোন। এই ফোনটি সাধারণত অন্য ফোনগুলোর তুলনায় একটু বড় ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লে 5.45 ইঞ্চি পাশাপাশি পিছনের ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেল এর এইচডিআর ক্যামেরা এবং সামনের ক্যামেরা রয়েছে 5  মেগাপিক্সেল। এই ফোনের ব্যাটারি ও তুলনামূলক ভাবে বেশি। ২৪০০ এমএইচ ওয়ার্ডের বিশাল ব্যাটারি রয়েছে  এই ফোনটিতে । এই ফোনে ব্যবহার করা হয়েছে quad-core 1.3 গিগাহার্টজ সিপিইউ। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড  10 সফটওয়ারটি।

Symphony V99- ৳3890

সিম্ফোনি v99 কমদামের মধ্যে আরেকটি ভালো মোবাইল। রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে, থ্রিজি নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1।৮ জিবি ফোন   মেমোরির সাথে 1 জিবি র‍্যাম। সামনে-পিছনে ক্যামেরায় 5 মেগাপিক্সেল। প্রসেসর হিসেবে রয়েছে কোয়াড কোরের প্রসেসর।

Symphony G10- ৳4290

দীর্ঘদিন ধরে বাটন এবং ছোট পরিসরে যে ফোন গুলো আছে সেগুলো ভালো সার্ভিস দিয়ে যাচ্ছেন স্যাম্ফোনি  ।  5 ইঞ্চি ডিসপ্লে দেওয়া ফোরজি নেটওয়ার্ক এর সাথে ৮ জিবি ফোন মেমোরি এবং 1 জিবি  র‍্যাম। সামনে   5  মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে  5 মেগাপিক্সেল ফ্লাসলাইট যুক্ত  ক্যামেরা পাওয়া যাবে। সাথে পাচ্ছেন  কোয়াড কোরের প্রসেসর। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট নেই।

Maximus p7  plus – ৳ 4990

ফোরজি সম্পন্ন ফোন গুলোর মধ্যে এটি অন্যতম ফোন। এই ফোনে 5.45  বিশাল ডিসপ্লে এবং আইপিএস টাচস্ক্রিন পাচ্ছেন। ক্যামেরা হিসেবে রয়েছে উভয় দিকে 5 মেগাপিক্সেল ক্যামেরা

অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে 8.1 1 এডিসন। হিসেবে রয়েছে quad-core 1.3 গিগাহার্টজ এর সিপিইউ। 1gb র্যাম 8gb রম । 64 জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা যাবে।

Tecno pop 5c-  ৳ 5000 unofficial

টেকনো কোম্পানি অণুগুলো মোটামুটি খারাপ না। টেকনো এই ফোনটি বাংলাদেশে এখনো অফিশিয়ালি ভাবে পাওয়া যাচ্ছে না। আনঅফিসিয়ালি এই ফোনটির দাম ধরা হয়েছে 5000 টাকা। যা সব জায়গায় সমান না হতে পারে এই ফোনটিতে রয়েছে 5 ইঞ্চি ডিসপ্লে এবং ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং দুই মেগা পিক্সাল ও  2400  বিশাল ব্যাটারি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টেন। র‍্যাম 1 জিবি এবং রম 16gb।

সিপিও হিসেবে ব্যবহার করা হয়েছে 1.3 গিগাহার্জের সিপইউ।

Symphony V128-  ৳ 4590

কম দামের মধ্যে সিম্ফোনি মডেল জিও বেশ জনপ্রিয়। 4.9 ডিসপ্লে এবং পিছনে 5 মেগাপিক্সেল ক্যামেরা সাথে অ্যাপারচার f2.2 ও সামনের ক্যামেরা 5 মেগাপিক্সেল এর সাথে অ্যাপারচার 2.2 মানের ভালো ক্যামেরা পাচ্ছেন ব্যাটারি হিসেবে রয়েছে 2000 মেগাওয়াটের একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ব্যবহার করা হয়েছে 1.3 গিগাহার্টজ প্রসেসর। 8 জিবি রম এর সাথে 1gb র‍্যাম। ছবি তোলার জন্য এই বাজেটে মোটামুটি ভালো ফোন এটি। সবথেকে বড় সুবিধা হচ্ছে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।

৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল গুলোর মধ্যে পার্থক্য

 

DIFFERENCE Itel A23pro Walton primo 12 Maximus p7  plus Symphony V99- Symphony i12- Tecno pop 5c- unofficial
PRICE 4990 4490 4990 3990 4390 5000
RAM/ROM 1/8 1/8 1/8 1/8 1/8 1/16
BATTARY 2400 2000 2500 2000 2400 2400
CPU QUADCORE 1.4 QUADCORE 1.4 QUADCORE 1.3 QUADCORE 1.3 QUADCORE 1.3 QUADCORE 1.3
CAMERA 2/.3 5/2 with apurture 5/5 5/2 8/5 5/2 apurture
NETWORK 4G 4G 4G 3G 3G 3G

 

৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন নিয়ে শেষ কথাঃ

সাধারণত 5000 টাকার মধ্যে ভালো ফোন পাওয়া যায় না তাই পরামর্শ থাকবে যদি পারেন আপনার বাজেট চেয়ে 5 থেকে 7 হাজার রে রুপান্তর করুন। তাহলে তুলনামূলক ভালো এন্ড্রয়েড ফোন পাবেন। আজকের আর্টিকেলে বাজারে বাছাই করা পাঁচ থেকে সাতটি ফোনের রিভিউ দেওয়া হয়েছে আপনার যদি পছন্দ হয় সেই ফোনটি সংগ্রহ করতে পারেন এবং ভবিষ্যতে আমাদের আর্টিকেল গুলো পড়ে আপনাদের ব্যক্তিগত মতামত এবং প্রছন্দ  জানাতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.