আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত
আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত এই প্রশ্নটিই আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে মাথায় আসে। আমার জিমেইল পাসওয়ার্ড কি এ প্রশ্নটা অনেকেই করেন। অনেক সময় গুরুত্বপূর্ণ কোনো কাজে যেমন নতুন কোন মোবাইলে গুগল অ্যাকাউন্ট লগইন করার সময় অথবা থার্ড পার্টি কোন অ্যাপ এ গুগোল একাউন্ট সাইন ইন করার সময় গুগল একাউন্টের পাসওয়ার্ড দরকার পড়ে। তখন হয়তো আমাদের অনেকেরই গুগল একাউন্টের পাসওয়ার্ড মনে থাকেনা।
পাসওয়ার্ড সুরক্ষার জন্য আমরা অনেক সময় এমন কঠিন পাসওয়ার্ড ব্যবহার করে যা হরহামেশাই ভুলে যাই। অনেকেই পাসওয়ার্ড নোট করে রাখে ডায়েরির পাতায় যা অনেক সময় হারিয়ে যায় । এমতাবস্থায় আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কিভাবে জানব? জি আপনি সঠিক স্থানে এসেছেন এই পোস্টটি পড়ে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড কিভাবে দেখবেন পাসওয়ার্ড হারিয়ে গেলে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই পদ্ধতি সম্পর্কে বলবো।
আপনি যদি নিয়মিত এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এন্ড্রয়েড মোবাইলের সব গুরুত্বপূর্ণ অফিসার যেমন গুগল সার্চ, জিমেইল, গুগোল প্লে স্টো্র, গুগোল ড্রাইভ , ইউটিউব ইত্যাদি জন্য গুগল একাউন্ট এর প্রয়োজন পড়ে। আমাদের দেশে অনেকেই মোবাইল সম্পর্কে জানে না বিধায় নতুন মোবাইল ক্রয় করার পরে অন্য কাউকে দিয়ে গুগোল একাউন্ট তৈরি করে। আর গুগোল একাউন্ট ছাড়া আপনি কখনোই এন্ডয়েড মোবাইলের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ফিচারগুলো ব্যবহার করতে পারবেন না। অন্য কাউকে দিয়ে গুগোল একাউন্ট করে নেয়ার পরে আমরা অনেকেই পাসওয়ার্ড এর সমস্যায় পড়ে যাই, তো এখন পাসওয়ার্ড ভুলে গেলে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত কিভাবে দেখবেন সেটা বিস্তারিত বলবো
আমার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত
যদি কোন কারণে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনাকে আপনার মোবাইলের গুগল সেটিং থেকে Manage your google Account এ গিয়ে Security অপশন থেকে password সেটিং এ যাবেন। এরপরে forgot password ক্লিক করে আপনার ফোনের প্যাটার্ন বা ফিঙ্গার দিয়ে পরবর্তী ধাপ অনুসরণ করুন।
- প্রথমত আপনার মোবাইলের সেটিং এ প্রবেশ করুন
- এরপরে গুগোল সেটিং এ যান
- Manage your google Account এ যান
- Security অপশন থেকে password এ যান
- এরপরে Forgot Password এ যান
- আপনার ফোনের প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিন
- এরপরে New Password এবং Confirm password দিন।
- কাজ শেষ।
পাসওয়ার্ড ভুলে গেলে নতুন মোবাইলে পুরাতন গুগোল একাউন্ট লগইন করবো কিভাবে?
অনেক সময় দেখা যায় আমাদের গুগোল একাউন্ট টি নতুন মোবাইলের লগইন করার নেই কিন্তু আমরা সেটি নতুন করে আমাদের নতুন মোবাইলের লগইন করতে চাচ্ছি। এক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড মনে নেই। এখন কি করব? এক্ষেত্রে আপনার একটা সুযোগ রয়েছে আপনার পাসওয়ার্ডটা রিকভারি করার।
আপনি যখন গুগোল একাউন্ট তৈরি করেছেন তখন নিশ্চয়ই আপনি আপনার একটি ফোন নাম্বার গুগল একাউন্টে দিয়েছেন সেই ফোন নাম্বারটি সাহায্যে আপনি আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। আর যদি আপনার গুগল একাউন্টে কোন মোবাইল নাম্বার ব্যবহার করা না হয়ে থাকে তাহলে নতুন মোবাইলে পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনার দ্বিতীয় কোন অপশন নেই। এক্ষেত্রে গুগল একাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন না। যদি আপনার পুরাতন গুগল একাউন্টে বা জিমেইলে কোন মোবাইল নাম্বার অ্যাড করা থাকে তাহলে কিভাবে আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড রিকভার করবেন সেটা জেনে আসি।
- প্রথমে মোবাইলের Account & Sync অপশনে যান
- এরপরে Add New Account এ যান
- Google Select করুন
- এরপরে আপনার জিমেইল বা গুগোল এড্রেস দিন
- তারপরে Forgot Password ক্লিক করুন
- এখানে আপনার Old Password চাওয়া হতে পারে । আপনি Try Another Way ক্লিক করবেন।
- এখন আপনার ব্যবহার করা জিমেইলের ফোন নাম্বারে একটি রিকভারি কোড যাবে ছয় সংখ্যার সেই কোডটি দিবেন এখানে
- এরপরের New Password এবং Confirm Password দিয়ে আপনার গুগল পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন
গুগলের ব্যবহার করা সিম কার্ড হারিয়ে গেলে করণীয় কি
আপনি যখন গুগোল একাউন্ট খুলেছেন তখন যদি একটি নাম্বার দিয়ে থাকেন তাহলে সেই নাম্বারটি প্রয়োজন হবে গুগল একাউন্ট রিকভার করার জন্য। আপনার কাছে যদি সেই সিম কার্ড না থাকে তাহলে আপনাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিকটস্থ এজেন্ট থেকে আপনার সিমটি তুলতে হবে। আর যদি সিমটি আপনার নামে রেজিস্টার করা না থাকে তাহলে যার নামে সিম রেজিস্টার করা তাকে নিয়ে সিম উত্তোলন করে নিবেন। আপনার গুগল একাউন্টে যদি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে একটু কষ্ট করতেই হবে। সিম নাম্বার ব্যতীত আপনি কখনই আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকোভার করতে পারবেন না আপনার গুগল একাউন্টের পাসওয়ার্ড কত সেটি ও দেখতে পারবেন না।
Amar Gogol password vula gasi
password vule gele password reset korun , Learn More