বাংলালিংকে বছরজুড়ে ১৫ জিবি ফ্রি ইন্টারনেট নিন

বাংলালিংক ডিভাইস অফার

1

আপনি যদি একজন বাংলালিংকের রেগুলার কাস্টমার  হয়ে থাকেন তাহলে এই অফারটি আপনার নেয়া উচিত।  আপনার হাতে যদি একটি 4G হ্যান্ডসেট থাকে এবং আপনার হাতে যদি বাংলালিংকের একটি সিম থাকে তাহলে  বাংলালিংক ডিভাইস অফার হিসেবে আপনি প্রথম বছর জুড়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।  তবে সেটা কিভাবে চলুন জেনে আসি। 

বাংলালিংকের এই বছর ধরে ফ্রী ইন্টারনেট অফার টি আপনি প্রতিমাসে  1 জিবি করে একবার করে নিতে পারবেন, যার মেয়ে থাকবে ৭ দিন । এই অফারটি সম্পূর্ণ নতুন অফার অনেকের কাছেই তবে  হ্যান্ডসেট ডিভাইস অফার বাংলালিংক কর্তৃপক্ষ অনেক আগে থেকে চালু করেছে।  আমরা অনেকেই জানিনা বিধায় অফারটি আমরা নিতে পারছিনা তাই অফারটি কিভাবে নিব অফারটি নিতে হলে কি কি দরকার হবে চলুন জেনে নেই।

কিভাবে বছরজুড়ে ফ্রি ইন্টারনেট অফারটি নিবেন

প্রথমত এই অফারটি আপনি আপনার যেকোনো নতুন 4G  মোবাইল বা স্মার্টফোনে নিতে পারবেন।  বাংলালিংক হ্যান্ডসেট অফার বা বাংলালিংক বছরজুড়ে ফ্রি ইন্টারনেট অফার টি আপনি আপনার নতুন মোবাইলে *5000*521# ডায়াল করে নিতে পারবেন।  অফারটি নেওয়ার কয়েকটি শর্ত হলো

  • আপনার মোবাইলটি  সম্পূর্ণ নতুন হতে হবে
  • হ্যান্ডসেটটি ফোরজি সাপোর্টেড হতে হবে
  • আপনার মোবাইলে একটি  সচল বাংলালিং সিম থাকতে হবে
  • একটি  স্মার্টফোনে একটি সিম দ্বারা একবার এই অফারটি নিতে পারবেন।
  • এই অফারটি সকল 4G  নতুন স্মার্টফোনের জন্য প্রযোজ্য

প্রথমত আপনার মোবাইলে ডায়াল অপশন থেকে ডায়াল করুন *5000*521# এটি করার পরে আপনাকে একটি ইনস্টলমেন্ট ভেরিফিকেশন করার জন্য ওয়েট করতে বলা হবে।  এরপরে বাংলালিংক অটোমেটিক সিস্টেম আপনার মোবাইলের IMEI নাম্বার  এবং আপনার সিম ভেরিফিকেশন করে আপনাকে অফারটি প্রদান করবে। প্রথম অবস্থায় আপনি এই কোডটি ডায়াল করে সর্বপ্রথম 4 জি বি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন যেটি 3GB রেগুলার ইন্টারনেট এবং বাকি 1GB Tofee ।

আপনি যখন এই অফারটি একটিভ করবেন তা ঠিক 30 দিন পরে আবার একই কোড ডায়াল করে 1 জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন।  এভাবে প্রতি মাসে 1 জিবি করে মোট 12 মাসে 12 জিবি  ফ্রী ইন্টারনেট নিতএ পারবেন। অবশ্য অফারটি পাওয়ার জন্য আপনার সিম কার্ডটি স্মার্টফোনের সংযুক্ত রাখতে হবে। ইন্টারনেট এর ব্যলেন্স চেক করতে ডায়াল *121*1#

বাংলালিংকে বছরজুরে ফ্রি ইন্টারনেট পান VIVO স্মার্টফোন কিনে

ঈদ উপলক্ষে বাংলালিংক সিম কোম্পানি দিচ্ছে বাংলালিংক সিম গ্রহকদের জন্য বিশেষ অফার বাংলালিংক সিম হলো দেশের সবচেয়ে জনপ্রিয় সিম কোম্পানির মধ্যে একটি বাংলালিংক সিম কোম্পানি তাদের প্রিয় গ্রাহকদের জন্য সবসময় আকর্ষনীয় ও ‍সেরা অফারগুলো দিয়ে থাকে

বাংলালিংক সিম কোম্পানি হলো দেশের সেরা 4G FASTEST নেটওয়ার্ক, Ookla® স্বীকৃতি পরাপর টানা ৪ বারের মত দেশের FASTEST মোবাইল ফোন নেটওয়ার্ক বাংলালিংক সিম 

বাংলালিংকে বছরজুরে ১৫ জিবি ফ্রি ইন্টারনেট
Photo Credit Banglalink Digital Official Facebook Page

বাংলালিংক সিম কোম্পানি এইবার ঈদে আমাদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ উপহার বাংলালিংক সিম গ্রাহকরা এখন যে কোন VIVO স্মার্ট ফোন কিনে পাচ্ছেন বছরজুরে ফ্রি ইন্টারনেট ব্যাবহারের সুযোগ ঈদ উপলক্ষে VIVO স্মার্টফোন কিনে পাচ্ছেন বছরজুরে ১৫ জিবি ফ্রি ইন্টারনেট এবং ৪৮ পয়সা প্রতি মিনিট কল রেট যে কোন অপরেটরে (মেয়াদ ৭ দিন ফ্রি) কথা বলার আকর্ষনীয় বা দারুন সুযোগ

যে কোন Model এর VIVO স্মার্ট ফোন কিনে বাংলালিংক ‍সিম Active  করলেই পাচ্ছেন 15 GB ইন্টারনেট একদম বিনামূল্যে বা ফ্রি সাথে আরো থাকছে মাত্র ৪৮ পয়সা মিনিট কল রেট, কথা বলুন যে কোন অপরেটরে যে কোন নাম্বরে কথা বলার ‍সুযোগ

এখন প্রস্ন হতে পারে – যারা 3G সিম ব্যাবহার করে তারা কি পাবে এই অফার ? উত্তর হলো : না, তাদের 3G সিমটি প্রথমে 4G তে রিপ্লেসমেন্ট করতে হবে ।

যারা সিম রিপ্লেসমেন্ট সম্পর্কে ভালোভাবে না জানেন, রিপ্লেসমেন্ট সম্পর্কে ভালোভাবে ‍জানতে আমাদের এই লেখাটি দেখতে পারেন । সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম

বাংলালিংক সিমের নুতন গ্রাহকরা তাদের নুতন VIVO স্মার্ট ফোনে বাংলালিংক সিম এক্টিভ করে অফারটি পেতে এবং বর্তমান গ্রাহকরা অফারটি পাওয়ার জন্য যোগ্য কি না। তা জানতে ডায়াল করুন : *5000*521#

এবং রিচার্জের সাথে থাকছে আকের্ষনীয় ‍ও সেরা বান্ডেল অফার :

টাকা মেয়াদ MB পরিমান 
৪৭৭ ১ বছর  12 GB –  (1 GB করে ১২ মাস= 12 GB)
৯৪৬ ১ বছর 36 GB –  (3 GB করে ১২ মাস= 36 GB)
১৪২২ ১ বছর 60 GB –  (5 GB করে ১২ মাস= 60 GB)
1 Comment
  1. Arpita Halder says

    Nice

Leave A Reply

Your email address will not be published.