বিকাশে ১০০ টাকা ফ্রি বোনাস নিন

4

আপনি কি বিকাশে ১০০ টাকা ফ্রি বোনাস নিতে চান? যদি আপনি বিকাশের নিয়মিত ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনাদের একটি বিকাশ একাউন্ট থাকে তাহলে আপনিও নিতে পারবেন ১০০ টাকা বোনাস। এই বোনাস টি যে কোন বিকাশ অ্যাকাউন্ট গ্রাহকরা পেয়ে যাবে খুব সহজেই। প্রতিদিনকার অফার এর মত বিকাশ এই অফারটি নতুন ঘোষণা করেছে প্রত্যেক কাস্টমারের জন্য। চলুন জেনে আসি কিভাবে বিকাশ থেকে ১০০ টাকা বোনাস পাবেন।

এই প্রসেস টি সম্পন্ন করার জন্য আপনার একটি সচল বিকাশ একাউন্ট লাগবে। আপনি যদি বিকাশে নিয়মিত লেনদেনেও করেন তাহলে এই বোনাস টি পেয়ে যাবেন। তবে এই বোনাস টি পেতে হলে আপনার কি একটি এন্ড্রয়েড মোবাইল দিয়ে বিকাশ অ্যাপ ইন্সটল করে সেখানে আপনার বিকাশ একাউন্ট লগইন করে নিতে হবে এবং সম্পূর্ণ কাজটি করতে হবে bkash app  দিয়ে।

তো বোনাস টি আসলে কি? আপনি যদি বিকাশ এপস এর ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে বিকাশ এপ হোম পেইজে আপনি একটি ব্যানার দেখতে পেয়েছেন নিশ্চয়ই। মূল কথায় আসি অফারটি হলো,  আপনার যদি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে এবং আপনি যদি সেই ব্যাংক থেকে একটি ডেবিট/ক্রেডিট কার্ড নিয়ে থাকেন তাহলে সেই কার্ড বিকাশ একাউন্টের মাধ্যমে লিংক করে সেখান থেকে প্রথম দুইবার ১০০০ টাকার বেশি অ্যাড মানি করলে বিকাশে ১০০ টাকা ফ্রি যাবেন। 

বিকাশ এড মানি অফারটি যেকোনো বিকাশ একাউন্টের জন্য প্রযোজ্য তবে শর্ত হলো আপনার একটি ডেবিট  অথবা ক্রেডিট কার্ড থাকতে হবে এবং কার্ডে আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

এবার প্রশ্ন করতে পারেন ডেবিট কার্ড কি? আমরা যারা ব্যাংক একাউন্ট করে আমাদেরকে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য একটি  প্লাস্টিক কার্ড দেওয়া হয় যেটি একপাশে সিম কার্ডের মত দেখতে মাইক্রোচিপ থাকে।  আমরা অনেকেই স্মার্ট ভোটার আইডি কার্ড দেখেছি ঠিক তেমনি একটি ডেবিট অথবা ক্রেডিট কার্ড।  আর এই কার্ড দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেকোন সময় যেকোন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।  সাথে বিকাশ থেকেও আপনি এই কার্ড এড করে টাকা  উত্তলন করতে পারবেন।

 

কিভাবে আপনার ডেবিট কার্ড বিকাশের অ্যাপস এর সাথে লিংক করাবেন অর্থাৎ এড মানি করবেন?

বিকাশে ১০০ টাকা ফ্রি

 

  • প্রথমে আপনার বিকাশ অ্যাপ টি ওপেন করুন
  • এরপরে হোমপেইজে “ অ্যাড মানি “ নামক একটি অপশন দেখতে পাবেন সেটায় ক্লিক করুন

 

বিকাশে ১০০ টাকা ফ্রি

 

  • এরপরে দুইটি অপশন দেখতে পাবেন ১।  ব্যাংক টু বিকাশ ২। কার্ড টু বিকাশ
  • এখানে ২ নাম্বার অপশন কার্ড টু বিকাশ বেছে নিবেন

 

বিকাশে ১০০ টাকা ফ্রি

 

এরপরে আপনার কার্ড টাইপ সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনার কার্ডটি কি ভিসা কার্ড নাকি মাস্টার কার্ড সেটি সিলেক্ট করতে হবে।  আপনার কার্ড ভিসা নাকি মাস্টার কার্ড সেটি আপনার কার্ডের উপরে লেখা থাকবে প্রিন্ট করে। ভিসা হলে ভিসা সিলেক্ট করুন আর মাস্টার কার্ড হলে মাস্টারকার্ড সিলেক্ট করুন।

 

বিকাশ এড মানি অফার

 

  • এর পরেই আপনাকে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট এর জায়গায় আপনাকে ১০০০ টাকা দিতে হবে
  • এরপরে Proceed ক্লিক করবেন

 

এরপরে আপনাকে আপনার কার্ড ডিটেইলস চাওয়া হবে এবং আপনাকে সেটি দিতে হবে। Add money From New Card ক্লিক করে আপনি আপনার কার্ড ডিটেইলস দেওয়ার জন্য এগিয়ে যাবেন। পরবর্তীতে টাকা আনার জন্য এই কার্ডটি Save করে রাখবেন। কারণ আপনাকে বোনাস টি পেতে হলে দুইবার টাকা এড করতে হবে।

 

বিকাশ এড মানি অফার

এবার আপনাকে আপনার কার্ডের ডিটেলস দিতে হবে। প্রথমে card type visa সিলেক্ট করে দিবেন। এরপরে card number এর জায়গায় আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডের নাম্বার এর পরে Exp Month আপনার কার্ডের মেয়াদ উত্তীর্ণের মাস , exp year এর যাগায় বছর এবং আপনার কার্ড এর পিছনে থাকা তিন সংখ্যার একটি cvv/cvn কোড পাবেন সেটি দিবেন। সবশেষে কাছ থেকে টাকা এড করার জন্য Pay বাটনে ক্লিক করতে হবে। 

আপনার কার্ড যদি সিকিউরিটির থাকে অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম অন করা থাকে তাহলে ব্যাংক থেকে আপনার ব্যাংক একাউন্ট রেজিস্টার কৃত নাম্বারে একটি otp দেওয়া হবে সেই কোডটি পরবর্তী অপশনে চাওয়া হবে। সেটি প্রদান করার মাধ্যমে আপনার বিকাশ একাউন্টের কার্ড থেকে টাকা এড হয়ে যাবে।

উক্ত দেখানো সকল প্রসেস আপনাকে দুই বার করতে হবে। যেমন প্রথমে আপনাকে বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি অপশনে যেতে হবে এর পরে আপনাকে  ভিসা বা মাস্টারকার্ড সিলেক্ট করে দিতে হবে,  তারপরে আপনাকে টাকার পরিমাণ ১০০০ দিতে হবে। এরপরে আপনার সেভ করে রাখা কার্ড নাম্বার টি সিলেক্ট করে ব্যাংক থেকে আসা ওটিপি নাম্বার দিয়ে সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। 

এইভাবে দুইবার কার্ড থেকে বিকাশ একাউন্টে দুইবার এক হাজারের বেশি টাকা যোগ করলে আপনি ইনস্ট্যান্ট ভাবে ১০০ টাকা বোনাস পেয়ে যাবেন। এই অফারটি কতদিন চলবে সেটি সঠিক জানা নেই তবে ১০০ টাকা বোনাস এর বদলে সেটি বাড়তেও পারে। তাই সময় থাকতে এই অফারটি নিয়ে নিন। 

4 Comments
  1. Md safayat says

    Vary nice

    1. SHAFIQ says

      thanks

  2. Riyaz says

    আমারো 100 টাকা বিকাশে পেমেন্ট চাই
    এটা আমার বিকাশ নম্বর : 0199**08947

    1. SHAFIQ says

      দুঃখিত ভাই, আমরা এরকম কোন সার্ভিস প্রদান করি না৷ বিকাশ থেকে ১০০ টাকা বোনাস পেতে হলে পোস্টে দেয়া সম্পুর্ন ইনফর্মেশন পড়ার পরে উপরোক্ত পদ্ধতি অনুসরন করুন

Leave A Reply

Your email address will not be published.