২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস কোন পরিবর্তন আনা হয়েছে কিনা অনেকের মনে প্রশ্ন কারন সিলেট ও সুনামগঞ্জ অত্র স্থানে বন্যার কারণে এবং করণা মহামারীর বৃদ্ধির কারণে এসএসসি পরীক্ষা ২০২২ পিছিয়ে দেওয়া হয়েছিলো। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান এসএসসি পরীক্ষা ২০২২ সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস এ কী কী পরিবর্তন এসেছে এবং কবে পরীক্ষা হবে এ বিষয় নিয়ে আজকের লেখা টি।

সিলেবাসে কোন পরিবর্তন আনা হয়েছে কিনা?

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা ২০২২ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। নতুন করে এসএসসি পরীক্ষার তারিখ জানানো হয় । ২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস কোন পরিবর্তন করা হয়নি এখন পর্যন্ত। পূর্বের সিলেবাস অনুযায়ী আবার এসএসসি পরীক্ষা নেয়া হবে। শুধুমাত্র বন্যার কারণে এসএসসি পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছিল তবে পরীক্ষার সিলেবাসে কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বের সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, আইসিটি, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সিলেবাস আগের মতই আছে।

যে সকল বিষয়ে এসএসসি পরীক্ষা ২০২২ হবে না

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস এ কোন ধরনের পরিবর্তন আনা হয়নি পূর্বের সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে যে সকল বিষয় এসএসসি পরীক্ষা হবে না। মোট চারটি বিষয়ে এসএসসি পরীক্ষায় থাকবে না সেগুলো হলঃ

  1. ধর্ম ও নৈতিক শিক্ষা
  2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  3. বাংলাদেশ ও বিশ্বপরিচয়
  4. বিজ্ঞান

উপরে উল্লিখিত এই চারটি বিষয়ে এসএসসি পরীক্ষা হবে না। এছাড়া পূর্বের সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে।

জানুনঃ ২০২২ সালের এসএসসি পরীক্ষা কবে হবে 

এসএসসি পরীক্ষা ২০২২ এর মানবন্টন

এসএসসি পরীক্ষা 2022 পূর্বের সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে তবে এর মান বন্টন হবে- মোট পরীক্ষা হবে ৫৫ মার্কের এরমধ্যে অবজেক্টিভ তথা MCQ হবে ১৫ মার্কের আর সৃজনশীল প্রশ্ন লিখতে হবে ৪ টি – প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন ১০ মার্ক করে, ৪ সৃজনশীল প্রশ্নে ৪০ মার্ক এই মুহূর্তে ৫৫ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি পরিমার্জন করে এই বিষয়গুলোতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ব্যবহারিক সম্বলিত বিষয় (CQ-৩০+ MCQ ১৫)=৪৫ নম্বর , ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয়(CQ-৪০+ MCQ-১৫)=৫৫ নম্বর

শিক্ষাবোর্ড চাইলে এসএসসি পরীক্ষা 2022 এর মান বন্টন পরিবর্তন করতে পারে। এসএসসি পরীক্ষা 2022 এর সম্পূর্ণ মানবন্টন নিচের ছবি থেকে দেখে নিন।

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

সম্মানিত পাঠকবৃন্দ এসএসসি পরীক্ষা ২০২২ পূর্বের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। বন্যার কারণে শুধুমাত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু সিলেবাসে কোনো পরিবর্তন আনা হয়নি । আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে । এসএসসি পরীক্ষা ২০২২ এর পূর্বের সিলেবাস নিচে দেওয়া হল।

সম্পূর্ণ সিলেবাস টি পিডিএফ ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন 

এসএসসি ২০২২ সিলেবাস সকল বিষয়

ইংরেজি ১ম পত্র

Unit : 3,4,5,7,10,11,12
Unseen Passage
1. Information Transfer
2. Summarizing
3. Matching.
Writing
1. Writing a paragraph answering question
2. Completing a story
3. Emails
4. Writing dialogue.

বাংলা ১ম পত্র

কবিতা অংশ থেকে থাকবে: কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, বঙ্গবাণী, মানুষ, পল্লী জননী, সেই দিন এই মাঠ, রানার, আমার পরিচয়, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো।

গল্প অংশ থেকে থাকবে: বই পড়া, সুভা , আম আঁটি ভেঁপু, নিম গাছ, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি, প্রবাস বন্ধু, সাহিত্যের রূপ ও রীতি, একাত্তরের দিনগুলি।

সহপাঠ অংশ থেকে থাকবে: কাকতাড়ুয়া, বহিপীর।

বাংলা ২য় পত্র

দ্বিতীয় অধ্যায়ঃ থেকে থাকবে : পরিচ্ছেদ ১, ২, ৪
তৃতীয় অধ্যায়ঃ থেকে থাকবে: পরিচ্ছেদ ২, ৩, ৫, ৬, ৭, ৯, ১০, ১১
চতুর্থ অধ্যায়ঃ থেকে থাকবে: পরিচ্ছেদ ১, ২, ৭, ৮
পঞ্চম অধ্যায়ঃ থেকে থাকবে: পরিচ্ছেদ ১, ২, ৩, ৪, ৬
নির্মিতি অংশ থেকে থাকবে: সারাংশ ও সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, পত্র লিখন, প্রবন্ধ রচনা, প্রতিবেদন।

গণিত

গণিত থেকে থাকবে অধ্যায় : ২, ৩, ৪, ৭, ৮, ৯, ১৩, ১৬, ১৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে থাকবে অধ্যায়: ১, ২, ৩, ৪, ৫

রসায়ন

রসায়ন থেকে থাকবে অধ্যায়: ১, ২, ৩, ৪, ৫, ৬,৭, ১১

পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞান থেকে থাকবে অধ্যায়: ১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ১১

জীববিজ্ঞান

জীববিজ্ঞান থেকে থাকবে অধ্যায় নং: ১, ২, ৪, ৫, ৬, ৮, ১১, ১২

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে অধ্যায় থাকবে: ১, ২, ৩, ৪, ১০, ১১, ১২, ১৪

পৌরনীতি ও নাগরিকতা

পৌরনীতি ও নাগরিকতা থেকে অধ্যায় থাকবে : ১, ২, ৪, ৫, ৬, ১০, ১১

অর্থনীতি

অর্থনীতি থেকে যে কয়টি অধ্যায় থাকবে তা হল অধ্যায় নং: ১, ২, ৩, ৪, ৬, ৯

হিসাববিজ্ঞান

হিসাব বিজ্ঞান থেকে অধ্যায় থাকবে: ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০

ফিন্যান্স ও ব্যাংকিং

ফিন্যান্স ও ব্যাংকিং এ যে সকল অধ্যায় গুলো থাকবে সেগুলো হলো: ১, ৩, ৪, ৫, ৯, ১০, ১১

ব্যবসায় উদ্যোগ

ব্যবসায় উদ্যোগে থাকবে : ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১১,

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয় যা থাকবে: ১, ২, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১৬

বিজ্ঞান

বিজ্ঞান বইয়ের যে সকল অধ্যায় থেকে থাকবে: ১, ২, ৩, ৫, ৬, ৯, ১২,

কৃষি শিক্ষা

কৃষি শিক্ষা থেকে যে সকল অধ্যায় থাকবে সেগুলো হলো : ১, ২, ৪

ভূগোল ও পরিবেশ

ভূগোল ও পরিবেশ থেকে যে সকল অধ্যায় থাকবে: ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০

গার্হস্থ্য অর্থনীতি

গার্হস্থ্য অর্থনীতি থেকে যে সকল অধ্যায় থাকবে:

  • ক বিভাগ থেকে থাকবে অধ্যায়: ১, ২, ৩, ৪, ৫
  • খ-বিভাগ থেকে থাকবে অধ্যায়: ৬, ৭, ৮
  • গ-বিভাগ থেকে থাকবে অধ্যায় : ১০, ১৩
  • ঘ বিভাগ থেকে থাকবে অধ্যায় : ১৫, ১৮

ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা

  • প্রথম অধ্যায় থেকে থাকবে পাঠ : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩, ১৪, ১৫
  • দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে পাঠ : ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৫, ১৭, ২১, ২৪
  • তৃতীয় অধ্যায় থেকে থাকবে পাঠ : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭
  • চতুর্থ অধ্যায় থেকে থাকবে পাঠ : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১২, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২
  • পঞ্চম অধ্যায় থেকে থাকবে পাঠ : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩

উচ্চতর গণিত

উচ্চতর গণিত থেকে অধ্যায় থাকবে : ২, ৩, ৭, ৮, ৯, ১০, ১১, ১৪

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা

হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা থেকে অধ্যায় থাকবে : ২, ৩, ৪, ৫, ৬, ৯

বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা

বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা থেকে অধ্যায় থাকবে : ১, ২, ৩, ৪, ৭, ৯, ১১

খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা

খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা থেকে অধ্যায় থাকবে : ১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৫

ক্যারিয়ার শিক্ষা

ক্যারিয়ার শিক্ষা থেকে অধ্যায় থাকবে : ১, ২, ৩

শারীরিক শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এবং খেলাধুলা

শারীরিক শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান এবং খেলাধুলা থেকে অধ্যায় থাকবে : ৭, ৮, ১০

চারু ও কারুকলা

চারু ও কারুকলা থেকে অধ্যায় থাকবে: ১, ৪, ৫, ৬, ৭

এসএসসি পরীক্ষ ২০২২ সংক্ষিপ্ত সিলেবাস

সম্মানিত পাঠকবৃন্দ ২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হলো। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে এবং করোনা ভাইরাস আবারো বৃদ্ধির কারণে এসএসসি পরীক্ষা ২০২২ পিছিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ১৭ এ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান আগামী সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার সিলেবাস এও কোন ধরনের পরিবর্তন আনা হয়নি পূর্বের সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.